অনলাইনে মোবাইল রিচার্জ সেবা

বাংলাদেশে এসএসএল ওয়ারলেস নিয়ে এসেছে ইণ্টারনেটভিত্তিক মোবাইল ফোন রিচার্জ সেবা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2013, 10:23 AM
Updated : 1 Nov 2013, 10:23 AM

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সেবার মাধ্যমে মোবাইল গ্রাহকরা ইজি ডটকম ডটবিডি ওয়েবসাইট থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে মুহূর্তেই যে কোনো প্রি-পেইড বা পোস্ট-পেইড মোবাইল ফোন অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির অ্যাকাউন্টও রিচার্জ করতে পারবেন।

ওয়েবসাইটটি যেসব অ্যাকাউন্ট ও পেমেন্ট কার্ড সাপোর্ট করবে সেগুলোর মধ্যে রয়েছে ভিসা, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড, ব্র্যাক ব্যাংক অথবা কিউ-ক্যাশ অ্যাকাউন্ট।

এসএসএস ওয়ারলেস ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশে মোবাইল ফোনভিত্তিক ভ্যালু অ্যাডেড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম, ব্যাংকিং, মিডিয়া এবং ই-কমার্সভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করছে।