শপথ নিলেন ১০ বিচারক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসাবে শপথ নিলেন ১০ বিচারক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2013, 05:32 AM
Updated : 7 Oct 2013, 05:32 AM

এই দশ বিচারক হলেন- বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে তাদের শপথ পড়ান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম।

সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে এই দশ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, শপথ নেয়ার দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

২০১১ সালের ২০ অক্টোবর হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান এই ১০ বিচারক।

আইন অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া বিচারকরা দুই বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পান।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বর্তমানে মোট ৯১ জন বিচারক রয়েছেন। স্থায়ী হওয়া এই ১০ বিচারকের বাইরে আরো আটজন অস্থায়ী বিচারক এই বিভাগে কাজ করছেন।

তাদের মধ্যে ছয়জন ২০১৪ সালের ১২ জুন অস্থায়ী মেয়াদের ২ বছর পূর্ণ করবেন। অন্য দুইজন গত ৩১ জুলাই নিয়োগ পান। তাদের দুই বছর মেয়াদ পূর্ণ হবে ২০১৫ সালের ৩০ জুলাই।