ফতুল্লায় দেয়াল ধসে হতাহত, এলাকাবাসীর ক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার দেয়াল ধসে কয়েকজন হতাহত হওয়ার পর ওই কারখানায় হামলা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2014, 06:32 PM
Updated : 22 March 2014, 06:32 PM

শনিবার রাত সাড়ে ৮টার সময় ঝড়ের মধ্যে কাঠেরপুর এলাকার ওই কারখানার ছাদের রেলিং ধসে সড়কে পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

এতে এক অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যুর খবর স্থানীয়রা দিয়েছেন। এর মধ্যে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় কেউ দিতে পারেননি।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তারা তিনজনের মৃত্যুর খবর শুনলেও কারো লাশই পাননি।

“খবর পেয়ে আমরা এসে লাশ দেখতে পাইনি। আশপাশের লোকজন এসে লাশ নিয়ে গেছে।”

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, নিহত একজন হলেন অটোরিকশাচালক আজহারুল ইসলাম (৩৫)। তার অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার পাশাপাশি আরো দুজন আহত হন।

ক্যাডটেক্স কারখানার ওই দেয়াল ধসে সড়কে যাত্রী হতাহতের পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কারখানায় হামলা ও ভাংচুর করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

তিনি বলেন, “বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করায় ভবন মালিকের দায়িত্বহীনতার কারণেই এই ঘটনা ঘটেছে।”