সৌরশক্তিতে চলবে ফোর্ডের গাড়ি

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড সম্প্রতি সৌরশক্তিতে চলবে এমন হাইব্রিড গাড়ির নমুনা দেখিয়েছে। গাড়িটির ছাদে সোলার প্যানেল থাকবে যার মাধ্যমে এটি সৌরশক্তি সংগ্রহ করবে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2014, 11:08 AM
Updated : 3 Jan 2014, 11:08 AM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাইব্রিড এ গাড়িটি পূর্ণ সৌর চার্জে ২১ পর্যন্ত মাইল চলতে পারবে।

ফোর্ড তাদের গাড়ির এ নতুন কনসেপ্টটির নাম দিয়েছে, ফোর্ড সি-ম্যাক্স এনার্জি। এ কনসেপ্টে গাড়িটির ছাদে অবস্থিত সোলার প্যানেলটি বিভিন্ন দিক থেকে সৌরশক্তি সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যানেলটি চার ঘন্টার ব্যাটারি চার্জের সমপরিমাণ শক্তি সংগ্রহ করতে পারবে।

অভিনব এ গাড়িটির সোলার প্যানেলটিও হবে প্রচলিত প্যানেল থেকে ভিন্ন। এতে ম্যাগনিফাইং গ্লাসের মতো বিভিন্ন লেন্স থাকবে। লেন্সগুলো সূর্যের গতিবিধি ট্র্যাক করে সক্রিয় হবে। এর ফলে প্যানেলটি যে পরিমাণ সৌরশক্তি আহরণ করবে তা এ লেন্সের কারণে আটগুণ বৃদ্ধি পাবে।

লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস-এ গাড়িটির নমুনা প্রদর্শন করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।