somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন গণিত শিখি!!! প্রসঙ্গঃ ১০ম জাতীয় সংসদ নির্বাচন! (জাতীয় তামাশা)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন গণিত শিখি!!!
প্রসঙ্গঃ ১০ম জাতীয় সংসদ নির্বাচন! (জাতীয় তামাশা)

# মোট ভোটার ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭

# মোট আসন ৩০০ টি।

# বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ১৫৩ আসনে। মানে ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জনের ভোটাধিকার হরণ হয়ে গিয়েছিল। যা মোট ভোটের ৫২.২২ শতাংশ।

# নির্বাচন হয়েছে ১৪৭ আসনে। মানে ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জনের ভোটাধিকার ছিল। যা মোট ভোটের ৪৭.৭৮ শতাংশ।

গতকাল সারাদিন যা হয়েছে তা সবাই দেখেছে। আন্তর্জাতিক মহল আগেই জানত এইটা একটা তামাশা হবে। হয়েছেও তাই। সেই কারনে কোন পর্যবেক্ষক পাঠায়নি তারা। নিজের টাকায় ইসি ভুটান থেকে ২ জন, ভারত থেকে ২ জন পর্যবেক্ষক এনেছে। কিন্তু তামাশা নিয়ে তাদের কি পর্যবেক্ষন তা কেউ পর্যবেক্ষন করেনি।

ফেয়ার ইলেকশন মনিটিরিং এ্যালায়েন্স (ফেমা ) এর মতে রোববারের নির্বাচনে সব মিলিয়ে ১০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছেন। সারাদিন ভোটারের যা আকাল দেখলাম তাতে এই ফিগারও আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। যদি ফেমার (FEMA) কথাই ধরি, মানে ১০ শতাংশ ধরি তাহলে মোট ভোট দিয়েছেন-

৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জনের ১০ পার্সেন্ট।
মানে ভোট পড়েছে ৪৩ লাখ ৯৩ হাজার ৮৯৩.৮ টি।
তাহলে এই নির্বাচনে সিলেকশন+ইলেকশন মিলে সর্বমোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন ভোটারের মধ্যে মাত্র ৪৩ লাখ ৯৩ হাজার ৮৯৩.৮ জনের প্রত্যাক্ষ সমর্থন পেয়েছে নির্বাচিতরা!!!
তার মানে বাকী ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৮৩ জনের মতামতের দরকার হয় নাই তাদের!!!
মানে সর্বমোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ ভোটের মাত্র ৪.৭৭৭ পার্সেন্ট প্রত্যাক্ষ সমর্থন পেয়ে ওরা সংসদ গঠন করতে যাচ্ছে???!!!!!!!

বাকী ৯৫.২২২ পার্সেন্ট ভোটাধিকার প্রাপ্ত জনগণকে শাসন করবে ওই মাত্র ৪.৭৭৭ পার্সেন্ট প্রত্যাক্ষ সমর্থন পাওয়া প্রতিনিধিরা !!!!!!
মাথাই নষ্ট হয়ে গেছে ম্যান!!! এই হিসাব কষতে গিয়ে!!!

অনেকে বলবেন ফেমা’র (FEMA) এই হিসাব ধরে এই যে হিসাব করলেন এইডা কি ঠিক হল???
গতকাল সারাদিনের অবস্থা দেখে কোন পাগল বলবে যে এই নির্বাচনে ১০ পার্সেন্ট এর বেশী ভোট কাস্ট হয়েছে??? আমি তো মনে করি এই ১০ পার্সেন্ট ই হয়েছে কিনা সন্দেহ। কিন্তু ফেমার জরিপই ধরে যা দেখলাম তাতে তো গণতন্ত্রের তেরটা বেজে গেছে!!!

[[[রাজধানীর গুলশানে একটি কেন্দ্রে গতকাল বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে সর্বমোট ভোট কাস্ট হয়েছে ১৩৬ টা। ওই কেন্দ্রে মোট ভোটার ২৫০০ কিন্তু ৪ টার পরে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাকে বাধ্য করা হয়েছে ৭০০+ ভোট দেখাইতে। এবং লিখতে। এবং লিখার সময় যেন কথায় না লিখা হয় এবং অঙ্কে লিখা হয় সেজন্যে সারা দেশে উপরের মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কারন কথায় লিখলে পরে কারচুপি করা যাবে না। কেটে এডিট করতে হবে। কিন্তু অঙ্কে লিখলে সামনে পিছনে ইচ্ছেমতো সংখ্যা বসিয়ে যা ইচ্ছা এমাউন্ট দেখানো যাবে ভোট হিসাবের সময়। একজাম্পলঃ ‘৭০০’ লিখলে সামনে পিছনে ইচ্ছেমতো সংখ্যা বসিয়ে যা ইচ্ছা দেখানো যাবে। কিন্তু ‘সাতশত’ লিখলে কাটাছেড়া করতে হবে। - বলেছেন ‘নুরুল কবির। নিউ এজ সম্পাদক। গতরাতে NTV তে। একই রকম অভিযোগ করেছেন সাংবাদিক আশরাফ কায়সার RTV তে।]]]

চিন্তা করে দেখুন, গতকাল ভোটের গনতন্ত্র কিভাবে ধর্ষিত হয়েছে!!!
ঢাকার বুকে গতকাল কিছু টিভি চ্যানেলের ক্যামেরায় যা ধরা পড়েছে, একবার ভেবে দেখুন বাহিরের অবস্থা কি? যেখানে টিভি ক্যামেরা যায় নি সেখানে কি অবস্থা? যেখানে বিকাল ৪ টা পর্যন্ত হাতে গোনা ভোট পড়েছে সেখানে সন্ধ্যা নামার সাথে সাথে ভোটের অংক কোথাও কোথাও চার অংক ছুঁয়েছে!!! আহ প্রহসন! বাহ প্রহসন!!!

তাহলে কিভাবে ধরা যায় যে ১০ শতাংশের বেশী ভোট পড়েছে? দিন শেষে টিভি ক্যামেরার সামনে হাস্যোজ্জল মুখে কিছু মিথ্যার ফুলঝুড়ি শোনালেন কিছু ‘দলদাস’রা। বললেন তারা সন্তুষ্ট!!! দেশবাসীকে ধন্যবাদও জানালেন!!!
বললেন, প্রমান হয়েছে "উনার" অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব!!! হায়রে রাজনীতি। জাতিকে ওরা কি সব গেলাচ্ছে!!! ওরা বুঝে না জাতি এখন অনেনেক চালাক।

প্রহসনের নির্বাচন করে মাত্র ৪.৭৭৭ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে ওরা বলে সমঝোতা হলে হবে ২০১৯ সালে!!!

এবার আসুন ভারতের চোখে দেখি এই নির্বাচন। মানে আওয়ামী লীগের চোখে দেখি কারন সুত্রানুযায়ী আমরা জানি, আওয়ামী লীগের চোখ = ভারতের চোখ।

সজীব ওয়াজেদ জয় কাল রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সংবাদ মাধ্যমগুলো যে রিপোর্ট প্রকাশ করছে তাতে ভোটারদের ভোটদানের হার এখন পর্যন্ত প্রায় ৪০% বলছে, যা ক্রমান্বয়ে বাড়ছে।
আমি বুঝলাম না রাতে ভোট দানের হার কিভাবে বাড়ছে???

যদি তার ৪০ পার্সেন্ট ই ধরি তাহলে ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জনের ৪০ পার্সেন্ট। মানে ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৭৫ জন ভোট প্রদান করেছেন!!!

ক্যামনে??? মানে এত্তো লোক ক্যামনে ভোট দিছে? রাতের বেলায় ভোট দানের হার বাড়াইয়া??? সবাই বুঝে গেছেন নিশ্চয়ই।।

আইচ্ছা, তার ৪০% আবারো ধরি ( কিন্তু ক্যাম্নে? এই প্রশ্ন বারবার উঠছেই )তাহলে সর্বমোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন ভোটের মধ্যে মাত্র ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫৭৫ জনের প্রত্যাক্ষ সমর্থন পেয়েছে নির্বাচিতরা!!
তাহলে বাকী ৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৪০২ জনের মতামতের দরকার হয় নাই তাদের!!!

মানে এই সিলেকশন+ইলেকশনে সর্বমোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন ভোটের মাত্র ১৯.১১০ পার্সেন্ট প্রত্যাক্ষ সমর্থন পেয়ে ওরা সংসদ গঠন করতে যাচ্ছে???!!!!!!!
বাকী ৮০.৮৮৯ পার্সেন্ট ভোটাধিকার প্রাপ্ত জনগণকে শাসন করবে ওই মাত্র ১৯.১১০ পার্সেন্ট প্রত্যাক্ষ সমর্থন পাওয়া প্রতিনিধিরা !!!
মাথাতো আবারো নষ্ট হয়ে গেছে ম্যান!!!

# যে সংবিধান দেশের ৯৫.২২২ পার্সেন্ট ভোটাধিকার প্রাপ্ত জনগণের (ফেমার FEMA মতে গতকালের ভোটের % হিসাব অনুযায়ী) অথবা ৮০.৮৮৯ পার্সেন্ট ভোটাধিকার প্রাপ্ত জনগণের (সজীব ওয়াজেদ জয়ের মতে গতকালের ভোটের % হিসাব অনুযায়ী ) মতের তোয়াক্কা করে না, সেই সংবিধান সমুন্নুত রাখার দোহাই দিয়ে তামাশা এই দেশবাসী প্রত্যাক্ষান করল।। জনগণের চাওয়া পাওয়াই সংবিধান। জনগণের আশা আকাঙ্খাই সংবিধান। সুতারাং বিষয় পরিষ্কার।।
যা করার অতি দ্রুত করুন। জনমত আমলে নিল। ইতিহাস থেকে শিক্ষা নিন। আখেরে আপনাদেরই (আ.লীগ এরই) ভাল হবে।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মায়ের চৌহদ্দি

লিখেছেন শাওন আহমাদ, ১২ ই মে, ২০২৪ দুপুর ১:৩৫



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন। কারণে-অকারণে অনেক কথা বলতেন। যেন মন খুলে কথা বলতে পারলেই তিনি প্রাণে বাঁচতেন। অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল ঢের। কে খায়নি,... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

লিখেছেন সোনাগাজী, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য... ...বাকিটুকু পড়ুন

মোজো ইদানীং কম পাওয়া যাচ্ছে কেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৭


শুনলাম বাজারে নাকি বয়কটিদের প্রিয় মোজোর সাপ্লাই কমে গেছে! কিন্তু কেন? যে হারে আল্লামা পিনাকী ভাট ভাঁওতাবাজিদেরকে টাকা দিয়ে 'কোকের বিকল্প'-এর নামে 'অখাদ্য' খাওয়ানো হচ্ছিলো, আর কোককেই বয়কটের ডাক... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ১

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই মে, ২০২৪ রাত ৯:৫৮

আজ (১০ মে ২০২৪) রাত দুইটা দশ মিনিটে নিউ ইয়র্কের পথে আমাদের যাত্রা শুরু হবার কথা। এর আগেও পশ্চিমের দেশ আমেরিকা ও কানাডায় গিয়েছি, কিন্তু সে দু’বারে গিয়েছিলাম যথারীতি পশ্চিমের... ...বাকিটুকু পড়ুন

×