somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদীর রায় যে কোন সময়ে

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দিকে এখন সবার নজর। এখানেই আজ এবং কাল আসামি পক্ষের দুটি আবেদনের ওপর গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। আজ প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণ ও তাঁর শাস্তি দাবির ওপর। কাল গোলাম আযমের মামলা পুনরায় শুনানির (রি-ট্রায়াল) আবেদনের ওপর শুনানি। আসামি ও প্রসিকিউশন উভয় পক্ষই এ দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে। হ্যাকিং-এর ঘটনায় দৈনিক আমার দেশের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ ও সাবেক চেয়ারম্যানের পদত্যাগের পর আসামি পক্ষ নতুন করে এই আবেদন করেছে। যদিও ট্রাইব্যুনালে বেশ কিছু মামলা এখন শেষ পর্যায়ে রয়েছে। আসামি পক্ষ হ্যাকিং-এর ঘটনা নিয়ে শুনানি করবে, আর প্রসিকিউশন হ্যাকিং অপরাধ যা দৈনিক আমার দেশে প্রকাশতি হয়েছে সে বিষয়ের ওপর শুনানি করবেন বলে জানা গেছে। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হবে। ট্রাইব্যুনালে অন্য দু’জন সদস্য রয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আনোয়ারুল হক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ ১৪ জনের বিচার চলছে। এর মধ্যে স্কাইপের মাধ্যমে চেয়ারম্যানের কম্পিউটার হ্যাকিং-এর পর বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম পদত্যাগ করার পর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষ থেকে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণসহ তাঁকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আবেদন করা হয়েছে। আজ তার ওপর গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাল গোলাম আযমের মামলার পুনরায় শুনানির আবেদনের ওপরও শুনানি হবে। প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে, আজকের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। প্রসিকিউশন পক্ষ থেকে শুনানিতে যথার্থ জবাব দেয়া হবে। অন্যদিকে বাচ্চু রাজাকার, কাদের মোল্লা, গোলাম আযমের মামলাগুলো এখন শেষ পর্যায়ে রয়েছে। আজ বাচ্চু রজাকারের বিরুদ্ধে প্রসিকিউশন যুক্তিতর্ক শুরু করবে। একই ভাবে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।
প্রসিকিউটর রানা দাশগুপ্ত জনকণ্ঠকে বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দায়ের করা আবেদনের ওপর শুনানি হবে আজ। তার আবেদনে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণসহ তাঁর বিরুদ্ধে আইনের আওতায় শাস্তিমূলক পদক্ষেপ চাওয়া হয়েছে। তিনি বলেন, আমরা প্রস্তুত। যথার্থভাবে আমরা জবাব দেব। যেহেতু কথাগুলো এসেছে দৈনিক আমার দেশ প্রকাশিত হ্যাকিং করা প্রতিবেদনের ভিত্তিতে। শুনানিতে উপস্থাপন করা হবে, হ্যাকিং করাটা অপরাধ না অপরাধ নয়। যার ভিত্তিতে দৈনিক আমার দেশ ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশ করেছে। হ্যাকিং-এর বিষয়েই পুরো বিষয় আলোকপাত হবে। তারা হ্যাকিং-এর বিষয় নিয়ে হয়ত কথা বলবে। আর প্রসিকিউশনের পক্ষ থেকে হ্যাকিং করা যে অপরাধ তা তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, আসামি পক্ষের অপপ্রচার মাঠে যা আছে তা বেরিয়ে আসবে এবং তা আরও স্পষ্ট হবে। এর পর সোমবার আছে গোলাম আযমের মামলা পুনরায় শুনানির আবেদন। তারা সাঈদী ও নিজামীর মামলায় পুনরায় শুনানির আবেদন করবে বলে জানিয়েছিল। এখন পর্যন্ত তাদের পক্ষে কোন আবেদন করা হয় নি। এখনও সময় আছে করলে করতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ এখন ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছে। যে কোন সময় রায় ঘোষণা করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। বাচ্চু রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক আজ থেকে শুরু হবে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ১৬তম সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হয়েছে। এখন ১৭তম সাক্ষীর ক্যামেরা ট্রায়াল গ্রহণ করা হবে। কামারুজ্জামানের বিরুদ্ধে ১৪তম সাক্ষী জবানবন্দী প্রদান করেছেন। আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ৮ম সাক্ষী জবানবন্দী প্রদান করেছে। বিএনপি নেতা আব্দুল আলীম ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলাও অগ্রগতি রয়েছে বলে ট্রাইব্যুনাল সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর রাত ১০টায় দি ইকোনমিস্ট থেকে ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে জানানো হয়, ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে তিনি যেসব কথাবার্তা বলেছেন এবং ই-মেইলের মাধ্যমে যেসব পরামর্শ নিয়েছেন তার সবই তাদের কাছে রয়েছে। এ বিষয়ে তারা চেয়ারম্যানকে আরও কিছু প্রশ্ন করেন। ৬ ডিসেম্বর ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান নিজামুল হক নাসিম জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করার পর রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয। এর পরে হ্যাকিং করা বিষয় নিয়ে দৈনিক আমার দেশ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করলে বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বিচারকে স্বচ্ছতায় রাখার স্বার্থে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
১৩ ডিসেম্বর সরকার দুটি ট্রাইব্যুনাল পুনর্গঠন করেন। সেই দিনই প্রসিকিউটর রানা দাশগুপ্ত দ্বিতীয় ট্রাইব্যুনালে আমার দেশ-এর ওপর দৃষ্টি আকর্ষণ করেন। ট্রাইব্যুনাল তার কথা শুনে ইন্টারনেট স্কাইপির মাধ্যমে বিচারপতি নিজামুল হক নাসিমের ব্রাসেলসে বসবাসরত আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ ড. আহম্মেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথন, অনুবাদ বা এ সম্পর্কিত কোন লেখা দৈনিক আমার দেশ, সংগ্রামসহ সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইনে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বের তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করে। এর পর আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর পুনরায় শুনানির দাবি তোলেন। এক পর্যায়ে গোলাম আযমের মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করেছেন। ৬১০ পৃষ্ঠার ঐ আবেদনের সবই হ্যাকিং করা প্রতিবেদন। যা দৈনিক আমার দেশ ধারাবাহিকভাবে প্রকাশ করেছে।
সব আসামিই মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করলেও একমাত্র ব্যতিক্রম ঘটেছে বাচ্চু রাজাকার ওরফে আবুুল কালাম আজাদের ক্ষেত্রে। তার পক্ষে কোন আইনজীবী নিয়োগ দেয়া হয়নি। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রাষ্ট্র পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর আগে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষীসহ মোট ২২জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্র নিযুক্ত (ডিফেন্স ল’ইয়ার) আইনজীবী তাদের জেরা শেষ করেন। ৪ নবেম্বর বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়েছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

সততা হলে প্রতারণার ফাঁদ হতে পারে

লিখেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৯

বিষয়টি আমার ভালো লেগেছে। ক্রেতাদের মনে যে প্রশ্নগুলো থাকা উচিত:

(১) ওজন মাপার যন্ত্র কী ঠিক আছে?
(২) মিষ্টির মান কেমন?
(৩) মিষ্টি পূর্বের দামের সাথে এখনের দামের পার্থক্য কত?
(৪) এই দোকানে এতো... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

পোষ্ট যদি ক্রমাগতভাবে ০, কিংবা ২/১'টি মন্তব্য পেতে থাকে, বুঝবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

লিখেছেন সোনাগাজী, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৫:২৭



আপনার পোষ্ট যদি ক্রমাগতভাবে ০ কিংবা ১'টি মন্তব্য পেতে থাকে, তখন খোঁজ নিলে দেখবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

কোন বিষয়ের উপর অনেক মানসম্পন্ন পোষ্ট লিখলেও সামুতে আপনি... ...বাকিটুকু পড়ুন

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

×