somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজপথে তোরণ, দুর্ভোগে জনগণ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইট-পাথরের ঢাকায় যানজটসহ দুর্ভোগের যেন শেষ নেই। এসব যন্ত্রণার ষোলকলার বাইরেও থাকে রাস্তা সংকুচিত করার নানা অশুভ প্রতিযোগিতা। রাস্তা দখলের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও কম দায়ী নন। এখনও রাস্তায় তোরণ নির্মাণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি তারা। রাজনৈতিক দলগুলোর এসব তোরণ যান চলাচলে যথেষ্টই বাধার কারণ হয়ে দাঁড়ায়।

রাজনীতি চর্চার একটা বড় অংশজুড়ে রয়েছে তোরণ নির্মাণের ব্যাপার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, নেতা, পাতিনেতা, হবুনেতারা যখন এলাকায় বা কোনো রাজনৈতিক মঞ্চে যান তখন তাদের জন্য থাকে নানা আয়োজন। রাজপথে নেতাদের বরণে থাকে রাজকীয় তোরণ। আর এর অনেকগুলিই তৈরি করা হয় বেশকিছুটা রাস্তা দখল করে। আর দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সম্প্রতি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমনই একটি তোরণ স্থাপন করা হয় রাজধানীর বনানীতে।


খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি ছিল জাতীয় পার্টির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এ উপলক্ষে জাতীয় পার্টি (মহানগর উত্তর) বনানী মাঠে এক মহাসমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বনানী মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে ব্যস্ততম রাস্তা কামাল আতাতুর্ক এভিনিউয়ের ওপর নির্মাণ করা হয় সুউঁচ্চ তোরণ।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তোরণটি মূল পর্বের অনুষ্ঠান শুরুর চারপাঁচ দিন আগে তৈরি করা হয়। ৫ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় তোরণটি এখনও সরানো হয়নি। শুধু তাই নয় রাস্তার উভয় পাশে কমপক্ষে একহাতের বেশি জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এ তোরণটি। মোড় ঘুরাতে গিয়ে চোখের সামনেই তোরণের বাঁশের সাথে ধাক্কা লেগে উল্টে যায় শেরপুরের রিকসাচালক জসীমের খালি রিকসাটি। রিকাসাচালক জসীম বলেন, “অনেকদিন থেকে এই এলাকায় রিকসা চালাই। ঠাওর না করতে পারার জন্য বাঁশের সাথে ধাক্কা লাগে।”
বনানীর অন্যতম ব্যস্ত রাস্তা এটি। তোরণের রাস্তা ধরে পূর্বদিকে গেলে গুলশান-২, আর পশ্চিমে গেলে বনানী সিগন্যাল। রাস্তার বেশকিছু জায়গা দখল করে এটি তৈরি করা হয়। এ তোরণের জন্য সৃষ্টি হয় অতিরিক্ত যানজট। এলাকাবাসী বলেন, এসব তোরণের কারণে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে।
পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) লুৎফুল কবীর পরিবর্তন ডটকম’কে বলেন, “তোরণটি এখনও আছে সেটা আমার জানা নেই। আর এ ধরনের অনুষ্ঠান আইনপ্রয়োগকারী সংস্থাকে জানিয়েই হয়ে থাকে। কেউ কোনো অভিযোগ করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।”
এদিকে বনানীর ১নং রোডেও রয়েছে অরেকটি বড় তোরণ। ৪ জানুয়ারি জাকের পার্টির ইসলামী মহা জলসা ও সম্মেলনকে সামনে রেখে এটি তৈরি করা হয়। এ তোরণটিও খানিকটা রাজপথের ওপর থাকায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে।
গুলশান-২ দিয়ে বের হয়ে নতুন বাজারে গেলেও চোখে পড়বে একটি বিশলাকার তোরণ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে এ তোরণটি। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যস্ত রাস্তার ওপরই তৈরি করা হয়েছে এটি।
তবে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি নির্ধারিত স্থান ছাড়া দেয়াললিখন ও পোস্টার লাগানো যাবে না মর্মে আইন হয়েছে। আইন অমান্যকারীকে ১০ থেকে ২০ হাজার টাকা জড়িমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে । তবে বাস্তবিক অর্থে এ আইনের প্রয়োগ এখনও দেখা যায়নি।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

টাকা ভাংতি করার মেশিন দরকার

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১০

চলুন আজকে একটা সমস্যার কথা বলি৷ একটা সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল৷ চাইলেই টাকা ভাংতি পাওয়া যেতো৷ এখন কেউ টাকা ভাংতি দিতে চায়না৷ কারো হাতে অনেক খুচরা টাকা দেখছেন৷ তার... ...বাকিটুকু পড়ুন

বেলা ব‌য়ে যায়

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে মে, ২০২৪ সকাল ১১:৩০


সূর্যটা বল‌ছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা ক‌বে কখন
ফু‌টে‌ছে রজনীগন্ধ্যা।

বাতা‌সে ক‌বে মি‌লি‌য়ে গে‌ছে
গোলাপ গোলাপ গন্ধ
ছু‌টে‌ছি কেবল ছু‌টে‌ছি কোথায়?
পথ হা‌রি‌য়ে অন্ধ।

সূর্যটা কাল উঠ‌বে আবার
আবা‌রো হ‌বে সকাল
পাকা চু‌ল ধবল সকলি
দেখ‌ছি... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৩ শে মে, ২০২৪ রাত ৮:১৪


কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
আমার বাবা-কাকারা সর্বমোট সাত ভাই, আর ফুফু দুইজন। সবমিলিয়ে নয়জন। একজন নাকি জন্মের পর মারা গিয়েছেন। এ কথা বলাই বাহুল্য যে, আমার পিতামহ কামেল লোক ছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×