নিরাপত্তা পরিষদে ল্যাতিনের এককপ্রার্থী হবে চিলি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০১৪-১৫ মেয়াদে আসনের জন্য ল্যাতিন আমেরিকা থেকে একক প্রার্থী হবে চিলি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেদো মোরেনো এ কথা জানান।

.রয়টার্স
Published : 30 April 2013, 11:41 PM
Updated : 30 April 2013, 11:41 PM

কিন্তু ২ বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হতে হলে চিলিকে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে দুইতৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে।

চিলি ইতোমধ্যে চারবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৫ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্য। এই পরিষদ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিষয়ে কাজ করে থাকে।


বর্তমানে ল্যাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা ও গুয়াতেমালা এই দুটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করছে।