নোটিফিকেশান সেন্টারের ছবি ফাঁস

ফাঁস হয়ে গেছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮.১ এর নোটিফিকেশান সেন্টারের ছবি।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2014, 11:48 AM
Updated : 10 Feb 2014, 11:48 AM

ফাঁস হয়ে গেছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮.১ এর নোটিফিকেশান সেন্টারের ছবি। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমের বহুল প্রতিক্ষিত আপডেট উইন্ডোজ ফোন ৮.১। ব্যবহারকারীদের অনুরোধে উইন্ডোজ ফোনের আপডেটে যোগ হয়েছে এই নোটিফিকেশান সেন্টার। আর ছবিগুলো ফাঁস করেছে উইনফলোয়ারস (Winphollowers)।

ওনলাইন সংবাদমাধ্যম দি ভার্জ জানিয়েছে, উইনফলোয়ারসের ফাঁস করা স্ক্রিনশটগুলো অনুযায়ী নোটিফিকেশান সেন্টারকে মাইক্রোসফট বলছে অ্যাকশন সেন্টার। আঙুলের হালকা স্পর্শে স্ক্রিনের উপর থেকে থেকে নেমে আসবে এটি। এতে থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ শর্টকাট এবং অন্যান্য সিস্টেম সেটিং।

এছাড়াও ফাঁস হওয়া ছবিগুলো অনুযায়ী উইন্ডোজ ফোন ৮.১ এ থাকবে আলাদা আলাদা ভলিউম কন্ট্রোল ফিচার। অর্থ্যাৎ রিংটোন আর নোটিফিকেশানের জন্য আলাদা আলাদাভাবে ভলিউম সেট করা যাবে।