প্রতিবন্ধীদের তিনদফা বাস্তাবায়ন দাবি

তিনদফা বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2013, 03:58 AM
Updated : 2 June 2013, 03:58 AM

তাদের দাবিগুলো হল একজন মন্ত্রীসহ প্রতিবন্ধীদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয় গঠন, সংসদে ৩৫টি ও স্থানীয় সরকারের সকল স্তরে দুইটি করে প্রতিবন্ধী আসন সংরক্ষণ, জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের সংগঠনসমুহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এক শতাংশ, সকল মন্ত্রণালয়ের বাজেটে তাদের উন্নয়ন বরাদ্দ এবং সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকারভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন বাস্তবায়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনদফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা আহবায়ক মোসলেউদ্দীন খান।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা চারটি সংগঠন এডিডি, ফরিদপুর বহুমুখী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, মহিলা উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা জেলায় এ পরিষদ গঠন করে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা সদস্য সচিব মো. তাজুল ইসলাম তারেক তিনদফা উত্থাপন করেন।

প্রতিবন্ধীদের ১১টি সংগঠন নিয়ে এ জেলায় পরিষদ গঠন করা হয়েছে।  

খুলনা: খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো পাঠ করেন আল আমিন।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করার আহ্বান জানানো হয়।

নীলফামারী: নীলফামারী ডিপিওডি সেন্টারে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের আহবায়ক শাহ মো. নুরুন্নবী।

এ সময় প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।