somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারদর্শিতা ব্যাজ (রোভার শাখা)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পারদর্শিতা ব্যাজ ০৬ (ছয়) টি। যথা-

০১. রোভার কুশলী ব্যাজ
০২. শিকতা ব্যাজ
০৩. স্কাউট ইনস্ট্রাক্টর ব্যাজ
০৪. পরিভ্রমণকারী ব্যাজ
০৫. স্বনির্ভর ব্যাজ
০৬. স্কাউট কর্মী ব্যাজ

রোভার কুশলী ব্যাজ
০১. সদস্য স্তরে অর্জন করতে হবে।
০২. স্ব স্ব ইউনিটে বাস্তবায়ন করতে হবে।
০৩. আগে শুরু করতে পারলেও মেট কোর্সে অংশগ্রহণের পর এ ব্যাজের কার্যক্রম শুরু করাকে উৎসাহিত করা হয়।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদনের প্রয়োজন নেই।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ২৮ ও ২৯।

শিকতা ব্যাজ
০১. ব্যাজটি সদস্য স্তরে অথবা সেবা স্তরে অর্জন করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল ০৩ (তিন) মাস।
০৩. কমপে একজন নিররকে অর জ্ঞান দান এবং নিজের পরিবারের সদস্য ব্যাতিত একজন ছাত্র/ছাত্রীকে শ্রেণী শিাদানে সহায়তা করা অথবা কমপে পাঁচজন ছিন্নমুলকে প্রাথমিক শিাদান (নাম, ঠিকানা, স্বার করা, পড়তে পারা ও নূন্যতম লিখতে পারা) অথবা ছিন্নমুল স্কুল/বয়স্ক স্কুল/নাইট স্কুল/কমিনিটি স্কুলে তিন মাস সফলতার সাথে শিকতা করা।
০৪. একক বা ০৩-০৬ জন মিলে গ্র“প ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যাবে।
০৫. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৬. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৭. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ২৯ ও ৩০।

স্কাউট ইনস্ট্রাক্টর ব্যাজ
০১. ব্যাজটি প্রশিণ স্তরে অর্জন করতে হবে।
০২. এ ব্যাজ অর্জনের পূর্বে কাব/স্কাউট লিডার বেসিক কোর্সে অংশ গ্রহণ করতে হবে।
০৩. স্ব স্ব ইউনিটের রোভার স্কাউট লিডারের অনুমোদনক্রমে যে শাখায় বেসিক কোর্স সম্পন্ন করা হয়েছে সেই শাখার কোন ইউনিটে অন্ততঃপে ০৪ মাস ইনস্ট্রাক্টর হিসেবে নিম্ন লিখিত কাজ করতে হবে।
ক. বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত কাব স্কাউট ও স্কাউট সম্পর্কিত বইয়ের উপর পরিপূর্ণ জ্ঞানার্জন।
খ. ইউনিটের জন্য ৩ মাসের একটি প্রশিণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাহায্য করা।
গ. কাব স্কাউটদের তারা ব্যাজ অথবা স্কাউটদেও স্ট্যান্ডার্ড ব্যাজ বিষয়ে দতার সাথে প্রশিণ দান।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদনের প্রয়োজন নেই।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৪২।

পরিভ্রমণকারী ব্যাজ
০১. ব্যাজটি সেবা স্তরে অর্জন করতে হবে।
০২. পাঁচ দিনে-
ক. পাঁয়ে হেঁটে- ১৫০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
খ. সাইকেলে- ৫০০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
গ. নৌকায়- ২৫০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
ঘ. মেয়েরা দু’টি আলাদা রুটে দুই পর্বে ভাগ করেও করতে পারবে।
ঙ. মেয়েরা অ্যাডভেঞ্চার ক্যাম্প এ অংশগ্রহণ করে এই ব্যাজ অর্জন করতে পারবে।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৪৬ ও ৪৭।

স্বনির্ভর ব্যাজ
০১. ব্যাজ অর্জনের কার্যক্রম সদস্য স্তরে শুরু করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল কমপে এক বছর।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে* স্বনির্ভর ব্যাজ অর্জন করা যাবে-
ক. কম্পিউটার
খ. পোলট্রি ও মৎস্য চাষ ( হাঁস পালন, মুরগী পালন এবং মৎস্য চাষ)
গ. ডেইরী ফার্ম
ঘ. সেলাই কাজ (দর্জির কাজ, এমব্রয়ডারী, হাতের সেলাই, রং ও ছাপার কাজ)
ঙ. বিউটিশিয়ান
চ. শিল্পকলা (সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য)
ছ. চিত্র ও কারু শিল্প
জ. পর্যটর কর্মী
ঝ. ইন্টেরিয়র ডেকোরেশন
ঞ. সেক্রেটারিয়াল সায়েন্স
ট. স্যাটেলাইট ও টেলিকমিউনিকেশন
ঠ. আলোকচিত্র শিল্পি
ড. সাংবাদিকতা
০৬. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৩২ ও ৫৪।

* উল্লেখিত বিষয়গুলো ছাড়াও রোভাররা বাস্তব জীবনে কাজে লাগে এমন নতুন বিষয় নির্বাচন করতে পারবে। তবে রোভার প্রোগ্রামের সামঞ্জস্যতার আলোকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ঐ নতুন বিষয়টির সিলেবাস তৈরী করে তা জেলা রোভার স্কাউট কমিশনারের মাধ্যমে জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

স্কাউট কর্মী ব্যাজ
০১. ব্যাজ অর্জনের কার্যক্রম সদস্য স্তরে শুরু করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল কমপে এক বছর।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে* স্কাউট কর্মী ব্যাজ অর্জন করা যাবে-
ক. প্রাথমিক প্রতিবিধান
খ. পাইওনিয়ারিং
গ. সিগনালিং
ঘ. উদ্ধার কর্মী
ঙ. হেলথ মোটিভেটর

* উল্লেখিত বিষয়গুলো ছাড়াও রোভাররা বাস্তব জীবনে কাজে লাগে এমন নতুন বিষয় নির্বাচন করতে পারবে। তবে রোভার প্রোগ্রামের সামঞ্জস্যতার আলোকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ঐ নতুন বিষয়টির সিলেবাস তৈরী করে তা জেলা রোভার স্কাউট কমিশনারের মাধ্যমে জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল

লিখেছেন শাহ আজিজ, ২২ শে মে, ২০২৪ রাত ৯:৩২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনারই মেরেছে এমপি আনারকে।

লিখেছেন ...নিপুণ কথন..., ২২ শে মে, ২০২৪ রাত ১০:৪৮


ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন!

এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক... ...বাকিটুকু পড়ুন

আজকের কিছু উল্টা পালটা চিন্তা !

লিখেছেন সাহাদাত উদরাজী, ২২ শে মে, ২০২৪ রাত ১১:১০

১।
কলকাতা গিয়ে টুকরা টুকরা হল আমাদের এক সন্ত্রাসী এমপি, কলকাতা বলা চলে তার ২য় বাড়ি, জীবনে কতবার গিয়েছেন তার হিসাব কেহ বের করতে পারবে বলে মনে করি না, কলকাতার অলিগলি... ...বাকিটুকু পড়ুন

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

×