somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারিয়ার (Career) বলতে কি বুঝায়? এর অর্থ কী?

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যারিয়ার (Career) শব্দটি শুনতেই
ভালো লাগে। আর চোখ বন্ধ করে স্বপ্নের
জগতে বিভিন্ন ক্যারিয়ারের
সিংহাসনে বসতে সে যে কি মজা!
লিখে তা বুঝানো যাবে না।কিন্তু ক্যারিয়ার
অর্জন বেশ কঠিন এবং অন্তহীন এক সাধনার
ফল। তার আগে জেনে নেয়া যাক ক্যারিয়ার অর্থ
কী? হাতের কাছের Oxford Dictionary
টি খুললেই আমরা পেয়ে যাবো Career অর্থ
দ্রুতগগতি,বেগ, জীবনের ধারা বা অগ্রগতি,
জীবিকা অর্জনের উপায় বা বৃত্তিকেই বুঝি।
কিন্তু এখানে একটা কথা বলে নেয়া ভাল। জীবন
বলতে যদি আমরা শুধু এই পার্থিব জীবন
পৃথিবীকেই বুঝি, তবে ছটবেলার মত ডাক্তার,
ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার বা অত্যধিক
সাহসীর মত প্রেসিডেন্ট হওয়াকে জীবনের
লক্ষ্য বা Aim in life বানানো যায়। কিন্তু
জীবন যদি পরকালকে নিয়েই হয় এবং সে পরকাল
হয় চিরন্তন তবে তো জীবনের লক্ষ্য
হওয়া উচিৎ পরকালকেন্দ্রিক। তবে পরকাল
হবে দুনিয়ার কর্মের ভিত্তিতেই।সে হোক
সফলতার জান্নাত বা স্বর্গ অথবা ব্যর্থতার
জাহান্নাম বা নরক। সুতরাং আমাদের জীবনের
মূল লক্ষ্য বা Aim in life হবে খেলাফাতের
দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার
সন্তুষ্টি অর্জন। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার,
ব্যারিস্টার ইত্যাদি হওয়া হবে সেই মূল লক্ষ্য
অর্জনের উপলক্ষ্য বা Sub Aim।
তবে আধুনিক জাহেলিয়াতের মোকাবেলার জন্য
এই Sub Aim এর কোন বিকল্পই নেই।
সুতরাং সঠিক নিয়তের মাধ্যমে বস্তুগত
বা দুনিয়ার ক্যারিয়ার অর্জনও
হতে পারে সৃষ্টিকর্তার মাহাত্ম্য প্রতিষ্ঠার
অন্যতম ভিত্তি। অর্থাৎ আমাদের
হতে হবে ইঞ্জিনিয়ার খুররম মুরাদ ও গুলবুদ্দিন
হেকমোতিয়ার-এর মত ইঞ্জিনিয়ার, মাহাথির
মোহাম্মদ এর মত ডাক্তার, হাসান আল
বান্না, সাইয়েদ কুতুব আর অধ্যাপক বুরহান
উদ্দিন রব্বানীর মত শিক্ষাবিদ। আব্দুল কাদের
কুতুব, আব্দুল কাদের আওদা আর ড. হাসান
তুরাবীর মত আইনবিদ। মাওলানা মওদুদী,ইমাম
খোমেনির মত ধর্মতত্ত্ববিদ। আর এই
প্রস্তুতি শুরু হোক আজ থেকেই। কারন
শেকসপিয়রের কথাটি খুব মূল্যবান, "I waste
time and now time wastes me."
এমনকি ডিকেন্স বলেছিলেন, 'বড়
হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে।'
আর সেই ছোটবেলা থেকে আমাদের পড়া সেই
সুন্দর কথাটি তো কখনোই ভুলবো না-
'Time and tide wait for none.'
তবে ক্যারিয়ার অর্জনে একটি সুস্পষ্ট ও সুউচ্চ
টার্গেট মানুষের সাধনা ও গতিকে কয়েক গুন
বাড়িয়ে দিতে পারে।মুলত এর অভাবেই
আমরা নিজেকে একটি সুন্দর পর্যায়ে উন্নীত
করতে পারি না।যে সময় পারস্য সাম্রাজ্য ছিল
বিশ্ববাসী এক অপরাজেয় শক্তি আর
মুসলমানেরা ছিল হাতেগোনা সামান্য ক'জনার
মিলিত ঈমানী শক্তি, ঠিক সেই সময়ই মুসলিম
কর্তৃক পারস্যের পদানত হওয়ার
ঘোষনা দিয়েছিলেন হযরত মুহাম্মদ (স.)।
এটি একদিকে যেমন কাফেরদের হাসাহাসির কারন
হয়েছিল, অপরদিকে মুসলমানদের দীপ্ত সাহসী ও
পরিশ্রমী করেছিল। আর এভাবেই
পরবর্তীততে পারস্য বিজয় সম্পন্ন হয়েছিল।
এক কাঠুরিয়ার ছেলে সুদৃঢ় স্বপ্ন দেখেছিল
সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। সাধনার
বলে তিনিই হয়েছিলেন আব্রাহাম লিংকন।
সুতরাং ক্যারিয়ার অর্জন বা মৌলিক সাফল্যের
জন্য একটি সুস্পষ্ট ও সুউচ্চ টার্গেট নির্ধারণ
অত্যন্ত জরুরি। বিশ্ববিজয়ী এক অনন্য বীর
জুলিয়াস সিজার বলতেন, 'অধিকাংশ মানুষ বড়
হতে পারে না-কারন সে সাহস করে আকাশের
মত সুউচ্চ টার্গেট ঠিক
করে সে দিকে তাকাতে পারে না।আর
একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে -অদম্য
পরিশ্রম। (Industry is the mother of
good luck) ছোটবেলায় পড়া এই
কথাটি কি আমরা নিজেদের
জীবনে কাজে লাগাতে পারি না? জাপান বিশ্বের
এক নম্বর শিল্পোন্নত দেশ, কারন
জাতি হিসেবে তারা অত্যন্ত পরিশ্রমী।
এমনকি প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষ
অতিরিক্ত পরিশ্রমের কারনে মারা যায়।মৃত্যুর
কথা শুনে চমকে উঠলেন? অথচ
বাংলাদেশে প্রতি বছর হয়তোবা অলসতার
কারনে কয়েক লক্ষ লোক মারা যায়।
সুতরাং পরিশ্রমের কোন বিকল্প নেই। রাসুল
(স.) স্বয়ং ৫৫ বছর বয়সে রমজান মাসে ৭০
মাইল পাহাড়ি রাস্তা হেঁটে বদর যুদ্ধ
পরিচালনা করেছিলেন। বৈজ্ঞানিক টমাস
আলভা এডিসন বলছেন, 'আমি সমস্ত
জীবনে একদিন ও কাজ করিনি।' অথচ প্রত্যহ
১৬-১৮ ঘন্টা তিনি কাজ করেছেন। কিন্তু যেহেতু
গবেষনা ছিল তার কাছে খেল তামাশার মত
সুতরাং তিনি পরিশ্রান্ত হননি।।নোবেল
বিজয়ী বার্নার্ডশ বলেছেন, "আমি কাজ
করি বাবা যেমন মদ খেতেন ঠিক তেমনিভাবে, এই
আমার স্নায়ু রোগ।" আর তাই তিনি পরিশ্রান্ত
হননি। সুতরাং কাজকে বানাতে হবে খেলার মত
মজাদার বিষয়। আর লেখা পড়ার ক্ষেত্রে একই
কথা। এ প্রসজ্ঞে Flooper - এর
বক্তব্যটি গুরুত্বপূর্ণ। তিনিই বলেছেন, "I
slept and dreamed that life was
beauty. I wakeand found that life
was duty."
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিভাবে বুঝবেন ভুল নারীর পিছনে জীবন নষ্ট করছেন? - ফ্রি এটেনশন ও বেটা অরবিটাল এর আসল রহস্য

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৩৪

ফ্রি এটেনশন না দেয়া এবং বেটা অরবিটার


(ভার্সিটির দ্বিতীয়-চতুর্থ বর্ষের ছেলেরা যেসব প্রবলেম নিয়ে টেক্সট দেয়, তার মধ্যে এই সমস্যা খুব বেশী থাকে। গত বছর থেকে এখন পর্যন্ত কমসে কম... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৪২


আমারা সম্পর্কে বাঁচি সম্পর্কে জড়িয়ে জীবন কে সুখ বা দুঃখে বিলীন করি । সম্পর্ক আছে বলে জীবনে এত গল্প সৃষ্টি হয় । কিন্তু
কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৭

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫১




ছবি-মেয়ে ও পাশের জন আমার ভাই এর ছোট ছেলে। আমার মেয়ে যেখাবে যাবে যা করবে ভাইপোরও তাই করতে হবে।


এখন সবখানে শুধু গাছ নিয়ে আলোচনা। ট্রেনিং আসছি... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের এই দিনে

লিখেছেন প্রামানিক, ০১ লা মে, ২০২৪ বিকাল ৫:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

আজ মে মাসের এক তারিখ অর্থাৎ মে দিবস। ১৯৭১ সালের মে মাসের এই দিনটির কথা মনে পড়লে এখনো গা শিউরে উঠে। এই দিনে আমার গ্রামের... ...বাকিটুকু পড়ুন

হুজুররা প্রেমিক হলে বাংলাদেশ বদলে যাবে

লিখেছেন মিশু মিলন, ০১ লা মে, ২০২৪ রাত ৯:২০



তখন প্রথম বর্ষের ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের আরেক বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গেছি মৌচাক মার্কেটের পিছনে, আনারকলি মার্কেটের সামনের ক্রাফটের দোকানগুলোতে। একটা নারীর ভাস্কর্য দেখে আমার... ...বাকিটুকু পড়ুন

×