উঁচু-নিচু রাস্তায় সাইকেল প্রতিযোগিতা

২৮ ফেব্রুয়ারি শুক্রবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘বিডিসাইক্লিস্ট এমটিবি এক্সসি পাম্প ট্রেইল রেইস ২০১৪’ অনুষ্ঠিত হবে। আয়োজন করছে বাংলাদেশের অন্যতম সাইকেলগোষ্ঠী বিডিসাইক্লিস্ট। তারা জানায়, পোস্তোগোলা ব্রিজ থেকে ৩ কিলোমিটার দূরে তেঘড়িয়া (কেরানীগঞ্জ) বাজারের কাছে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2014, 12:41 PM
Updated : 27 Feb 2014, 12:41 PM

মাউন্টেইন বাইক প্রতিযোগিতার অংশ হিসেবে এর আগে বিডিসাইক্লিস্ট নানান ধরনের সাইকেল প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে উঁচু-নিচু রাস্তায় ‘রেইস’ এবারই প্রথম।

উৎসাহী যে কেউ নিজস্ব সাইকেল, সেইফটি গিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিডিসাইক্লিস্ট, অংশগ্রহণকারীদের জন্য রেইসকিট, পানি, স্যালাইনসহ অন্যান্য সুবিধা প্রদান করবে। সেচ্ছাসেবী, চিকিৎসাসেবা ও প্রয়োজনে গাড়ির ব্যবস্থাও থাকবে।

আগ্রহীরা http://io.bdcyclists.com/14q1mtb এই লিংকে যেয়ে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ৩শ’ টাকা।

০১৭১৪৪৫৪৮৩৮ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

ছবি: বিডিসাইক্লিস্টয়ের ফেইসবুক থেকে সংগৃহীত।