চীনে প্রতিকূলতায় পড়বে বিদেশি প্রতিষ্ঠান

চীনা গুগল নামে পরিচিত সার্চ ইঞ্জিন বাইদুর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বলেছেন, বিদেশি প্রতিষ্ঠানের জন্য চীনে ব্যবসা করাটা সবসময়ই বেশ কঠিন হবে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2014, 12:34 PM
Updated : 16 Jan 2014, 12:34 PM

বাইদুর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন লি এমন সময়ে মন্তব্য করলেন যখন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চীনে তাদের মোবাইল ফোনসেটের ব্যবসা বিস্তৃত করতে চাইছে।

রবিন লি আরও মন্তব্য করেছেন, চীনে ব্যবসা করতে আগ্রহী এমন অনেক বৈদেশিক প্রতিষ্ঠানই দেশটিতে মুখ থুবড়ে পড়ে। কারণ তারা দেশটির সাধারণ বাজার সম্পর্কে কোনো ধারণা রাখে না।

বৈদেশিক অনেক প্রতিষ্ঠানই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে ব্যবসা প্রতিষ্ঠা এবং মুনাফা লাভের আশা করেন। কিন্তু তাদের অনেকেই ব্যর্থ হন। কারণ তারা বাজারের জটিলতাগুলো বুঝার জন্য যথেষ্ট সময় ব্যয় করেন না।

এ বিষয়ে লি পরামর্শ দিয়েছেন, প্রতিষ্ঠানগুলোর জানতে হবে, কীভাবে সাধারণ বাজারের সঙ্গে সংযুক্ত হতে হবে। যদি সাধারণ বাজারের পরিবেশ বোঝা সম্ভব না হয়, তাহলে সাফল্য অর্জনটিও বেশ কঠিন হয়ে যাবে।