সাইবার বাহিনী আনছে ব্রিটেন

সাইবার অপরাধ থেকে কম্পিউটার নেটওয়ার্ক নিরাপদ রাখতে সাইবার ডিফেন্স ফোর্স গঠন করছে যুক্তরাজ্য।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2013, 11:58 AM
Updated : 1 Oct 2013, 11:58 AM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে সরকার ও শিল্পপ্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয় শতাধিক কম্পিউটার বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সাইবার প্রতিরক্ষা খাতে নিয়োগপ্রাপ্ত প্রযুক্তিবিদরা যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বাড়ানোর কাজ করবে। এছাড়া প্রয়োজনে তারা সাধারণ যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের মতো সাইবার অস্ত্রও ব্যবহার করবে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিভাগ।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বিবিসিকে জানান, মানুষ নিরাপত্তার জন্য সৈন্য চায় মাটিতে, সাগরে এমনকি বাতাসে। এবার সাইবার প্রতিরক্ষা বিভাগ অনলাইনে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেবে। গতবছর প্রতিরক্ষা বিভাগ চার লাখ ক্ষতিকর প্রোগ্রাম ব্লক করে দিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ বিবিসিকে জানিয়েছে, জুলাই মাসে যুক্তরাজ্যে সরকার ও শিল্প নেটওয়ার্কের উপর ৭০টি সাইবার গুপ্তচরভিত্তিক আক্রমণের ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যে শক্তিশালী সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হ্যামন্ড।