টিভি সম্প্রচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট হিসেবে টেলিভিশন সম্প্রচারে রেকর্ড গড়তে যাচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2014, 02:58 PM
Updated : 14 March 2014, 02:58 PM

রোববার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ, প্রায় ১৮০ কোটি মানুষ দেখতে পারবেন। টুর্নামেন্টটি সম্প্রচারিত হবে ২০টি ভাষায়, ২৯টি চ্যানেলে। এর আগে আইসিসির কোনো টুর্নামেন্ট এত মানুষ দেখেনি বা এতগুলো চ্যানেলেও সম্প্রচারিত হয়নি।

শুধু তাই নয়, প্রথমবারের মতো ক্রিকেট ম্যাচ সম্প্রচারে ব্যবহার করা হবে ২৮টি ক্যামেরা। এর মধ্যে সাতটি ক্যামেরা থাকবে ‘আল্ট্রা মোশন’ বা উচ্চ ক্ষমতা সম্পন্ন।

এছাড়া ব্যবহৃত হবে স্পাইডার ক্যামেরা এবং উন্নত গ্রাফিক্স।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের বিশ্বাস, এবারের বিশ্বকাপের খেলাগুলো টিভিতে দর্শকরা প্রাণভরে উপভোগ করবেন।

“বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছে বলে আমরা উচ্ছ্বসিত।”