আইপ্যাডে এমএস অফিস আসছে ২৭ মার্চ

২৭ মার্চের এক মিডিয়া ইভেন্টেই নাকি অ্যাপল আইপ্যাডের জন্য অফিস স্যুট লঞ্চ করবে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ওয়ার্ড, এক্সেল আর পাওয়ারপয়েন্টের মতো বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যারের সবগুলোই থাকবে অফিস স্যুটের আইপ্যাড ভার্সনে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2014, 03:40 PM
Updated : 18 March 2014, 03:40 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইফোনে অফিস স্যুট ব্যবহারের জন্য যেমন অফিস ৩৬৫-এর সাবস্ক্রাইবার হতে হয় ঠিক তেমনি আইপ্যাডে অফিস স্যুট ব্যবহার করতে হলে অফিস ৩৬৫ এর সাবস্ক্রাইবার হতে হবে।

দ্য ভার্জ আরও জানিয়েছে, অফিস স্যুটের আইপ্যাড ভার্সন নিয়ে মাইক্রোসফট কাজ করছে বেশ কয়েক মাস ধরেই। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী আইপ্যাডে অফিস স্যুটের অনুপস্থিতির কারণে প্রতি বছর মাইক্রোসফটের বাড়তি খরচ হচ্ছে প্রায় ২৫০ কোটি ডলার।

অন্যদিকে ম্যাকরিউমার্স ডটকম জানিয়েছে, অফিস স্যুটের আইফোন ভার্সনের মতোই হবে আইপ্যাড ভার্সন। মাইক্রোসফট অফিস স্যুটের আইফোন ভার্সন লঞ্চ করেছিল ২০১৩ সালে জুন মাসে।