somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ঢাকায় শিশু ধর্ষণের পর হত্যা, আমদের বিবেক এখনও অজাগ্রত

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নাগরি-সাগরি গ্রামে দাদীর কাছে নিরাপদেই ছিলো ১০ বছরের মেয়ে ‘নিরুপমা’(ছদ্মনাম)। কিছুটা রাগী আর মাথায় এলোথেলো চুলের ‘নিরুপমা’র নিরাপদ ঠাঁই একমাত্র দাদীর কাছেই হতে পারে। দুরন্তপনা আর হাজারো আদর-আবদার দাদী ছাড়া আর কার কাছেই বা করবে সে।

কোন কুক্ষণেই না সাধ চেপেছিলো তার রঙ্গিন শহর ঢাকা দেখার। তবে আলোঝিলমিল এ শহরেও যে এতো অন্ধকার, তা জানা ছিলো না এ অবুঝ মেয়েটির।

শনিবার দুপুরে আচমকা এক ঝড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাকে। নির্মম-নির্দয় পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিভে যায় কোমলপ্রাণ মেয়েটির জীবন প্রদ্বীপ।

নাগরি-সাগরি গ্রামের বাসিন্দা পরিবহন শ্রমিক বাবুল কিছুটা স্বাদ করেই রঙ্গিন শহর দেখাতে দাদীর নিরাপদ আশ্রয় থেকে গত ১০ থেকে ১২ দিন আগে ‘নিরুপমা’কে ঢাকায় নিয়ে আসেন। রাজধানীর মিরপুর এলাকার শাহ আলী থানাধীন কমার্স কলেজ সংলগ্ন হাজীরোড ঝিলপাড় বস্তির ভাড়া বাসায় মেয়ে নিয়ে উঠে বাবুল।

চলতি মাসের শুরুতে এ বাসা ছেড়ে পাশের গোদারাঘাট (খেয়াঘাট) এলাকায় বাসা ভাড়া নেন তিনি। ঢাকাতে এসেও গ্রামের চঞ্চলার চঞ্চল প্রাণ এক মুহূর্তের জন্যও স্থির থাকতে নারাজ। বাসা ছেড়ে দিলেও ‘নিরুপমা’ প্রতিদিনই চলে আসতো আগের বাসার পাশের রুমে সমবয়সি শিশুর সঙ্গে খেলতে।

অনেকটা বাধ্য হয়েই মা নার্গিস বেগম ‘নিরুপমা’কে কিছুটা শাসনে রাখার চেষ্টা করছিলেন।

শনিবার দুপুরেও তেমনি মা’য়ের সঙ্গে ঝগড়া করে ভাতের প্লেট ছুড়ে ঘর থেকে বের হয়ে আসে সে। খেলার সাথী ঝিলপাড়ের বস্তির খোকনের মেয়ে খালেদার খোঁজে বিকেলে সে চলে আসে ওই বস্তিতে।

বিকেল ৪টার দিকে ওই বস্তির সিএনজি চালক খোকনের রুমের বাঁশের আড়ায় ‘নিরুপমা’র গলায় ওড়না পেচানো মৃতদেহ ঝুলে থাকতে দেখে ভূত বলে চিৎকার করে উঠে খেলার সাথী খালেদা। তবে এ সময় খোকন বাড়িতেই ছিলেন।

শনিবার রাত দেড়টার দিকে ওই বস্তিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে।

ঘটনার আকস্মিকতায় স্তব্ধ আর শোকে পাথর হতভাগ্য ‘নিরুপমা’র বাবা-মা।

ঝুলন্ত ‘নিরুপমা’র মৃতদেহ উদ্ধারের পর পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রাখা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বস্তির এক নারী বাংলানিউজকে বলেন, ‘‘আমি ঝুলন্ত অবস্থায় মাইয়াডারে দেখছি। মাইয়াডারে অনেক নির্যাতন কইরাই মাইরা ঝুঁলাইয়া রাখছে গো ভাই-মাইয়াডা ফাঁস লয় নাই।’’

এ সময় সমবেত বস্তিবাসী একাধিক নারী জানান, মেয়েটিকে কে বা কারা ধর্ষণ করেছে তা কেউ দেখেনি । তবে যার ঘর থেকে মেয়েটির লাশ উদ্ধার হয়েছে, সেই সিএনজি চালক খোকনের চরিত্র ভালো না। এ পর্যন্ত খোকন তিনটি বিয়ে করলেও দুই স্ত্রীকেই ছেড়ে দিয়েছে সে।

তারা আরও জানান, ভোলা জেলার বাসিন্দা সিএনজি চালক খোকন অনেক দিন থেকেই এ এলাকায় বাস করে আসছেন। আগের প্রতিবন্ধী স্ত্রীর দুই সন্তান নিয়ে পরে বিয়ে করা স্ত্রীর সঙ্গে ঝিলপাড়ের বস্তিতে ভাড়া থাকছে সে। ঘটনার পর থেকে পলাতক খোকন।

এ ঘটনায় ‘নিরুপমা’র মা নার্গিস বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৩) ধারা (ধর্ষণের পর হত্যা) মামলা দায়ের করেছেন।

মামলায় খোকনসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞতানামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর পুলিশ ‘নিরুপমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই বস্তি থেকে দুই নারীকে আটক করে নিয়ে গেছে স্থানীয়রা এমন দাবি করলেও শনিবার ভোররাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতারের কথা স্বীকার করেনি শাহ আলী থানা পুলিশ।

শাহ আলী থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এখনও কাউকে গ্রেফতার দেখানো হয়নি।’’

উল্লেখ্য, বেসরকারি তথ্য অনুযায়ী দেশে ২০১২ সালে ধর্ষিত হয়েছেন ৭৭১ জন। যাদের ১৫৭ জনই গণধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০৬ জনকে।

গত কয়েক দিনের ব্যবধানে ভারতের দিল্লিতে ও বাংলাদেশের ফরিদপুরে, টাঙ্গাইলের মধুপুরের গণধর্ষণসহ বিভিন্নস্থানে ধর্ষণের ঘটনায় দেশে বিদেশে যখন প্রতিবাদে সোচ্চার তখন আবারও ধর্ষণের পর শিশু হত্যার ঘটনা ঘটলো।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিসিএস দিতে না পেরে রাস্তায় গড়াগড়ি যুবকের

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৫

আমাদের দেশে সরকারি চাকরি কে বেশ সম্মান দেওয়া হয়। আমি যদি কোটি টাকার মালিক হলেও সুন্দরী মেয়ের বাপ আমাকে জামাই হিসেবে মেনে নিবে না। কিন্তু সেই বাপ আবার ২০... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমের খাট্টা

লিখেছেন শাহ আজিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৪



তাতানো গরমে কাল দুপুরে কাচা আমের খাট্টা দেখে ব্যাপারটা স্বর্গীয় মনে হল । আহা কি স্বাদ তার । অন্যান্য জিনিসের মত কাচা আমের দাম বাড়াতে ভুল করেনি... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

আমার ইতং বিতং কিচ্ছার একটা দিন!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩



এলার্ম এর যন্ত্রণায় প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে আমার। পুরাপুরি সজাগ হওয়ার আগেই আমার প্রথম কাজ হয় মোবাইলের এলার্ম বন্ধ করা, আর স্ক্রীণে এক ঝলক ব্লগের চেহারা দেখা। পরে কিছু মনে... ...বাকিটুকু পড়ুন

কে কাকে বিশ্বাস করবে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯


করোনার সময় এক লোক ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিল। খবরটা স্থানীয় চেয়ারম্যানের কানে গেলে ওনি লোকটাকে ধরে এনে পিটিয়েছিলেন। কারণ, ৯৯৯ এ ফোন দেওয়ায় তার সম্মানহানি হয়েছে।

সমাজে এমন... ...বাকিটুকু পড়ুন

×