somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর সাউথ সাউথ পুরস্কার, দারিদ্র বিমোচনে সাফল্যের স্বীকৃতি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অসামান্য অবদান এবং দারিদ্র্য হ্রাসে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে আইওএসএসসির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
জাতিসংঘ উন্নয়ন তহবিলের সহযোগিতায় পরিচালিত দক্ষিণের দেশগুলোর উন্নয়ন সংগঠন আইওএসএসসি মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক তৎপরতায় বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই পদক দিয়ে থাকে। এবার আটজনকে এই পদক দেওয়া হয়। রাষ্ট্রীয় পর্যায়ে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় শেখ হাসিনাকে এই পদক দেওয়া হয়েছে।
পুরস্কারটি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের দেশের জনগণ ও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি।’
বৈশ্বিক অংশীদারির ওপর গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন এজেন্ডার সার্বিক সাফল্য ও টেকসই উন্নয়নের জন্য একটি নতুন, বাস্তবধর্মী ও দায়িত্বশীল বৈশ্বিক অংশীদারির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়ন, ওডিএ প্রতিশ্রুতি পূরণ, বাণিজ্যিক সুবিধা এবং সাউথ-সাউথ ও ত্রিমুখী সহযোগিতার জন্যও এটি গুরুত্বপূর্ণ। তিনি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে ‘অসমাপ্ত এজেন্ডা: এমডিজির অগ্রগতি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের আলোচনার ভাষণে এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউএনডিপির প্রশাসক হেলেন কার্ক ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও বক্তৃতা করেন।
কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ: গত সোমবার কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা নিউইয়র্কের হোটেল হায়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক শাসনকে টেকসই করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। তিনি গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেওয়া সংবর্ধনায় অংশ নেন।
পিটার কিংয়ের সাক্ষাৎ: বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ও কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক কমিটির চেয়ারম্যান পিটার কিং। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল হায়াতে একান্ত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে তিনি আরও বলেন, বাংলাদেশে ‘ইসলামিস্ট’-এর সংখ্যা পাকিস্তানের মতো নয়। বিরোধী পক্ষ রাজনৈতিক প্রয়োজনে এসব ‘ইসলামি জঙ্গিকে’ মাঝেমধ্যে ব্যবহার করে থাকে।
বৈঠকের বিস্তারিত বিষয় এবং নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ব্যস্ততা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন। মোমেন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি শাসনামলে জঙ্গিবাদের দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। শেখ হাসিনা মার্কিন কংগ্রেসম্যানকে আশ্বস্ত করেন, আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ নির্মূলের সর্বাত্মক উদ্যোগ অব্যাহত রাখবে।
কিং দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের জেনারেল সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা স্থগিতজনিত সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিএনপির সংবাদ সম্মেলন: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপি এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জাতিসংঘ সফরই হবে তাঁর শেষ সফর। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার পাঁয়তারা মোকাবিলা করা হবে। সংবাদ সম্মেলনে আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, মুজিবুর রহমান, গিয়াস আহমেদ, আখতার আহমেদ বাদল প্রমুখ বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় তাঁরা ব্যাপক বিক্ষোভ করবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

×