ব্রাজিলের সমালোচনায় ফিফা

ফুটবল বিশ্বকাপের আর মাত্র পাঁচ মাস বাকি, অথচ প্রস্তুতিতে ফিফা নির্ধারিত সময়সীমার চেয়ে পিছিয়ে আছে স্বাগতিক ব্রাজিল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জেপ ব্লাটার এ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2014, 07:45 AM
Updated : 7 Jan 2014, 10:15 AM

বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামে নির্মান বা সংস্কার কাজ শেষ করতে ফিফার বেধে দেয়া সময়সীমা গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ছয়টিরই কাজ শেষ হয়নি।

সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে ব্লাটার বলেন, “ফিফার সঙ্গে এতদিন ধরে আমি আছি, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে এতটা পিছিয়ে থাকতে কোনো দেশকে দেখিনি। অথচ ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রস্তুতিতে এতটা সময় - সাত বছর পেয়েছে।”

১৯৭৫ সাল থেকে ফিফার সঙ্গে যুক্ত আছেন ৭৭ বছর বয়সী ব্ল্যাটার। আর ১৯৯৮ সাল থেকে সভাপতির দায়িত্বে আছেন তিনি।

ব্যবস্থাপনার ঘাটতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে স্টেডিয়ামের কাজে বেশ কিছু দুর্ঘটনায় বিপদে আছে ব্রাজিলের আয়োজক কমিটি।

সাও পাওলোর স্টেডিয়ামে আগামী ১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। কিন্তু গত ২৭ নভেম্বর একটি ক্রেন স্টেডিয়ামটির ছাদের একাংশের উপর ধসে পরলে দুই শ্রমিক নিহত হয়

দুর্ঘটনার কারণে স্টেডিয়ামের নির্মাণ কাজ কয়েক মাস পিছিয়ে যায়। আগামী এপ্রিলের আগে এটির কাজ শেষ হবে না বলে ধারণা করা হচ্ছে।