টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সালমা

আইসিসির মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সালমা খাতুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2014, 05:00 PM
Updated : 7 April 2014, 05:00 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের জন্য অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েরও তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সালমা।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। আর ৬৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মোরনা নিয়েলসেন।

বল হাতে এমন কার্যকরী পারফরম্যান্সের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন সালমা খাতুন।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় সালমা ৮টি উইকেট পেয়েছেন। আর ব্যাট হাতে ৫ ম্যাচে ৬৮ রান করেন তিনি।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে দলগতভাবেও বাংলাদেশের মেয়েদের অর্জন কম নয়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। এছাড়া নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় সালমার দল।