ডব্লিউএইচও নির্বাহী পরিষদে অটিজম প্রস্তাব অনুমোদন

অটিজম বিষয়ে একটি প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদে সর্বমম্মতভাবে গৃহীত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2013, 02:01 PM
Updated : 30 May 2013, 02:01 PM
বৃহস্পতিবার জেনেভায় সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের ওই প্রস্তাব উত্থাপন করা হয়।

ডব্লিওএইচও’র সাধারণ পরিষদের আগামী অধিবেশনে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

অটিস্টিক শিশুদের জন্য ‘সর্বাত্মক ও সমন্বিত উদ্যোগ’ নিতে উত্থাপিত এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, ভারত ও সৌদি আরবসহ অন্তত ৫০টি দেশে ইতোমধ্যে সমর্থন দিয়েছে।

জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এক বার্তায় এই প্রস্তাবে সমর্থনদাতা দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

অটিজমে আক্রান্ত  শিশুদের কল্যাণের জন্য বাংলাদেশের উদ্যোগের ফলে এরইমধ্যে জাতিসংঘ ও ডব্লিউএইচওর দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক কমিটির বৈঠকে অটিজম বিষয়ে দুটি প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল জেনেভায় এই প্রস্তাবে সমর্থনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনাও করছেন।

প্রতিবছর মে মাসে বিশ্ব স্বাস্থ সংস্থার সাধারণ পরিষদের আগে ও পরে দু্বার নির্বাহী পরিষদের বৈঠক হয়।

এ বছর সাধারণ পরিষদের বৈঠক এরই মধ্যে শেষ হয়ে যাওয়ায় আগামী বছর মে মাসের বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হবে।