পাকিস্তানে সিনেমা হলে গ্রেনেড হামলায় নিহত ৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি সিনেমা হলে দুটি গ্রেনেড বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2014, 05:30 AM
Updated : 3 Feb 2014, 05:33 AM

এই হামলায় ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি ও দ্য ডন। তবে ডন জানিয়েছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩।

পেশোয়ারের কাবুলি বাজার এলাকার পিকচার হাউজ সিনেমা হলে রোববার রাতে এই হামলা চালানো হয়।

প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল।

শহরটির সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মুহাম্মাদ ফয়সাল মুখতার এই হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পিকচার হাউজ সিনেমা হলে দু’টি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় ৩১ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।”

তিনি আরো জানান, হলের পিছনের আসন থেকে দু’টি গ্রেনেড ছুঁড়ে মারা হয়।

এ সময় প্রায় শতাধিক দর্শক ‘জিদ্দি পাখতুন’ নামের একটি চলচ্চিত্র উপভোগ করছিলেন।

বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট অনেকে আহত হয়েছেন।

আহতদের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত এ হামলায় দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ জানিয়েছে, এই শহরের সিনেমা হলগুলো ইতোমধ্যে হুমকির মধ্যে রয়েছে।

পাকিস্তানের অন্যতম প্রধান শহরগুলোর একটি পেশোয়ার তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তালেবান গোষ্ঠীর বিবেচনায় সিনেমা দেখা পাপ।

তালেবান গোষ্ঠী ২০০৭-০৯ সাল পর্যন্ত দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা নিয়ন্ত্রণকালীন সেখানকার সিনেমা হলগুলো বন্ধ করে দিয়েছিল।