সমুদ্রের গভীরেও বিমান

সমুদ্রের গভীরে চলার উপযোগী বিমান তৈরি করেছেন সমুদ্রবিজ্ঞানী গ্রাহাম হকস।  প্রচলিত ডুবোজাহাজের চেয়ে ভিন্ন ‘ডিপফ্লাইট সুপার ফ্যালকন’টি সমুদ্রের গভীরে উড়তে সক্ষম।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2013, 07:04 AM
Updated : 24 Sept 2013, 07:04 AM

সংবাদবিষয়ক ওয়েবসাইট হাফিংটন পোস্টকে হকস জানান, পৃথিবীকে বলা যায় এক ‘সমুদ্র গ্রহ’। এ পৃথিবীর ৯৪ ভাগ প্রাণীই জলজ। তাই আমাদের এ ব্যাপারে আরও অনেক কিছু জানার প্রয়োজন আছে।

১৯৯৫ সাল থেকে হকস বিমান আকৃতির এ জলযান তৈরি শুরু করেন। ইতোমধ্যে তিনি এ গবেষণায় সফলতা পেয়েছেন। তার আবিষ্কৃত বিমানটিতে দুটি ডানা আছে। সমুদ্রের গভীরেও এটি দ্রুতগতিতে উড়তে পারবে।

এটি ডুবোজাহাজের তুলনায় ভিন্ন বলে জানিয়েছেন হকস। কারণ ডুবোজাহাজ পানি বোঝাই করে ওজন বাড়িয়ে পানির নিচে ডুব দেয়। অন্যদিকে মাছ যেভাবে সমুদ্রে বিচরণ করে, সেভাবেই জলযানটি চলে। এতে ডানাসহ যানটি দিয়ে সমুদ্রের নিচে ঘুরে আসা যাবে সহজেই।