অপ্রকাশিত তথ্য ঘাটে না ফেইসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদের অপ্রকাশিত তথ্য সংগ্রহের অভিযোগে, ২৭ হাজার ফেইসবুক ব্যবহারকারীর স্বাক্ষর নিয়ে অনলাইনে ব্যবহারকারীরা দায়ের করেছেন এক পিটিসন।

শামীমা নাসরিন রিমাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2014, 10:30 AM
Updated : 7 Jan 2014, 10:30 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদের অপ্রকাশিত তথ্য সংগ্রহ করে, এমন ধারণা করছেন ব্যবহারকারীরা। ২৭ হাজার ফেইসবুক ব্যবহারকারীর স্বাক্ষর নিয়ে অনলাইনে একটি পিটিসন দায়ের করেছেন তারা। প্রকাশ করার আগে মুছে ফেলা পোস্ট, কমেন্ট ও স্ট্যাটাস আপডেটগুলো সংগ্রহের অভিযোগ করা হয়েছে এই গ্রুপটিতে।

এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, ব্যবহারকারীদের অপ্রকাশিত তথ্য সংগ্রহ করে না ফেইসবুক, শুক্রবার এমন দাবি করেছেন ফেইসবুকের এক মুখপাত্র।

ফেইসবুকের সাবেক এক ইন্টার্নের প্রতিবেদনের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে পিটিসনটি। প্রতিবেদনটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্লেটে ফেইসবুক ব্যবহারকারীদের সেলফ-সেন্সরশিপ প্রকাশ করে।

৩.৯ মিলিয়ন ফেইসবুক ব্যবহারকারীর উপর ১৭ দিন পরীক্ষা চালিয়ে দেখা গেছে ৭১ ভাগ ব্যবহারকারী একবার হলেও ব্যবহার করেছেন সেলফ-সেন্সর। পাঁচটির বেশি অক্ষর কম্পজ করার পরেই তথ্য ট্রাক করা যায় বলে জানিয়েছেন তারা।

যদিও তথ্য সংগ্রহের প্রযুক্তি এখন রয়েছে ফেইসবুকে কিন্তু তথ্য সংগ্রহের অভিযোগটি পুরোপুরি নাকচ করেছে ফেইসবুক।