ঢাকা অভিযাত্রা: গ্রেপ্তার বন্ধ না হলে কঠোর কর্মসূচি

খালেদার জিয়ার আহ্বানে রোববার ঢাকা অভিযাত্রায় অংশ নিতে নেতাকর্মীদের পুলিশের বাধা ও গণগ্রেপ্তার বন্ধ না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে চট্টগ্রাম বিএনপি।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2013, 11:50 AM
Updated : 27 Dec 2013, 11:50 AM

বৃহস্পতিবার দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।

চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতাকর্মীরা ট্রেন ও বাসে ঢাকা যাওয়ার সময় পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে ও তল্লাশির নামে হয়রানি করছে।

এতে আরো বলা হয়, পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে হানা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পাহাড়তলী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসীম উদ্দীন জিয়াকে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেপ্তার করেছে।

এ ধরনের হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধ না হলে চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।