somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুণীজনদের রেখে যাওয়া কিছু অমিয় বাণী, পর্ব-২

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরনির্ভরশীলতা ও ভীরুতা কাপুরুষতার পরিচায়ক। -উইলিয়াম বাই।
আজীবন যে অন্যের দয়া কুড়িয়ে বেড়ায়, সে কখনও কাউকে দয়া করতে পারেনা। -জেসিয়া কুইন্সী।
একজন ভালো মানুষ সাধারণ জিনিসেই পরিতৃপ্ত থাকেন।--বেন জনসন।
যে কখনও পরাজিত হয়নি সে কখনও বিজয়ী হতে পারেনা।-- হেনরী ওয়াজ।
তুমি কারও উপকার করতে পারনা সেজন্য দুঃখ করনা। তুমি কারও ক্ষতির চিন্তা করনা তাতেই তোমার পরম সুখ। -মুন্সী মোঃ আবদুল আলীম।
বুদ্ধি থাকলেই বুদ্ধিমান হওয়া যায়না। যে বুদ্ধিকে কাজে লাগাতে পারে সেই বুদ্ধিমান। -- মোঃ রহমতউল্লাহ।
যদি সঠিক কর্মসূচী ও গভীর বিশ্বাস থাকে তাহলে শত বাধা সত্ত্বেও জয় সুনিশ্চিত।--ফিদেল ক্যাস্ট্রো।
জীবনে একবারও দাম্পত্য কলহ হয়নি এমন দম্পতি এ জগতে বিরল, বিরোধের মধ্যেই মানুষকে শান্তি খুঁজে নিতে হয়। --মাইকেল কলিন্স।
বাতিটার বুকে কষ্ট একটাই সে তার আপন তলদেশটি আলোকিত করতে পারলনা।-মুন্সী মোঃ আবদুল আলীম।
জাতিকে সঠিক পথে চালনার দিশারী হলো বই।-- শেক্সপীয়ার।
মানুষকে জানো এবং তাকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শেখো।-- শেলী।
গভীর ভালোবাসা কেবল কাছে টানেনা, দূরেও ঠেলে দেয়। --শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
সাফল্যের পেছনে থাকে উদ্যোগ ও নিষ্ঠা।--হেনরী প্যাটারসন।
যে বই পড়তে ভালোবাসেনা সে বর্বর।--বেন জনসন।
পরিশ্রমী মানুষের ঘুম শান্তিপূর্ণ হয়।--জর্জ হাবার্ট।
বিচারের দীর্ঘসূত্রিতা অবিচারের নামান্তর।--ডব্লিউ. এস. লেগুর।
ভালোবাসা দাবী করে পাওয়া যায়না, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নিতে হয়।--মোঃ রহমতউল্লাহ।
যে ব্যক্তির আত্মা থেকে অন্য আত্মার শক্তি সঞ্চার হয়, তাহাকে গুরু বলে।--স্বামী বিবেকানন্দ।
বিদায় নেবার আগে পৃথিবীতে তোমার আগমনের পদচিহ্ন রেখে যেতে সচেষ্ট হও।-মুন্সী মোঃ আবদুল আলীম।
ছাত্র ও শিক্ষক সম্পর্ক ভয়-ভীতির নয়, শ্রদ্ধা-ভক্তি-স্নেহ ও বন্ধুত্বের হওয়া উচিত।--প্রফেসর শামসুল হক।
তোমার আচরণই বলে দিবে তুমি কোন বংশদ্বোত।-- মুন্সী মোঃ আবদুল আলীম।
মানুষের সর্বাপেক্ষা ভারী বোঝা হচ্ছে তার ক্রোধ।--ইমাম মালেক।
আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শেখায়।-- স্পেন্সর।
হিংসুক এ চিন্তাতেই শুকিয়ে যায় , তার প্রতিবেশী কেন সুখে আছে। --মাওয়াদ্দী।
প্রতিভাবান ব্যক্তিরাই ধৈর্য ধারণ করতে পারে। --ষ্টেডম্যান।
কর্মদক্ষতাই মানুষের সর্বাপেক্ষা বড় বন্ধু।--দাওয়ানী।
অক্ষম লোকেরাই ভাগ্যের উপর নির্ভর করে।--জন লিলি।
ধর্মকে প্রতিষ্ঠা করতে চাও ? আগে মানবতা প্রতিষ্ঠা কর।--মুন্সী মোঃ আবদুল আলীম।
সুরা এবং নারী অনেক প্রতিভার অপমৃত্যু ঘটায়।--জন রে।
আত্মকেন্দ্রীক লোক দ্বারা সমাজের কোন উপকার হয়না।-জর্জ ব্রো।
বিপদে অবিচল থাকুন, ধৈর্য ধারণ করুন, সন্ত্রস্ত হবেন না। তাহলেই বিপদ মুক্তির পথে যেতে পারবেন। --ডেল কার্ণেগী।
যে আইন জনগণকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে সেটাই সর্বোচ্চ আইন।--এরণবুর।
নিজের গোপন কথা গোপন রাখার অর্থ হলো নিজকে নিরাপদ রাখা।--জন ম্যাকি।
হিংসা, লোভ, ক্রোধ ও অহংকার-একটি জীবনের বিপর্যয়ের জন্য এদের যে কোন একটিই যথেষ্ট।-- মুন্সী মোঃ আবদুল আলীম।
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য। --প্লটাস।
যার ধৈর্য আছে সে যা খুশী তাই পেতে পারে।--ফ্রাঙ্কলিন।
প্রত্যেকের কথা দৈর্য ধরে শোনা একটি ভালো অভ্যাস।--লুসি লারকম।
ধার করার চেয়ে খারাপ স্বভাব আর হয়না।--মেকলে।
টাকা ধার দিলে ক্ষতি হয়, টাকা খোয়া যায় নয়তো একজন শত্রু লাভ হয়।--আলবেনীর প্রবাদ।
সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ পাপ হচ্ছে নিয়তির জন্যে অপেক্ষা করে চেষ্টা না করা।--মনটেইজান।
আত্মমর্যাদাশালী ব্যক্তিরা কোন পরিস্থিতিতে ধার-কর্জ করেনা।--চার্লস রিড।
নম্রতার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু ব্যয় হয়না কিছুই।--হোমার।
সেই ধর্মই যথার্থ যাতে সব মানুষের কল্যাণ নিহিত।--হান্না মুর।
ধর্ম ব্যক্তিগত ব্যাপার এবং রাজনীতিতে এর স্থান হওয়া অনুচিত।--মহাত্মা গান্ধী।
নিজের চেয়ে অন্যের দুর্দশা দেখে জ্ঞানী হওয়া উত্তম।--ঈশপ।
কেবল হাঁটুন, হাঁটুন, সহজপাচ্য খাদ্য আহার করুন--দীর্ঘজীবি হবেন।--ডাঃ বব কিউলিস।
ভবিষ্যত সম্পর্কে ভালো ধারণাই একজনকে নতুন কিছু করতে উদ্বুদ্ধ করে।--এলান কি।
আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, কর্মের উপর দন্ডায়মান।--পিথাগোরাস।
মৃত্যুকে নয়, ভয় কর অনিয়ন্ত্রিত জীবনযাপনকে।--বের্টল্ট ব্রেখট।
যৌবন জ্ঞান অর্জনের কাল এবং পরিণত কাল হচ্ছে তা ব্যবহারের।--রুশো।
যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায়না, তাকেই বলে দুশ্চিন্তা।--রবীন্দ্রনাথ ঠাকুর।
জীবনের চেয়ে মৃত্যুই সত্য। কারণ, কারও মৃত্যু ঘটলে সে আর জন্মগ্রহণ করেনা।--গ্রিক প্রবাদ।
যে ঘটনা অবাঞ্চিত, যার উপর আমার কোন হাত নেই-সেটাই দুর্ঘটনা।--মাইকেল টলারেন্স।
দীর্ঘ জীবনের চেয়ে অর্থবহ সংক্ষিপ্ত জীবনই সার্থক।--এলেন বার্গাস।
জ্ঞানই আনন্দ, নির্জনতার সংগী, জীবনের বন্ধু।--জন হেষ্টন।
জ্ঞানই একমাত্র উৎপন্ন সামগ্রী যা খরচ করলে কমে যায়না।--লাও সি।
মূর্খের কাছে জ্ঞান শোনার চেয়ে জ্ঞানীর ভর্ৎসনা অনেক ভালো।--বাইবেল।
বেফাঁস কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়।--জর্জ হার্বার্ট।
জীবনকে যদি ভালোবাস তাহলে সময়ের অপচয় করনা। কারণ, জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্ট।--ফ্রাঙ্কলিন।
জুয়াকে দুর্ভাগ্যের সন্তান, পাপের ভাই এবং অনিষ্টের জনক বলা হয়ে থাকে।--জর্জ ওয়াশিংটন।
টাকা রোজগার করতে মাথা আর টাকা খরচ করতে মন লাগে।--ফারকুহার।
টাকায় টাকা আনতে পাওে কিন্তু সম্মান আনতে পারেনা।--স্কট।
শেয়ালের মতো একশ বছর বেঁচে থাকার চেয়ে সিংহেরম তো একদিন বাঁচাও ভালো।--টিপু সুলতান।
সর্বপ্রকার পাঠের চেয়ে জীবনী পাঠ সবচেয়ে আনন্দদায়ক এবং উপকারী। --কার্লাইল।
জ্ঞানের সমস্ত সঞ্চয় তোমার ব্যর্থ যদি মর্মের মহিমায় তা উজ্জ্বল না হয়ে উঠে।--কাহলিল জিবরান।
অজানা বিষয়কে জানার নাম বিদ্যা, আর জানা বিষয়কে কার্যে পরিণত করার নাম জ্ঞান।--আব্দুস সালাম খাঁ।
প্রকৃতির শিক্ষাই প্রকৃত শিক্ষা। --মুন্সী মোঃ আবদুল আলীম।
আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা সম্ভব।--বার্নিং।
রনজিত অনেকেই হতে পারে, কিন্তু মনজিত কজন হতে পারে ? --কাজী নজরুল ইসলাম।
মহৎ লোকেরা কখনও নিজকে একা মনে করেনা।--টমাস ফুলার।
সুখ-দুঃখ দুটিই মহান আল্লাহর সৃষ্টি। কাজেই সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করা বিধেয়। -মুন্সী মোঃ আবদুল আলীম।
আঘাত শীঘ্র ভুলা যায়, কিন্তু অপমান শীঘ্র ভুলা যায়না।--চেষ্টারফিল্ড।
অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে কিন্তু যায় পায়ে হেঁটে।--ডোনাল্ড ডি মিচেল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মায়ের চৌহদ্দি

লিখেছেন শাওন আহমাদ, ১২ ই মে, ২০২৪ দুপুর ১:৩৫



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন। কারণে-অকারণে অনেক কথা বলতেন। যেন মন খুলে কথা বলতে পারলেই তিনি প্রাণে বাঁচতেন। অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল ঢের। কে খায়নি,... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

লিখেছেন সোনাগাজী, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য... ...বাকিটুকু পড়ুন

মোজো ইদানীং কম পাওয়া যাচ্ছে কেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৭


শুনলাম বাজারে নাকি বয়কটিদের প্রিয় মোজোর সাপ্লাই কমে গেছে! কিন্তু কেন? যে হারে আল্লামা পিনাকী ভাট ভাঁওতাবাজিদেরকে টাকা দিয়ে 'কোকের বিকল্প'-এর নামে 'অখাদ্য' খাওয়ানো হচ্ছিলো, আর কোককেই বয়কটের ডাক... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ১

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই মে, ২০২৪ রাত ৯:৫৮

আজ (১০ মে ২০২৪) রাত দুইটা দশ মিনিটে নিউ ইয়র্কের পথে আমাদের যাত্রা শুরু হবার কথা। এর আগেও পশ্চিমের দেশ আমেরিকা ও কানাডায় গিয়েছি, কিন্তু সে দু’বারে গিয়েছিলাম যথারীতি পশ্চিমের... ...বাকিটুকু পড়ুন

×