somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লার নূর -এর সরোবর ও দয়াল বাবা প্রসঙ্গ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হে কলমওয়ালা ! কোরানে কি বর্ণিত হয়েছে আল্লা আকাশ মন্ডল ও যমীনের নূর। তাহার নূরের দৃষ্টান্ত এরুপ যেমন একটি তাকের উপর প্রদীপ রাখা আছে, প্রদীপটি রয়েছে একটি ফানুসের মধ্যে। ফানুসের অবস্থা এরুপ যেমন মোতির মত ঝকমক করা তারকা। আর সেই চেরাগ এমন এক বরকতওয়ালা গাছের তৈল দ্বারা উজ্জ্বল করা হয়, যাহা না পূর্বের না পশ্চিমের। আল্লা তার নূরের দিকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন।' তুমি কি জান নূরের আবেশ কি? বল। আবেশ হলো নূরের সরোবরে ডুব দেয়ার ফিলিংস। আল্লার নূরের সরোবরে মহান ওলিগণ অবগাহন করার পরম সৌভাগ্য লাভ করেছিল। বল। আল্লার সাথে প্রেমের ফিলিংস হলো অমর ফিলিংস।
হে আল্লার মহান ওলিগণের আশেকান ! তোমরা কি জান ওলি কাহাকে বলে। ওলি অর্থ অভিভাবক। বল। আল্লা মহান অভিভাবক। যে মানুষেরা হৃদয়কলব ফ্রেশ করার পাশাপাশি মহান আল্লার সান্নিধ্য লাভের তপস্যা গ্রহন করেছে- আল্লা তাদের সকলকেই সহজ সরল এবং মজবুত পথের সন্ধান দিয়েছেন। তোমনা সমস্বরে বল- লোভ হিংসা মুক্ত না হলে আল্লার পথের সন্ধান পাওয়া যাবে না। আল্লার মহান ওলিগণ হিংসা লোভ নিয়ন্ত্রিত আত্মা অর্জণ করেছিল। বল। ইসলাম একটাই সনাতন সত্য পথ একটাই।
হে আধাঁর মুখমল্ডল ! বল। আল্লার ওলিগনের আশেকানের হৃদয়কলব অনেকের চেয়ে ফ্যাসাদ মুক্ত। তারা প্রকৃতই সহজ সরল। আল্লার নূরের আবেশে মগ্ন হওয়ার জন্য বাস্তবিকই তাদের অন্তর আকুল করে। তারা সমাজে নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত। কাজ কামের অবসরে আল্লার ওলীর রাঁহে মনপ্রাণ বাউল হয়ে ওঠে। বল। বৈরাগ্য বাউলের চেয়ে কাজকাম স্ত্রীসন্তানের দায়িত্ব পালনকারী বাউলই প্রকৃত বাউল।

হে শিশুদের সালামকারী ! তুমি আল্লার ওলির ভক্ত ভাই বোনদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দাও যে- একজন দয়াল বাবা বা একজন কেবলা কাবা ভক্তের কলবের আয়না গড়ার কারিগর হতে পারে না। একজন ওলিবাবা শুধুমাত্র আয়না গড়ার ডিরেকশন বা পরামর্শ দিতে পারে এবং একজন মানুষের নিজের কলবে আয়না গড়তে হলে কি কি কৌশল অবলম্বন করতে হবে- স্রেফ্ তাই বাতলে দিতে পারে। আয়না ফিটিং করার টেকনিকটা শুধু জানিয়ে দিতে পারে। মূল বিষয় হলো- নিজ কলবে আয়না গড়তে হলে নিজেকেই কারিগর হওয়ার যোগ্যতা অর্জণ করতে হবে। কিন্ত একজন গামছাওয়ালার গামছার কারিগর না হলেও চলে। জেনে রাখ- প্রত্যেক মানুষেরই পীরকামেল হওয়ার সুযোগ থাকে। বল। নাম্বার ওয়ান এবং শেষ কথা হলো- লোভ মোহ আর হিংসামুক্ত থাকার লড়াইয়ে যারাই এগিয়ে থাকবে আল্লা বলছেন তাকেই নূরের আয়না প্রদান করবেন।
বল। হে আল্লা আমরা তোমার বেচারা বান্দা। সঠিক শিক্ষা আর পরিবেশ পরিস্থিতির কারণে আমরা তোমার সবল মজবুত পথের মানচিত্র দেখতে পায়নি বা দেখতে শুনতে পেলেও মানচিত্র অনুযায়ী তোমার পথে চলার কান্ডারি পায়নি। হে আল্লা তোমার নিজ আওতায় আমাদের কবুল কর।

স্মরণ রাখবে- মুর্শিদ হোক আর মুরিদ হোক সকলেই আল্লার প্রিয় বান্দা। বল। একজন মুর্শিদ যদি ন্যায় এবং ইনসাফপূর্ণ পরামর্শ প্রদান করে এবং মুর্শিদ মুরিদ উভয়ে তা আমল করতে পারে- তবে আল্লা অবশ্যই মানুষের কলবে মায়ার বাঁধনে জড়াবেন। স্মরণ কর, গল্পের ঐ পরামর্শদাতা মাঝির ঘটনাটি। মাঝি বলল- হে নৌকার যাত্রি সকল তোমরা সবাই শোন! নৌকা গাঙ পাড়ি দেয়ার জন্য চলতে শুরু করলো। যদি ঝড় তুফানে নৌকা মাঝ নদীতে ডুবে যায় তখন কুমার ব্যাটার জালিতে রক্ষিত মাটির হাঁড়ি-কলস পেটে বাধিয়ে আপন আপন সাঁতরে কুলে চলে যাবে। যখন দুঃখজনকভাবে সত্যি সত্যি ঝড়-তুফানে মাঝ গাঙে নৌকা ডুবে গেল। তখন মাঝির পরামর্শ সকল নৌকা যাত্রী ফলো করলো বা আমল করলো কিন্ত মাঝি স্বয়ং আমল করলো না। ফল যা হবার তাই হলো। সকল নৌকা যাত্রী কুলে চলে গেল আর মাঝি ব্যাটার সলিল সমাধি হলো। বল। হে আল্লা তুমি এমন নসিহতকারী হওয়ার হাত থেকে আমাদের রক্ষা কর। সাথে সাথে বলে দাও- তোমরা আমরা যদি জীবনে চলার পথে মতলববাজি পরিহার করে চলতে পারি তবে আল্লা কামেলমানুষের সার্টিফিকেট প্রদান করবেন। এক কথায়- তোমরা নফসরিপুকে কন্ট্রোল কর। সাথে সাথে বলে দাও - কোন ওছিলা ছাড়া শিক্ষা অর্জণ হয় না এ কথা ঠিক। তবে যে কোন অছিলায় রুহ্ দোষণমুক্ত হলে রুহনিয়াত আপনা আপনি ঘটে যায়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভণ্ড মুসলমান

লিখেছেন এম ডি মুসা, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:২৬

ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?

মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি... ...বাকিটুকু পড়ুন

আসবে তুমি কবে ?

লিখেছেন সেলিম আনোয়ার, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪২



আজি আমার আঙিনায়
তোমার দেখা নাই,
কোথায় তোমায় পাই?
বিশ্ব বিবেকের কাছে
প্রশ্ন রেখে যাই।
তুমি থাকো যে দূরে
আমার স্পর্শের বাহিরে,
আমি থাকিগো অপেক্ষায়।
আসবে যে তুমি কবে ?
কবে হবেগো ঠাঁই আমার ?
... ...বাকিটুকু পড়ুন

(রম্য রচনা -৩০কিলো/ঘন্টা মোটরসাইকেলের গতি )

লিখেছেন আরেফিন৩৩৬, ২০ শে মে, ২০২৪ দুপুর ২:৫০



একজন খুব পরিশ্রম করে খাঁটি শুকনো সবজি( দুষ্টু লোকে যাকে গাঁ*জা বলে ডাকে) খেয়ে পড়াশোনা করে হঠাৎ করে বিসিএস হয়ে গেলো। যথারীতি কষ্ট করে সফলতার গল্প হলো। সবাই খুশি। ক্যাডারের... ...বাকিটুকু পড়ুন

কোথাও ছিলো না কেউ ....

লিখেছেন আহমেদ জী এস, ২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা... ...বাকিটুকু পড়ুন

#প্রিয়তম কী লিখি তোমায়

লিখেছেন নীল মনি, ২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে... ...বাকিটুকু পড়ুন

×