ঈদ-পূজায় ব্যাংক-বন্দর-শুল্ক ভবন চালুর অনুরোধ

কোরবানির ঈদ ও দুর্গাপূজার ছুটিতে সমুদ্র ও স্থল বন্দর এবং শুল্ক কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2013, 03:51 PM
Updated : 3 Oct 2013, 03:51 PM

বৃহস্পতিবার এফবিসিসিআই’র এক বিবৃতিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ পরিস্থিতিতে কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সেজন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, বেনাপোল, সোনামসজিদ, হিলিসহ বিভিন্ন স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম পবিত্র ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজার ছুটির সময় সীমিত আকারে হলেও চালু রাখা অত্যন্ত প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

এজন্য ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির সময় শুল্ক, ব্যাংক, সমুদ্র বন্দর ও স্থল বন্দর কর্তৃপক্ষের অফিস সীমিত আকারে খোলা রাখার হলে তা পণ্য সরবরাহ সচল রাখতে সহায়তা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে এফবিসিসিআই ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে বলে জানানো হয়েছে।