চীনে বিদেশি সংবাদমাধ্যম ব্লকড

মার্কিন ব্যবসা ও অর্থনীতিবিষয়ক সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের চীনা ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশটির সরকারি নিয়ন্ত্রক সংস্থা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2013, 03:18 AM
Updated : 17 Nov 2013, 03:18 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের চীনা ভাষার ওয়েবসাইট চীনে ব্লক করা হলেও তাদের ইংরেজি ভাষার ভার্সন অনলাইনে এখনও পাওয়া যাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের কর্মী পল মজ্যুর শুক্রবার বেইজিং থেকে টুইটার বার্তায় জানিয়েছেন, প্রতিষ্ঠানটির বেইজিংয়ের কর্মীরা স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় এ ব্লকের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওয়েবসাইটগুলো ব্লক করার কারণ ও তা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পাটির কিছু বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়া প্রতিবেদন প্রকাশ করে। এর আগেও গত গ্রীষ্মে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর চীনে বেশকিছু ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়। সে ব্লক এখনও প্রত্যাহার করা হয়নি।