somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উনারে এখুনি মুক্তি দেন, এখুনি উনার বিরুদ্ধে সব কেস তুলে নেন | আর এই সব ফালতু আইন বুড়িগঙ্গার নোংরা জলে ফেলে দেন ভালোয় ভালোয় |

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাকশাল সরকার - টিভি, নিউজপেপার, নিউজপোর্টাল অমুক নিউজ তমুক নিউজ সবই আপনেরা সিস্টেম করে আপনাদের দাস বানাইছেন| কিন্তু, ফেসবুক ব্লগেরে আপনেরা কাপচার করতে পারেন নাই | এই জন্যে অনেক আইন, গাইন বানাইছেন| দেখছি | ভালো |

কিন্তু খেয়াল রাখবেন এইটা ২০১৩ , ১৯৭৫ সাল না | ১৯৭৫ সালে, বিনা প্রতিবাদে যা করতে পারছিলেন ২০১৩ সালে সেইটা আপনেরা পারবেন মনে করলে ব্যাপক ভুল করবেন | আমরা সইদ আশরাফের নষ্ট প্রজন্ম | শুধু মাত্র একটা আতাত এর রায় হইছিল বলে আমরা শাহবাগ নামাইছি | আপনাদের আরশ কাপায় দিছি | জি, সেইটাও আপনেরা ছলে বলে কৌশলে ক্যাপচার করছেন | সাকসেস হইছেন | গুড | ভালো |

কিন্তু, আমাদের শক্তির একটা ইনডিকেশন আশা করি পাইছেন| সেইটারে আন্ডারএস্টিমেট কইরেন না | আমরা এক হইলে , আপনাদের এই সব তথ্য প্রযুক্তি, মজুক্তি আইন বানের জলে ভেসে যাবে | কয় জন রে গ্রেপ্তার করবেন ? আপনাদের জেল খানায় এত গুলা সিট নাই বস|

আপনেরা দুই দল মিইলা এই দেশ টারে লুটে পুটে খাইতাছেন আজকে ২০ বছর ধরে | একজন এর সাথে বাম কান্ধে পতিত স্বৈরাচার, আরেক জন এর ডান কান্ধে রাজাকার | আমরা দেখতাছি | সয়া যাচ্ছি | খান | যেহেতু আপনাদের বাপ এর তালুক | কোনো মেডিয়া আপনাদের বিরুদ্ধে কথা বলে না | আমরাও মানায় নেয়ার চেষ্টা করতাছি |

এক মাত্র ব্লগ ফেসবুকেই, আপনেরা চেলেঞ্জ এর মুখে পড়ছেন | এই খানে কোনো ভুং চুং চলে না | এই খানে আপনাদের সব কার্য কলাপ উন্মোচিত| তবুও আমরা যা বলি লিখেই শেষ | আমরা রাস্তায় ও নামি না, টক শোতেও গাল পারি না | কিছু কথা বলে, বন্ধু বান্ধবের সাথে সেই সব শেয়ার করে আবার নিজের রুজি রোজগার করতে, ঘর গিরস্তিতে ফিরে যাই | কিন্তু, আপনাদের এই নির্লজ্জ চশমখোরি রাস্তায় দেশকে দখল করার মধ্যে ,সকল পেপার পত্রিকায় দলবাজদের হাতে দখল হবার পরে এইটাই আমাদের এক মাত্র ব্রিদিং স্পেস | এইখানে খবরদার হাত দিবেন না | তাইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব|

খেয়াল রাখবেন| দেশের নেতা হিসেবে, আপনেরা আদের সমালোচনার লেজিটিমেট টার্গেট| কারণ, আপনেরা, আপনাদের, ছেলে, মেয়ে , কাজ এর লোক, বউ , চাচাত ভাই মামাতো ভাই সবাই আগে পরে আমাদের নেতা হইতাছেন | ফলে আপনাদের এবং আপনাদের পরিবার বর্গদের কার্যকলাপ, কি বলতাছেন, কি খাইতাছেন, কি চিন্তা করতাছেন তার সব আমাদের ফিউচার নির্ধারণ করে | ফলে আপনেরা এবং তারা অবশ্যই আমাদের সমালোচনার মুখে পরবে | এদের মধ্যে কেও কেও সুশীল ভাষায় সমালোচনা করবে কেও গাল পারবে | এইটা আমাদের ফ্রিডম অফ স্পিচ |

ইসলাম এর রাসুলরে কদর্য ভাষায় গালাগালি আপনেরা ফ্রিডম অফ স্পিচ এর নামে সাপোর্ট দিয়া গেছেন| কিন্তু সামান্য সমালোচনার মুখে আপনেরা জামিন বিহীন গ্রেপ্তার করবেন, আর এইটা আমরা অটো মাইনা নিবো চিন্তা করলে চরম ভুল করছেন|

খেয়াল রাখবেন, এই ফেসবুক, ব্লগ এর যেই ভার্চুয়াল জগত সেই জগতে আপনাদের দুই দলের প্রতিনিধিরাও আছে | তারা আপনাদের বিরুদ্ধ কোনো খারাপ সমালোচনা হইলে তার বিরুদ্ধে দাড়ায় | নিজেদের প্রটেক্ট করতে এই ভার্চুয়াল জগতকে নিয়ন্ত্রণ করতে আপনাদের পুলিশ নামাইতে হবেনা, গ্রেপ্তার করে জেল এ ঢুকাতে হবেনা আপনাদের দুই দল এর যথেষ্ট সাপোর্টার আমাদের এই ভার্চুয়াল জগতে আছে, যারা দাস ক্ষত দিয়ে আপনাদের সকল অন্যায় কার্যকলাপ কে সমর্থন দিয়া যায়| ফলে এই খানে আপনেরা বন্ধু হীন নন | আপনাদের কারো বিরুদ্ধে যে যা ইচ্ছা বলতে পারেনা | প্রতিবাদ হয় |

ওয়াহিদুজ্জামান এপোলো ভাই আমাদের ভার্চুয়ার জগতে আপনাদের সিস্টেম এর একটা অংশের প্রতিনিধিত্ব করে | উনার বিরুদ্ধে অনেক সমালোচনা করার জায়গা আছে| সেইটা উনি জায়গা মত টের পান | এবং যেই খানে যা দেয়ার, সেইটাও উনি জায়গা মত দেন | ভুল বললে, উনারেও ধরা হয়| এবং উনিও কাউরে ছাইড়া দেন না | এইটা এই জগতের ইস্টাইল |

কিন্তু আমাদের জগতে ঢুকে আপনেরা যখন এপোলো ভাই এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইসু করেন, উনারে গ্রেপ্তার করেন আপনেরা প্রমান করেন আপনেরা কি মাজুল, কি অথর্ব, কি কাপুরুষ | উনার আইডিয়া কে ফেস করার ন্যুনতম সাহস আপনাদের নাই |
আজকে উনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়া, গ্রেপ্তার কইরা আপনেরা আমাদের সবাইকে ওয়াহিদুজ্জামান এপোলো বানাইছেন|


আমরা আপনাদের সিস্টেম সমালচনা করি, কিন্তু আমরা ওই সিস্টেম কে ভাঙ্গতে রাস্তায় নামি নাই | কিন্তু আপনেরা যদি আমাদের জগতে এসে আমাদের উপর দমন নিপীড়ন চালান, আমরা কিন্তু রাস্তায় নেমে আপনাদের ওই সিস্টেম কে ভাঙ্গতে আসবো | সেই দিন আপনেরা আফসুস করবেন যে, এই পোলা গুলা রে না নাড়ায়লেই ভালো হইতো |

উনারে এখুনি মুক্তি দেন, এখুনি উনার বিরুদ্ধে সব কেস তুলে নেন | আর এই সব ফালতু আইন বুড়িগঙ্গার নোংরা জলে ফেলে দেন ভালোয় ভালোয় |
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথাটা খুব দরকারী

লিখেছেন বাকপ্রবাস, ৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৩৪

কথাটা খুব দরকারী
কিনতে গিয়ে তরকারি
লোকটা ছিল সরকারি
বলল থাক দর ভারী।

টাকায় কিনে ডলার
ধরলে চেপে কলার
থাকে কিছু বলার?
স্বর থাকেনা গলার।

ধলা কালা দু'ভাই
ছিল তারা দুবাই
বলল চল ঘানা যাই
চাইলে মন, মানা নাই।

যে কথাটা... ...বাকিটুকু পড়ুন

অতিরিক্ত বা অতি কম দুটোই সন্দেহের কারণ

লিখেছেন সায়েমুজজ্জামান, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৩০

অনেক দিন গল্প করা হয়না। চলুন আজকে হালকা মেজাজের গল্প করি। সিরিয়াসলি নেয়ার কিছু নেই৷ জোসেফ স্টালিনের গল্প দিয়ে শুরু করা যাক। তিনি দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। বলা... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার... ...বাকিটুকু পড়ুন

মাথায় চাপা ভূত ভূত ভূতং এর দিনগুলি

লিখেছেন শায়মা, ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫


এই যে চারিদিকে এত শত কাজ কর্ম, ঝামেলা ঝক্কি, ক্লান্তি শ্রান্তি সব টপকে আমার মাথায় আজও চাপে নানান রকম ভূত। এক ভূত না নামতেই আরেক ভূত। ভূতেদের... ...বাকিটুকু পড়ুন

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

লিখেছেন অপু তানভীর, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই।... ...বাকিটুকু পড়ুন

×