পদ্মায় স্পিডবোটডুবি, নিখোঁজ দুজনের পরিচয় মিলেছে

পদ্মা নদীতে বৃহস্পতিবার স্পিডবোটডুবিতে নিখোঁজ দুজনের পরিচয় পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2013, 06:19 AM
Updated : 31 May 2013, 09:51 AM

এরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঝাটিকা গ্রামের টুকু মিয়ার ছেলে ইমরান মিয়া (২৫) ও পটুয়াখালীর দুমকির চরগুরুদি গ্রামের প্রয়াত মাইনুদ্দিন হালদারের ছেলে মিজানুর রহমান (৩০)।

তাদের খোঁজে স্বজনরা শুক্রবার দিনভর মাওয়ায় অবস্থান করেন।

নিখোঁজ ইমরান মিয়ার বড়ভাই উজ্জ্বল মিয়া ও মিজানুর রহমানের বড়ভাই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত স্পিডবোট থেকে তাদের ভাই নিখোঁজ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, স্পিডবোটের ১১ জন আরোহীর মধ্যে সাতজন তীরে উঠতে সক্ষম হলেও চারজনের সন্ধান মেলেনি।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্য এসআই হাফিজুর রহমান বলেন, স্বজনরা দাবি করছে দুজন নিখোঁজ রয়েছেন। খোঁজখবর নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে প্রচণ্ড ঢেউয়ে মাওয়া থেকে কাওড়াকান্দিগামী স্পিডবোটটি উল্টে যায়।