অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: প্লেটের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার সেমিফাইনালে জিম্বাবুয়েকে সহজেই ৭২ রানে হারিয়েছে বাংলাদেশের তরুণরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2014, 01:15 PM
Updated : 25 Feb 2014, 01:15 PM

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্র্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম নার্সারি-১ এ টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ।

প্রতিযোগিতার তিনবারের প্লেট চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। ৬৬ বলের আক্রণাত্মক ইনিংসটি সাজানো ছয়টি চার ও একটি ছক্কায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান জয়রাজ শেখের। এছাড়া লিটন দাস ৪৭ ও সাদমান ইসলাম ৩৪ রান করেন।

জবাবে ৯ উইকেটে ১৯৩ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

সর্বোচ্চ ৫০ রান করেন লুক জংউই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান অধিনায়ক ম্যালকম লেকের।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক মেহেদি হাসান। দুটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও মুস্তাফিজুর রহমান।

অন্য সেমিফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড।