গ্যালাক্সি গিয়ার ও গ্যালাক্সি নোট ৩ বাজারে

বিক্রি শুরু হল ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাংয়ের নতুন দুটি গ্যাজেট। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের সংমিশ্রণে তৈরি ফ্যাবলেট ‘গ্যালাক্সি নোট ৩’ ও গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ আনুষ্ঠানিকভাবে কয়েকটি দেশে বিক্রি শুরু করেছে স্যামসাং।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2013, 01:02 PM
Updated : 25 Sept 2013, 01:02 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা জানিয়েছে, নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশে নগদে ও কিস্তিতে গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ ও গ্যালাক্সি নোট ৩ বিক্রি শুরু হয়েছে।

সাদা ও কালো দুটি রংয়ে পাওয়া যাবে গ্যালাক্সি নোট ৩। অন্যদিকে গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে ব্লুটুথ, ইন্টারনেট, ইমেইল সুবিধা রয়েছে।

নেদারল্যান্ডসে গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ বিক্রি হচ্ছে ৩৫০ ইউরোতে। ই-কমার্স সাইট অ্যামাজনে তা বিক্রি হচ্ছে ৩০০ ইউরোতে। এছাড়া গ্যালাক্সি নোট ৩ বিক্রি হচ্ছে প্রায় ৬০০ ইউরোতে।

এর আগে ৪ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ-২০১৩-তে গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ ও গ্যালাক্সি নোট ৩ প্রদর্শন করে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।