somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরব্যাপী সিরিজ ওয়ার্কশপ-০১ : স্ক্রিপ্ট রাইটিং

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা জানেন বছরব্যাপী সিরিজ ওয়ার্কশপের অংশ হিসেবে প্রথম ওয়ার্কশপ হবে স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে। এবার সেই ওয়ার্কশপের নিয়ম কানুন বাতলে দিচ্ছি।

এক নজরে স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ :
স্থান : ম্যাজিক ইমেজ, বিটিআই সেন্ট্রাল প্লাজা (৭ম তলা) ফার্মগেট, ঢাকা।
তারিখ : ১১ জানুয়ারি ২০১৩ শুক্রবার
সময় : সকাল ৯টা থেকে রাত ৯ টা
আসন সংখ্যা : ১৫ জন

আরও কিছু নিয়ম :
০১. অংশগ্রহণকারী হওয়ার জন্য আপনাকে একটা গল্প সংক্ষেপ বা সিনোপসিস লিখতে হবে। সেই গল্পটি যেটা থেকে আপনি আপনার আগামী শর্ট ফিল্ম বানাবেন। ১০০ শব্দের মধ্যে লিখে ফেলুন। তারপর আমার ইনবক্সে পাঠান।
Click This Link

অথবা পাঠাতে পারেন আমার ই-মেইল এড্রেস-এ : [email protected]

নিচে সিনোপসিস লেখার নিয়ম উল্লেখ করে দিলাম :
সিনোপসিস বা গল্প সংক্ষেপ :
চিত্রনাট্য লেখার প্রথম কাজ হল সিনোপসিস বা গল্প সংক্ষেপ লেখা। যত সংক্ষেপে পারা যায় তত সংক্ষেপে গল্পটি লিখতে হবে। সাধারণত সিনোপসিস বা গল্প সংক্ষেপে ১৫০ শব্দের বেশি না হওয়া ভালো। তবে ২০০ শব্দের মধ্যে হলেও চলবে এবং এর বেশি গেলে পরিচালক বিরক্ত হবেন।
সিনোপসিসে যা যা থাকবে -
ক) শুরু, মধ্য ও শেষ থাকবে।
খ) প্রধান প্রধান চরিত্র থাকবে।
গ) প্রধান প্রধান ঘটনা থাকবে।
ঘ) কাহিনী কয়টি হবে তা থাকবে। একটি মূল কাহিনী ও তার সামঞ্জস্যপূর্ণ ও সহায়তাকারী ডালপালা ছড়ানো ২/১টি কাহিনী থাকতে পারে।
ঙ) ভাষা সংক্ষিপ্ত ও সহজ-সরল হবে।
চ) একটি মাত্র অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের সমান হবে।
ছ) কোন সংলাপ থাকবে না।
জ) ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে হবে। তবে আপনি ১০০ শব্দের মধ্যে লিখবেন।
ঝ) চরিত্রগুলোর একটি তালিকা সিনোপসিসের সঙ্গে যোগ করে দিতে হবে।
০২. আপনার লেখা এই সিনোপসিস থেকে ওয়ার্কশপের দিন স্ক্রিপ্ট লিখবেন আপনি নিজে। কায়দা কানুন সব শিখিয়ে দেব। আপনি দিন শেষে স্ক্রিপ্ট লিখে নিয়ে বাড়ি যাবেন।
০৩. সিনোপসিস না লিখে কেবল চাঁদা পাঠালে আপনার নাম অংশগ্রহণকারীদের তালিকায় যোগ করা হবে না। সুতরাং আগে সিনোপসিস লিখে পাঠান, তারপর চাঁদা পাঠান। সিনোপসিসে অবশ্যই আপনার গল্প বা শর্ট ফিল্মের নাম, আপনার নাম, আপনার ই-মেইল এড্রেস এবং আপনার মোবাইল ফোন নাম্বার দেবেন।
০৪. ওয়ার্কশপটি পুরো বিনা মূল্যে করানো হবে। তবে অংশগ্রহণকারীদের দুপুরের লাঞ্চ, সকাল বিকেলে চা নাস্তা এবং আনুষঙ্গিক খরচের জন্য একটা চাঁদা ধরা হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কোন কিপ্টেমি করব না। ভালো কাজ করতে হলে ভালোভাবে উদরপূর্তি করতেও শিখতে হবে।
০৫. চাঁদার পরিমাণ ৫০০ টাকা। তবে ওয়ার্কশপ শেষে ৩০০ টাকা ফেরত দেয়া হবে। যদি কেউ চাঁদা দেয়ার পরও অংশগ্রহণ না করে তবে তার এই ৩০০ টাকা বাজেয়াপ্ত হবে। অংশগ্রহণকারীরা যেন পুরো ওয়ার্কশপে উপস্থিত থাকে, তার জন্য এই ব্যবস্থা।
০৬. অংশগ্রহণকারীদের সংখ্যা ১৫ জনের বেশি হবে না। আসন সংখ্যা কোনক্রমেই বাড়ানো হবে না।
০৭. ওয়ার্কশপের অংশগ্রহণকারীদের তালিকা চাঁদা দেয়া সাপেক্ষে আগে আসলে আগে পাবেন নিয়মে তৈরি করা হবে। আসন সংখ্যা শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না।
০৮. আপনাদের চাঁদা বিকাশ করে পাঠাতে হবে। নাম্বার - ০১৯১২৫৭৭১৮৭। তবে চাঁদা পাঠানোর আগে ফোন করে নিশ্চিত হয়ে নেবেন আসন খালি আছে কি না। আসন পূর্ণ হয়ে গেলে চাঁদা পাঠালেও অংশগ্রহণ করতে পারবেন না। তাছাড়া আসন পূর্ণ হয়ে গেলে আমি আপডেট-এ জানিয়ে দেব।

এবার একটা আবেদন : বাংলা সিনেমা শিল্পে বিপ্লব করার লক্ষ্য নিয়ে সিনেমা পিপলস কাজ করে যাচ্ছে। বিপ্লব করাটা সোজা কাজ না। কঠোর কঠিন মানুষ ছাড়া বিপ্লব হয় না। সুতরাং যারা নরম মানুষ , দায়িত্ব নিতে ভয় পান এবং নানা অজুহাত খুঁজে বেড়ান, তাদের দিয়ে কিছুই হবে না। অন্য দিকে কাজ না করে যারা কুটকচালি এবং কুতর্কে সময় কাটাতে অভ্যস্ত, তাদের দিয়েও বিপ্লব হবে না। সুতরাং আগে থেকেই বলে দিচ্ছি, যাদের মনের জোর নাই, লড়াই করার মানসিকতা নাই, তারা দূরে থাকুন। সেই সঙ্গে যারা নেতিবাচক হায় হায় চরিত্রের অধিকারী তারাও দূরে থাকেন। আরেক ধরনের লোক আছে, যারা নিজেরা কোন কাজ করে না কিন্তু কেউ উদ্যোগ নিলে ঈর্ষাপরায়ণ হয়ে সেই কাজে বাগড়া দেয়।এই শ্রেণীর লোকজনও দূরে গিয়া মরেন। দয়া করে তিনটা কাজ বাদ দেন। ০১. নেতিবাচক চিন্তা, ০২. নেতিবাচক কথা এবং ০৩. নেতিবাচক কাজ। সোজা কথায়, আপনি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ হন, কঠোর কঠিন সংগ্রামী হয়ে থাকেন, বাধা-বিপত্তিকে পরোয়া না করেন এবং বিপ্লব করার মতো লড়াকু হয়ে থাকেন, তবে আমাদের সঙ্গে আসুন। আপনাকে সঙ্গে নিয়ে আমরা একটা আমূল পরিবর্তনের দীর্ঘ লড়াই শুরু করতে চাই।
সিনেমা পিপলস-সিরিয়াস লোকদের জায়গা। বিপ্লব কোন তামসা করার জিনিস না। আসুন, আমরা হাতে হাত রেখে কাজ করি। অপরকে দায়িত্ব নেয়ার জন্য পীড়াপীড়ি না করে নিজে দায়িত্ব নেই এবং বদলে দেই বাংলা সিনেমার ভবিষ্যৎ। দেখা হবে বিজয়ের মঞ্চে।

বিস্তারিত জানতে নিচের লিংকে যান : Click This Link

আমাদের সাম্প্রতিক প্রজেক্ট সম্পর্কে জানতে নিচের লিংকে যান : Click This Link


শাহজাহান শামীম
চিত্রনাট্যকার ও পরিচালক
০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অলীক সুখ পর্ব ৪

লিখেছেন স্প্যানকড, ২৮ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

ছবি নেট

শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।

তোমার শায়িত শরীরে... ...বাকিটুকু পড়ুন

পজ থেকে প্লে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লিখেছেন বন্ধু শুভ, ২৮ শে মে, ২০২৪ রাত ১১:১৫


.
একটা বালক সর্বদা স্বপ্ন দেখতো সুন্দর একটা পৃথিবীর। একজন মানুষের জন্য একটা পৃথিবী কতটুকু? উত্তর হচ্ছে পুরো পৃথিবী; কিন্তু যতটা জুড়ে তার সরব উপস্থিতি ততটা- নির্দিষ্ট করে বললে। তো, বালক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন... ...বাকিটুকু পড়ুন

চলুন দেশকে কীভাবে দিতে হয় জেনে নেই!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৯ শে মে, ২০২৪ সকাল ৯:৫১

চলুন দেশকে কীভাবে দিতে হয় তা জেনে নেই৷ এবার আপনাদের সাথে দক্ষিণ কোরিয়ার একটি ঘটনা শেয়ার করবো৷ আমি কোরিয়ান অর্থনীতি পড়েছি৷ দেশটি অর্থনৈতিক উন্নয়নে ১৯৭০ সালের পর থেকে প্রায় আকাশে... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৮

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৪


আজকের গল্প হেয়ার স্টাইল ও কাগজের মোবাইল।






সেদিন সন্ধ্যার আগে বাহিরে যাব, মেয়েও বায়না ধরল সেও যাবে। তাকে বললাম চুল বেধে আসো। সে ঝটপট সুন্দর পরিপাটি করে চুল... ...বাকিটুকু পড়ুন

×