১৮ জানুয়ারি থেকে হকি লিগ

প্রিমিয়ার হকি লিগের দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকির সর্বোচ্চ আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2013, 02:29 PM
Updated : 31 Dec 2013, 02:51 PM

মঙ্গলবার হকি ফেডারেশনের লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “খেলা হবে সিঙ্গেল লিগের। ৭ দলের লিগের সুপার লিগ হবে শীর্ষ চার দলের মধ্যে।”

লিগের ৭টি দল হলো আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, অ্যাজাক্স ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও সাধারণ বীমা।
তবে অংশ নিচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াংস ক্লাবের মতো দুটো বড় দল। খেলবে না বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং ওয়ারী ক্লাবও। এই চারটি ক্লাব ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড়।
এদিকে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে। ১৫ জানুয়ারি হবে ফাইনাল।