মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ২ ফেরির সংঘর্ষ

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিংয়ে দু’টি ফেরির মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2013, 04:14 PM
Updated : 4 Oct 2013, 07:28 PM

শুক্রবার রাত পৌণে ১০টার দিকে মাওয়াগামী রো রো ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও কাওড়াকান্দিগামী ফেরি লেংটিংয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনার জন্য দুই ফেরির চালক পরস্পরকে দায়ী করেন। পরে ফেরি দুটি সাময়িক মেরামতের পর স্ব স্ব গন্তব্যে যাত্রা করে।

মাওয়া বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রো রো ফেরিতে ৪১টি যানবাহন এবং ফেরি লেংটিংয়ে ১৩টি যানবাহন ছিল। সংঘর্ষে উভয় ফেরির কিছু অংশ, একটি বাস ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন পাঁচ যাত্রী।

ওই পয়েন্টে নাব্য সংকট রোধে তিনটি মেশিনে ড্রেজিংয়ের কাজ চলার কারণে দুপুরেও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে ওই ঘটনায় কোনো ক্ষয় ক্ষতি হয়নি।