পালানোর সময় গুলিতে ৩ ‘ডাকাতের’ মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে একটি ফিলিং স্টেশনে ‘ডাকাতি করে’ পালানোর সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2014, 05:34 AM
Updated : 31 Jan 2014, 08:47 AM

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ডাকাতরা পালানোর সময় হাতবোমা ছুড়লে পুলিশ গুলি চালায়। এ সময় চার পুলিশ সদস্যও আহত হন।

শুক্রবার ভোর ৫ টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রিপন মিয়া (৩৫) ও আনোয়ার হোসেন (৩৬ ও আহমেদ আলী।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি প্রাইভেট কার, একটি পিস্তল, গুলি, চাপাতি এবং লুট করা ১৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে।  

ওসি মোয়াজ্জেম বলেন, “ভোরে শঠিবাড়ী ফিলিং স্টেশন থেকে টাকা লুট করে ডাকাতরা একটি প্রাইভেট কারে করে পালাচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। বলদিপুকুর এলাকায় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়লে পুলিশ গুলি চালায়।”

এ সময় রিপন, আনোয়ার ও আহমেদ গুলিবিদ্ধ হয়। আটক করা হয় রনি মিয়া, আজাদ রহমান ও ফরহাদ হোসেন নামে আরো তিনজনকে।

মোয়াজ্জেম হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রিপন মিয়ার মৃত্যু। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আনোয়ার ও আহমেদ আলী।