somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোল টেবিল বৈঠক 'এরশাদের চেয়েও খারাপ দুই নেত্রী'

২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশে মূর্তিপূজার ট্রাডিশন এখন ব্যক্তিপূজায় পরিণত হয়েছে :এবিএম মূসা; এরশাদকে আমরা এত সমালোচনা করি, তার চেয়েও খারাপ দুই নেত্রী :আসিফ নজরুল; দুই নেত্রীর দুইটা ছেলে। ডাকসু নির্বাচন দিলে আরো দুইটা তোফায়েল আহমদ তৈরি হবে :মান্না; দুই দল নিয়ে আমি হতাশ। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় তৃতীয় শক্তি প্রয়োজন :মঞ্জুরুল আহসান বুলবুল ; আমার দলের লোকেরা এত্তসব আজেবাজে সমালোচনা করে...... :গোলাম মাওলা রনি
বিডিনিউজ
দুই প্রধান রাজনৈতিক নেত্রীর প্রতি বিষোদগার করে গোলটেবিল আলোচনা হয়েছে যাতে অংশ নিয়েছেন প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, সৈয়দ আবুল মকসুদ, মাহমুদুর রহমান মান্না, আসিফ নজরুল প্রমুখ। জাতীয় প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত বৈঠকে এ বি এম মূসা সাবেক দুই প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসিফ নজরুল সামরিক শাসক এইচএম এরশাদের সঙ্গে তুলনা করে বলেছেন, দুই নেত্রী তার চেয়েও 'খারাপ'। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক 'আজকাল'-এর আয়োজনে এই গোলটেবিল আলোচনার শিরোনাম ছিল, 'দুই নেত্রীর ওপর দায় চাপিয়ে কি দেশের গণতন্ত্র রক্ষা হবে?' দেশের প্রথম সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী এ বি এম মূসা বলেন, 'দেশের রাজনীতিতে এখন পরিবারতন্ত্র, স্বামীতন্ত্র এবং পিতৃতন্ত্র চলছে। আমাদের দেশের মূর্তিপূজার ট্রাডিশন এখন ব্যক্তিপূজায় পরিণত হয়েছে।' তিনি বলেন, খালেদা জিয়া বা শেখ হাসিনার ১৬ কোটি মানুষের নেতৃত্ব দেয়ার ক্ষমতা নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সামরিক শাসনের সঙ্গে তুলনা করে বলেন, 'এমন না আমি এরশাদকে গ্লোরিফাই করছি। আমি বলার চেষ্টা করছি, একজন সামরিক শাসক যাকে আমরা এত সমালোচনা করি, তার চেয়েও এরা খারাপ, দুই নেত্রী।' এরশাদের সামরিক শাসনকে 'গ্লোরিফাই' করছেন না বলার আগেই তিনি বলেন, তখন দেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যেও একটা উল্লেখযোগ্য 'জোয়ার' এসেছিল। তিনি বলেন, 'অবশ্য এরশাদের আমলে একটা ট্রাক দুর্ঘটনা ঘটেছিল।'

দেশের দ্বিতীয় সামরিক আইন প্রশাসক এরশাদের ক্ষমতারোহণের শুরুতে ১৯৮৩ সালে যখন আন্দোলন দানা বেঁধে উঠছিল, সেই ১৯৮৩ সালের ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দেয়া হয় যাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেন। এছাড়াও এরশাদের সামরিক শাসনের অবসানে রাজনৈতিক ও ছাত্র আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন জাফর, জয়নাল, দীপালি সাহা, নূর হোসেন, নাজিরুল জেহাদসহ অনেকে।

এরশাদের মদদপুষ্ট বাহিনীর হামলায় নিহতের তালিকাও দীর্ঘ। এর মধ্যে রয়েছেন ডা. শামসুল আলম মিলন, আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিনও।

'ক্রসফায়ার', 'গুম' ইত্যাদি বিষয় তুলে ধরে আসিফ নজরুল বলেন, "ক্রসফায়ার, গুমের মতো হুমকি এরশাদ চালু করেছিল, না খালেদা-হাসিনা চালু করেছে?' এরশাদ শাসনের অবসানের পর ভোটে নির্বাচিত দুই নেত্রীর আমলে গণতন্ত্র সংহত হয়নি বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, আপনারা একটু সংবিধানের দিকে তাকিয়ে দেখেন তো। অবশ্যই পঞ্চম এবং সপ্তম সংশোধনী অত্যন্ত খারাপ, মার্শাল ল'র শাসন ছিল। এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু গণতান্ত্রিক আমলে কী হয়েছিল? বঙ্গবন্ধু সরকারের আমলে চতুর্থ সংশোধন জারি করা হয়েছিল। যেখানে সমস্ত দলই নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। মার্শাল ল ওয়ালারা এত বড় কাজ করেনি, সমস্ত দল নিষিদ্ধ করেনি।

"সামরিক শাসনামলে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, এখন সে প্রতিষ্ঠানগুলো আরো বেটার কাজ করছে? জুডিশিয়ারি বেটার কাজ করছে? এরশাদের আমলে জুডিশিয়ারি এরশাদের বিরুদ্ধে কয়টা রায় দিয়েছিল, এখন কয়টা দিচ্ছে? এরশাদের আমলে ডাকসু ইলেকশন হয়েছিল, এখন হচ্ছে?"

তিনি বলেন, এই গণতান্ত্রিক সরকারের আমলে একটা নির্দিষ্ট বিচারককে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করে দেশটা অশান্তির দিকে, রক্তারক্তির দিকে ঠেলে দেয়া হয়েছিল। আরেক সরকার সংবিধান এমনই পরিবর্তন করেছেন যে এই সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বললেও মৃত্যুদণ্ড...। এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র সংহতকরণ?" সমালোচনার ধারা অব্যাহত রাখেন আসিফ নজরুল, যাকে সমপ্রতি আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।

ডাকসুর দুইবারের নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ২২ বছরে স্বায়ত্তশাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার সমালোচনা করেন।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, স্বৈরাচার এরশাদ নয় বছরে দুই বার ডাকসু নির্বাচন দিয়েছেন। আর দুটি গণতান্ত্রিক দল ২২ বছরে একটাও নির্বাচন দেননি।' হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচন দিতে পেরেছিলেন, কারণ তার তো ছেলে নাই। কিন্তু দুই নেত্রীর দুইটা ছেলে। নির্বাচন দিলে আরো দুইটা তোফায়েল আহমেদ তৈরি হবে। সুতরাং কী দরকার?

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দলে সংস্কারের প্রস্তাব তুলে সংস্কারপন্থী হিসাবে যারা পরিচিতি পান, তাদের মধ্যে মান্না ও তোফায়েল দুজনের নামই ছিল। বলা হয়, শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায়ের চেষ্টার অংশ ছিল ওই সংস্কার প্রস্তাব।

পরে দলের কাউন্সিল হলে মাহমুদুর রহমান মান্না কোনো পদে আসতে পারেননি, দলের নীতি-নির্ধারণী পদও হারান তোফায়েল।

ওই সময় আওয়ামী লীগের মতো বিএনপিতেও খালেদা জিয়াকে 'মাইনাস' করার চেষ্টা চলে, তবে তাও সফল হয়নি। ওই সময় তা 'মাইনাস টু' নামেই আলেচিত ছিল।

সাংবাদিক ও প্রথম আলোর কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বর্তমানের রাজনীতিকে 'মিডিয়ানির্ভর রাজনীতি' আখ্যায়িত করে বলেন, এই রাজনীতির কারণে জনগণের রাজনীতি আর নেই। তবে তিনি এর দায় পুরোপুরি দুই প্রধান নেত্রীর ওপর না দিয়ে বলেন, দুই নেত্রীর চেয়ে তাদের দলের শীর্ষ নেতাদের ব্যর্থতা আমি বেশি দেখি। (তারা) জনগণের আবেগ-অনুভূতি ও রাষ্ট্রের চাহিদা বুঝে জনগণের কাছে গেলে দুই নেত্রীর প্রভাব কমে আসবে।

আবুল মকসুদ যে সংবাদপত্রে নিয়মিত লেখেন, সেই পত্রিকাটি ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থন দিয়েছিল এবং নতুন করে আবার সেই ধরনের সরকার আসার পথ তৈরিতেও তারা সক্রিয় বলে আওয়ামী লীগ নেতারা ইঙ্গিত করছেন।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রধান দুই দলকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশপ্রেমের বোধ ও মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন তৃতীয় রাজনৈতিক শক্তির প্রয়োজন।'

আলোচনায় অংশ নেয়া একমাত্র সংসদ সদস্য গোলাম মাওলা রনি দুই প্রধান রাজনৈতিক দলকে নিয়ে এত সমালোচনার মধ্যে স্বীকার করেন, দলগুলোতে আত্মসমালোচনার অভাব রয়েছে।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, "আমার দলের লোকদের সামনে থেকে দেখেছি, পেছনে বসে বসে গম্ভীরভাবে এত্তসব আজেবাজে সমালোচনা করে যে সমালোচনা শুনলে মনে হয় যে সে দলের সঙ্গেই সম্পৃক্ত নয়। কিন্তু যখনই সে নেতা বা নেত্রী কোনো ঊর্ধ্বতন নেতার কাছে যান, তার চোখে-মুখে কৃতজ্ঞতা এবং দালালির যে আলুথালুভাব আমি দেখতে পাই, তাতে আমার মনেই হয় না উনি আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমি শুনেছিলাম, না স্বপ্নে দেখেছিলাম।'

আমরা কি পারিনা অতিতের দঃখ/কষ্ট এবং বাজে অভিজ্ঞতা ভুলে নতুন বছরে নতুন করে ভাবতে???
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অতিরিক্ত বা অতি কম দুটোই সন্দেহের কারণ

লিখেছেন সায়েমুজজ্জামান, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৩০

অনেক দিন গল্প করা হয়না। চলুন আজকে হালকা মেজাজের গল্প করি। সিরিয়াসলি নেয়ার কিছু নেই৷ জোসেফ স্টালিনের গল্প দিয়ে শুরু করা যাক। তিনি দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। বলা... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার... ...বাকিটুকু পড়ুন

মাথায় চাপা ভূত ভূত ভূতং এর দিনগুলি

লিখেছেন শায়মা, ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫


এই যে চারিদিকে এত শত কাজ কর্ম, ঝামেলা ঝক্কি, ক্লান্তি শ্রান্তি সব টপকে আমার মাথায় আজও চাপে নানান রকম ভূত। এক ভূত না নামতেই আরেক ভূত। ভূতেদের... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (দ্বিতীয় অংশ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:০৫


আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (প্রথমাংশ)
আমাদের সদ্য খনন করা পুকুরটা বৃষ্টির পানিতে ভেসে গেল। যা মাছ সেখানে ছিল, আটকানোর সুযোগ রইল না। আমি আর দুইবোন শিউলি ও হ্যাপি জালি... ...বাকিটুকু পড়ুন

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

লিখেছেন অপু তানভীর, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই।... ...বাকিটুকু পড়ুন

×