তোরের সামনে এতোর রেকর্ড ছোঁয়ার সুযোগ

আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের সামনে এসেছে টানা তৃতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়ার রেকর্ড স্পর্শ করার উজ্জ্বল সম্ভাবনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2014, 08:07 AM
Updated : 2 Jan 2014, 11:12 AM

বুধবার মহাদেশটির বর্ষসেরা ফুটবলার বাছাইয়ের তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে আছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

২০১১ ও ২০১২ সালেও আফ্রিকার ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তোরে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত টানা তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়ের এতো।

সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুই ফুটবলার হলেন তোরের জাতীয় দল সতীর্থ গালাতাসাইয়ের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা এবং চেলসির নাইজেরিয়ার মিডফিল্ডার জন ওবি মিকেল।

২০০৬ ও ২০০৯ সালে আফ্রিকার সেরা ফুটবলার হয়েছিলেন দ্রগবা।

আফ্রিকার ৫৪ টি দেশের জাতীয় দলের কোচদের ভোটে নির্বাচিত সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হবে আগামী ৯ জানুয়ারি।