শিশির

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২০/১১/২০১৩ - ৩:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শীত করছে আসি আসি... মৃদু কনকনে বাতাস শীতের আগমনের বার্তা বয়ে আনছে যেন। খুবই প্রিয় এই সময়টা হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার কাছেই, পাতা পোড়ার গন্ধ আমায় মাতাল করে দেয় এই সময়টাতে। কুয়াশার চাদরে ভিজিয়ে দিয়ে যায় আমার সকল ইচ্ছেগুলোকে। আর দুঃখগুলোকে বন্দী করে শিশিরের কণায়। ঠিক এভাবেই...

[img]Tears of morning[/img]
[img]Green Drops[/img]
[img]Morning has broken[/img]

আমি আরো সামনে এগিয়ে যাই, নগরীর প্রথম কুয়াশায় প্রকৃতি দেখবো বলে। সর্ষে ফুলে ছেয়ে আছে চারিদিক, এই নগরী হলুদ পরীদের দখলে চলে গেছে। আর শিশিরকণারা যেন আয়না, যার মাঝেই ফুলেরা দেখে নিচ্ছে নিজেদের সৌন্দর্য...

[img]A new day[/img]
[img]Dream Drops[/img]
[img]Winter Drop ...[/img]

পোকামাকড়েরাও সাজিয়েছে আজ নিজেদের অন্যরকম সাজে। যেন ধুয়ে নিচ্ছে পুরনো দিনের দুঃখগুলোকে এই কুয়াশার ছোঁয়াতেই। সবার গা শিউরে উঠা কেটারপিলার-টাকেও এই সাজে মনে হয় অলংকার পরাহিতা কোন রমণী। এমন কি মাকড়সার জালটাকে দেখাচ্ছে মুক্তোর মালার মতোই, এখনি গলায় পরে নেয়া যাবে যেন।
[img]In her own paradise[/img]
[img]Dew washed Caterpillar ...[/img]
[img]Dreamy Cristals[/img]

প্রকৃতি দেখতে দেখতেই মাঝে মাঝে উদাস হই। ক্লান্তিতে পা-গুলো থেমে যেতে চায় মাঝে মাঝেই, জীবনবাবুকে সাথে নিয়ে থামতেও আপত্তি নেই-

“সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে,
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল।“
[img]True colors[/img]

কিন্তু না, অনেক কিছুই দেখা হয়নি। প্রকৃতির অসীম সৌন্দর্য দেখেও শেষ করা যাবে না জানি। তবু আমাকে দেখতে হবে, পথ চলতে হবে। আমি ছুটে চলেছি বৃদ্ধার ঘাসে ভরা ঝুড়িতে করেই রহস্যময় কুয়াশার চাদরে ঢেকে থাকা বিশ্বকে দেখবো বলে।

[img]The light was brighter[/img]

আজকের জন্যই বুঝি রবীন্দ্রনাথ গেয়েছেন-

আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
দেহের বাঁধ টুটেছে--
মাথার 'পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥
ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি, সে যেন রে কাহার বাণী।

.............................
শ্রাবস্তী


মন্তব্য

সত্যপীর এর ছবি

ক্যাটারপিলারের ছবিটায় একশতে একশ!

..................................................................
#Banshibir.

শ্রাবস্তী এর ছবি

একশটি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

কড়িকাঠুরে এর ছবি

বাহ্!

শেষটা দুর্দান্ত- সবগুলো থেকে নিজ থেকেই আলাদা। চোখে পড়ে দ্রুত। সাথে পিঙ্ক ফ্লয়েডও চলছিল কানে অনেকক্ষণ ধরে... চলুক

শ্রাবস্তী এর ছবি

আহা, পিঙ্ক ফ্লয়েড! হাসি

ধইন্যবাদ!

ঈয়াসীন এর ছবি

হাততালি , ওয়াও। বিস্মিত!

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

শ্রাবস্তী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

ফটোগ্রাফি তত বুঝি না,ইদানিং চেষ্টাও করি না।
ছবিগুলোর দিকে তাকিয়ে কিছু ধারনা করার আগেই "ওয়াও"
বেরিয়ে এল আজান্তেই।চালিয়ে যান ভাই ।
শাকিল অরিত

অতিথি লেখক এর ছবি

ওয়াও টাইপ ধইন্যবাদ হাসি

- শ্রাবস্তী

এক লহমা এর ছবি

ছবিগুলি একটির পর একটি খুব ভালো লেগেছে। লেখাও ভালো লেগেছে - কবিতাদুটির প্রয়োগছাড়া।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি

- শ্রাবস্তী

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

শেষের ছবিটা অসাধারণ!!

____________________________

অতিথি লেখক এর ছবি

ধইন্যবাদ হাসি

- শ্রাবস্তী

অতিথি লেখক এর ছবি

সবগুলো ছবি অসাধারন হয়েছে। হাততালি
এতো সৌন্দর্য্যকে চলে যেতে হবে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে?

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

এতো সৌন্দর্য রেখে যেতে নাহি চায় মন, আসলেই মন খারাপ
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মাইনষে এতো সুন্দর ফটো কেমনে তোলে?
অসাধারণ। ছবি লেখা দু'টোই।
সচলায়তনে স্বাগতম। ফটোব্লগ চলুক নিয়মিত।

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আমি মানুষ? আর ইউ সিওর! চোখ টিপি
কিছুই লিখতারি না জানি, তাও আপনাদের কথায় আইসা পরছি। এইবার আজাইরা ব্লগরব্লগর সইয্য করেন! শয়তানী হাসি

- শ্রাবস্তী

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বিশ্বাস করো আর না-ই করো, প্রথম ছবিটা দেখেই আমার সন্দেহ হয়েছিল এটা তোমার তোলা। পোস্ট শেষের নিক দেখে তো আর চেনার উপায় নেই, ই-মেইল দেখে বুঝলাম আমার ধারণা ভুল নয়। তোমার ছবি নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আশানুরূপ দুর্দান্ত হয়েছে!

সচলে স্বাগতম! ছবিব্লগ নিয়মিত আসুক।

অটঃ একজন ফটোআর্টিস্টকে বেশ কিছু দিন ধরে মিস্‌ করছি। তিনি কোথায়?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

আপনার কথা বিশ্বাস করবো না এই সাহস আমার আছে! লজ্জায় লাল হই গেলাম! লইজ্জা লাগে

অনেক অনেক অনেক ধন্যবাদ পান্ডব'দা হাসি

- শ্রাবস্তী

তাসনীম এর ছবি

ছবিগুলো চেনা লাগছিল পরে ইমেইল দেখে চিনলাম। সচলে স্বাগতম। ছবি মারাত্মক।

অনুপম ট্রাইপড কই?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

উফ! সব্বাই আমারে চিনেই ফেললো ! ইয়ে, মানে...

ধইন্যবাদ! হাসি

- শ্রাবস্তী

অতিথি লেখক এর ছবি

সুন্দর ছবি।

--
কচু পাতা

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

তিথীডোর এর ছবি

খাইসে! উত্তম জাঝা!
প্রথমে খেয়াল করিনি, পরে নিক দেখে চিনলাম। স্বাগতম সুন্দরী। দেঁতো হাসি

[ফটুরে দম্পতির দ্বিতীয়জন এতদিনে সচলে এলেন, তা পুরানা জন গেল কনে?]

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আমদানী। বুইঝো! চোখ টিপি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

মনি শামিম এর ছবি

অসাধারণ ছবি সব। আমি অনেকদিন থেকেই আপনার ছবি ফলো করি। নজরুল ভাইয়ের ফেসবুক ওয়ালেই ছবিগুলি দেখা হয় মূলত। আজকের লেখায় আপনার শেষ ছবিটি থেকে চোখ সরানো বড় কঠিন। আমরাও টুকটাক ছবি তুলি নাছোড়বান্দার মতন। আপনার ছবি দেখে শিখতে পারব অনেক, এখন থেকে। নিয়মিত হবেন তো?

অতিথি লেখক এর ছবি

নজরুল ভাইরে রাখেন, আমার ওয়ালে আসেন! চোখ টিপি
ওই ছবি তোলা পর্যন্তই, কিছুই তো লিখতারি না। তবু ট্রাই করে দেখা যাক!
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

অমি_বন্যা এর ছবি

দারুণ

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

গান্ধর্বী এর ছবি

ভয়ানক সুন্দর ছবি হাততালি হাততালি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ! হাসি

- শ্রাবস্তী

আরিফ_শ্রাবন এর ছবি

এক কথায় অসাধারন=DX

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

তারেক অণু এর ছবি

শিশির চলুক, কুয়াশা চলুক, চলুক কবিতা আর জীবনের গল্প--

কেবল শীত আসছে শুনলেই পালাইতে ইচ্ছে করে, তবে বাংলার শীত না, উত্তরের শীত।

শেষের ছবিটা খুব অন্যরকম কথা বলে গেল, সেই স্মৃতি ভাগাভাগি করার জন্য ইস্পিশাল ধইন্যা--

অতিথি লেখক এর ছবি

এইবার বাংলার শীতটাও স্পর্শ করে দেখেন! আর কতো পালাইবেন! হাসি
অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- খাও!

- শ্রাবস্তী

তীর্থ চক্রবর্তী এর ছবি

গুরু গুরু গুরু গুরু ওঃ কাজ ফেলে চেয়ে আছি…

অতিথি লেখক এর ছবি

কাজগুলো আজ থাক না ফেলা! শয়তানী হাসি
ধন্যবাদ

- শ্রাবস্তী

স্যাম এর ছবি

বাহ! সচলায়তনে স্বাগতম হাসি

অতিথি লেখক এর ছবি

জ্বালানোর এই তো শুরু! চাল্লু ধইন্যবাদ স্যাম'দা হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দা?
সম্পর্ক কী পাল্টায়ে গেলো নাকি?

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

উহু, পরে তো এইখানেও উনার হাজার-খানেক ভাতিজা জন্মাবে, বুঝেন না। চোখ টিপি আব্বা আমার থাক না গুপুন। লইজ্জা লাগে

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

সুজন'দা আমারে চিনলেন না! এইটা কিছু হইলো ওঁয়া ওঁয়া

- শ্রাবস্তী

চরম উদাস এর ছবি

খাইছে অ্যাঁ

অতিথি লেখক এর ছবি

কে কারে খাইলো ! চিন্তিত

- শ্রাবস্তী

আজরফ এর ছবি

লেখা ও ছবি পুরাই :gulli2:

অতিথি লেখক এর ছবি

আউচ ! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

- শ্রাবস্তী

অতিথি লেখক এর ছবি

ভাগ্যিস মানুষ হয়ে জন্মেছি, তাই সৌন্দর্যের মহিমা বুঝতে পারি। অসাধরন

অনুপম ত্রিবেদি এর ছবি

গুল্লি উত্তম জাঝা! পুরাই পাঙ্খা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।