somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারূন খবর: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ! ( ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সিকৃবির ৬টি অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ ২১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৬ টি অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১ সেমিষ্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য মোবাইল ফোনে sms এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
১. অনুষদ সম্পর্কীয় বিবরণ:
অনুষদের নাম/ডিগ্রীর নাম / কোর্সের মেয়াদ/শিক্ষার মাধ্যম/ভর্তির আসন সংখ্যা(অনুষদ-ওয়ারী):

(ক) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স (ডি.ভি.এম)/ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স /ডি.ভি.এম /৫ বছর/ ইংরেজি/ ৮০জন ।
(খ )কৃষি / বি.এসসি এজি (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি/ ৭০ জন।
(গ) মাৎস্যবিজ্ঞান/ বি.এসসি ফিসারিজ (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি /৬০ জন।
(ঘ) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা/ বি.এসসি এজি. ইকন. (অনার্স) /৪ বছর/ ইংরেজি/ ৫০জন।
(ঙ) কৃষি প্রকৌশল ও কারিগরি/ বি.এসসি এজি. ইঞ্জি. (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি /৫০জন।
(চ) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ বি.এসসি. বায়োটেক. এন্ড জেনেটিক ইঞ্জি। (অনার্স)/৪বছর/৩০জন

মোট: ৩৪০ জন।


সংরক্ষিত আসন ঃ
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ
কৃষি অনুষদ
মাৎস্যবিজ্ঞান অনুষদ
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ

মুক্তিযোদ্ধার সন্তান ৪, ৪, ৩, ৩, ৩, ১ জন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি/অ-উপজাতি ১, ১, ১, ১, ১, ১ জন।
অন্যান্য জেলার উপজাতি ১, ১, ১, ১, ১, ১ জন।

মোট: ৩০ জন

সর্বমোট আসন: মেধাতালিকায় ৩৪০জন+সংরক্ষিত আসন৩০জন= ৩৭০জন


২. ভর্তির জন্য আবেদনের ন্যুনতম যোগ্যতা:
২.১) বিজ্ঞান গ্রুপে ২০১১ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় এবং ২০১৩ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) অথবা সমমানের পরীক্ষায় উভয়ক্ষেত্রে ৪র্থ বিষয় বাদে মোট জিপিএ ৬.৫; তবে এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় প্রতিটিতেই ৪র্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে। উল্লেখিত যোগ্যতা (জিপিএ) সাপেক্ষে ২০১০ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং ২০১২ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
২.২) মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা ও গনিত বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০ এবং ইংরেজিতে ২.০ পেতে হবে।


৩. ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ঃ
৩.১) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া কোন ফরম পূরণ না করে আগামী ৬ অক্টোবর ২০১৩ হতে ১৮ নভেম্বর ২০১১ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোন ব্যবহার করে করা যাবে।
৩.২) আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে SylAU লিখে স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার পাশের সাল লিখে স্পেস দিয়ে এস.এস.সি /সমমান পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি/সমমান পরীক্ষার পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ: SylAUSYL1234562013SYL1234562011। উদাহরণটি সিলেট বোর্ডের; এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি/ এস.এস.সি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০১২ সালে এইচএসসি পাশ করে থাকলে ২০১৩ এর জায়গায় ২০১২ লিখতে হবে এবং ২০১০ সালে এইচএসসি পাশ করে থাকলে ২০১১ এর জায়গায় ২০১০ লিখতে হবে । অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL) এর জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদ্রাসা(MAD), রাজশাহী (RAJ)লিখতে হবে।
৩.৩) উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে SylAU, স্পেস দিয়ে YES,, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যে কোন একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : SylAUYES65432101XXXXXXXXX। এখানে ৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ নাম PIN টি বসাতে হবে। আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৭০০/- (সাতশত টাকা) কেটে একটি এসএমএস এর মাধ্যমে সাথেসাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৭০০/- (সাতশত টাকা) কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।
৩.৪) ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে এবং ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। অন্যথায় কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না।
৩.৫) একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে এবং আবেদনের দ্বিতীয় ধাপে যোগাযোগের জন্য আবেদনকারীর যে কোন একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে।
৩.৬) দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।
৩.৭) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে মোবাইল নং- ০১৭১১২৬৩২১১, ০১১৯৯০০৮৪৯৬, ০১৫৫২৪২৪৭১২, ০১৭১৮৫০১৫৪০, ০১৭১০৪৬১১৩২, ০১৭২৩৭৫৫৫০৯ হটলাইনে কিংবা ই-মেইলে admission@ sylhetagrivarsity.edu.bd-তে যোগাযোগ করা যাবে।


৪. ভর্তি পরীক্ষার পদ্ধতি ঃ
৪.১) উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজী বিষয়গুলোর উপর বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের ১:০০ ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ও.এম.আর (OMR) উপযোগী ফরমে প্রশ্নোত্তর করতে হবে।
৪.২) ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
পদার্থ বিদ্যা - ২০ নম্বর
উদ্ভিদ বিদ্যা - ১৫ নম্বর
প্রাণী বিদ্যা - ১৫ নম্বর
রসায়ন বিদ্যা - ২০ নম্বর
গণিত - ২০ নম্বর
ইংরেজি - ১০ নম্বর
মোট = ১০০ নম্বর

৫. রেজিষ্টেশন, ভর্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের তারিখ ও সময়:
(ক) SMS-এর মাধ্যমে রেজিষ্ট্রেশন- ৬ অক্টোবর ২০১৩ হতে ১৮ নভেম্বর ২০১৩ (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা)
(খ) ভর্তি পরীক্ষা- ১ ডিসেম্বর ২০১৩ রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত।
(গ) ফল প্রকাশ- ৩ ডিসেম্বর ২০১৩
(ঘ) মেধা তালিকা থেকে ভর্তি: ২২ ডিসেম্বর, ২০১৩
(ঙ) অপেক্ষমান তালিকা থেকে ভর্তি: ২৬ ডিসেম্বর, ২০১৩

৬. প্রার্থী বাচাই ও ভর্তি প্রক্রিয়া ঃ
৬.১) গ্রেডিং পদ্ধতিতে ৪র্থ বিষয় বাদে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ৮ গুণ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ নম্বর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। সর্বমোট নম্বর ১০০+১০০=২০০ তে মূল্যায়ন করা হবে।
৬.২) (ক) ভর্তির সময় নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পাশের মূল গ্রেডসিট, প্রশাংসাপত্র এবং সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী অনুষদের পছন্দক্রম ভর্তির সময় দিতে হবে।
(গ) অত্র বিশ্বদ্যিালয়ের মেডিক্যাল অফিসারের নিকট থেকে শারীরিক সুস্থতার সন্তোষজনক সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে। অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে।
(ঘ) আবাসিক হলে সিটের অপ্রতুলতাহেতু ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের হলে সিট বরাদ্দের কোন নিশ্চয়তা নেই বিধায় নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে।
(ঙ) মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতি/অ-উপজাতীয় প্রার্থীদের সংরক্ষিত আসনে ভর্তির জন্য উক্ত কোটাগুলির মধ্যে যেটি যার ক্ষেত্রে প্রযোজ্য তা ভর্তি পরীক্ষার সময় ও.এম.আর সীটে নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে এবং তার সপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যূকৃত সার্টিফিকেট/ সত্যায়িত ফটোকপি দেখাতে হবে।
(চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত যে কোন শর্ত/ নিয়ম সংশোধন, সংযোজন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
৬.৩) ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং http://www.sau.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।
৬.৪) প্রার্থী কোনরূপ ভুল বা অসংগতিপূর্ণ তথ্য প্রদান করলে ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অথবা পরবর্তী সময়ে তার ভর্তি বাতিল করা হবে।
৬.৫) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার... ...বাকিটুকু পড়ুন

মাথায় চাপা ভূত ভূত ভূতং এর দিনগুলি

লিখেছেন শায়মা, ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫


এই যে চারিদিকে এত শত কাজ কর্ম, ঝামেলা ঝক্কি, ক্লান্তি শ্রান্তি সব টপকে আমার মাথায় আজও চাপে নানান রকম ভূত। এক ভূত না নামতেই আরেক ভূত। ভূতেদের... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (দ্বিতীয় অংশ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:০৫


আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (প্রথমাংশ)
আমাদের সদ্য খনন করা পুকুরটা বৃষ্টির পানিতে ভেসে গেল। যা মাছ সেখানে ছিল, আটকানোর সুযোগ রইল না। আমি আর দুইবোন শিউলি ও হ্যাপি জালি... ...বাকিটুকু পড়ুন

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

লিখেছেন অপু তানভীর, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই।... ...বাকিটুকু পড়ুন

শৈল্পিক চুরি

লিখেছেন শেরজা তপন, ০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৭


হুদিন ধরে ভেবেও বিষয়টা নিয়ে লিখব লিখব করে লিখা হচ্ছে না ভয়ে কিংবা সঙ্কোচে!
কিসের ভয়? নারীবাদী ব্লগারদের ভয়।
আর কিসের সঙ্কোচ? পাছে আমার এই রচনাটা গৃহিনী রমনীদের খাটো... ...বাকিটুকু পড়ুন

×