বৃহন্নলায় দিলারা জামান

পরিচালক মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করছেন দিলারা জামান। গ্রামের এক বট গাছকে ঘিরে নির্মিতব্য ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে দিলারা জামান অভিনয় করছেন এক বিধবা মায়ের চরিত্রে। যাকে গ্রামের লোকজন বুড়ি নামে ডাকে।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2013, 04:02 AM
Updated : 26 Sept 2013, 04:03 AM

দিলারা জামান বলেন, “আমি এক বিধবা মায়ের চরিত্রে অভিনয় করছি। ছেলের সংসারে থাকি, যদিও ছেলে ও ছেলের বউ আমাকে পছন্দ করে না। তারা আমাকে বোঝা মনে করে।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন ফেরদৌস, সোহানা সাবা, ইনামুল হক, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, এস এম মহসীন, কোহিনূর ও মানস।

দিলারা জামান প্রথম জাতীয় পুরস্কার পান ‘চন্দ্রগ্রহণ’ (২০০৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য। সে চলচ্চিত্রটিও নির্মাণ করেন মুরাদ পারভেজ।

এ বিষয়ে দিলারা জামান গ্লিটজকে বলেন, “কোনো পুরস্কারের আশায় কাজ করি না আমি। কাজের মাধ্যমেই পুরস্কার পাওয়া হয়ে যায়। দর্শকের ভালোলাগা বা ভালোবাসা পাওয়াই হচ্ছে প্রকৃতপক্ষে আমার অভিনয় জীবনের প্রাপ্তি বা অর্জন।”