ভুলে যাওয়া দিপালী আর জয়নালদের কথা

>> বীরেন্দ্র নাথ অধিকারীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2014, 12:02 PM
Updated : 25 Feb 2014, 07:51 PM

দেখতে দেখতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যেতে বাধ্য হয়। তারা রাস্তার এক দিকে কার্জন হল এবং অন্যদিকে হাইকোর্ট প্রাঙ্গনে ঢুকে পড়ে গুলি থেকে প্রাণ বাঁচায়, চোখ-মুখে পানি দিয়ে কাঁদুনে গ্যাসের প্রকোপ দূর করে এবং যথাসম্ভব প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। এরই মধ্যে কয়েকজন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের লাশ গেস্টাপো বাহিনী টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে গুম করে ফেলে। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি কতজন আত্মাহুতি দেয় তার হদিস এবং তাদের সকলের নাম আজও অজানা রয়ে গেছে। কেবলমাত্র জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন এবং দীপালি সাহা– এই কজন শহীদের নাম জানা গিয়েছিল। আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এটাই প্রথম আত্মাহুতিদানের ঘটনা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)