somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ACCA এর পড়াশোনাটা কোথায় কোথায় করতে পারেন এবং এই Degree নিয়ে প্রচলিত মারাত্বক কিছু ভুল ধারণা ।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এ্ই পোস্ট টা প্রায়ই প্রতিদিনই update হবে তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই পোস্ট টা আমি আগামী ৩ মাস প্রায়ই প্রতিদিনই দিবো। শিক্ষার্থীরা অনেক কিছুই জানতে পারবে।

সময় স্বল্পতার অভাবে যতটুকু পেরেছি ততোটুকুই লেখিছি, সামনে এই পোস্টটাই আরো Update হলে আরো কিছু তথ্য আসবে এই পোস্টের মধ্যে। সঙ্গেই থাকুন।

প্রথমেই বলি রাখি অনার্স পাশ করার পর চিন্তা-ভাবনাতে আসলো ACCA ডিগ্রিটা পড়বো। বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গেলাম। একদিনে গুলিস্তান থেকে মিরপুর যাওয়ার পথে ফার্মগেটে বাস যখন থামলো লোক উঠানোর জন্য তখন দেখলাম UCC, ACCA করাচ্ছে এ মর্মে একটা বিজ্ঞাপণ আনন্দ সিনেমা হলের মুখোমুখি Building এ UCC Campus-2 এর দেয়ালে ঝুলছে।। গেলাম এবং তাদের থেকে বেশ কিছু কথা শুনলাম এবং আমার বেশ কিছু ভুল ধারণা ভাঙলো, সাথে করে তাদের ৬ পৃষ্টার একটা Prospectus নিয়ে আসলাম। অনেক অনেক কিছু শিখার আছে সেই Prospectus এ।

ACCA ভর্তি হওয়ার জন্য তাদের fee জেনে আরো অবাক হলাম। এতো সহজ শর্তে তারা শিক্ষার্থীদের ACCA করার সুযোগ দিচ্ছে জেনে খুবই অবাক হলাম। UCC Campus-2 তে কিছু স্টাফ বসা ছিলো, আসলেই UCC, ACCA ডিগ্রি শুরু করেছে কিনা সেটা জানতে তাদের Administrative Building এ গেলাম। শুনলাম সত্যিই তারা ACCA করাচ্ছে।

তাদের fee Total ১৫০,০০০ (দেড় লক্ষ টাকা)
ভর্তির সময় দিতে হবে মাত্র ১০,০০০ টাকা
প্রতি মাসে দিতে হবে মাত্র ৫,০০০ টাকা
এভাবে ২৮ মাসে পরিশোধ করতে হবে ২৮*৫০০০= ১৪০০০০ টাকা


ফার্মগেটে যে নাম্বারটা বড় করে দেওয়া : ০১৬১৩-১৫১৫০০
চাইলে যোগাযোগ করতে পারেন।

ভালো লেগেছে কারণ তারা ঘন ঘন কোন পোগ্রাম শুরু করে না। যা শুরু করে ভালো করার প্রত্যয় নিয়েই শুরু করে।


জিজ্ঞেস করলাম আপনারা আবার টাকা পয়সা নিয়ে হারিয়ে যাবেন নাতো। তখন তারা বললো এটা আমাদের নিজস্ব ক্যাম্পাস আর UCC কখনো আপনার টাকা পয়সা নিয়ে হারিয়ে যাবে না।

তাদের সেখানে ভর্তি হবো কি হবো না, বা আদেীও ACCA করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।

যাহোক তাদের Prospectus এর কিছু লেখা হুবহু তুলে ধরলাম যেগুলো আমি কোথাও হতে জানতে পারি নাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে।



CB Exam নিয়ে কিছু ভুল ধারণা

বাজারের যেসব প্রতিষ্ঠান ACCA করাচ্ছে তারার তাদের ব্যবসার কথা চিন্তা করে শিক্ষার্থীদের সঠিক তথ্যগুলো দিচ্ছে না। তাদের সবাই শিক্ষার্থীদের কোন মতে কোর্স এর পড়াটুকু পড়িয়েই CB Exam দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে। এতে করে তারা দায় থেকে বেচে যাচ্ছে। শিক্ষার্থীদের একবার পরীক্ষায় বসিয়ে দিতে পারলেই তো তারা বলতে পারবে আমরাতো আপনাকে পড়িয়ে দিয়েছি, এখন আপনি গিয়ে পরীক্ষায় ফেল করেছেন, তো আমরা এখন কি করতে পারি। এখানে শিক্ষার্থীদের ফেল করার দায় প্রতিষ্ঠানটি কোনভাবেই এড়াতে পারে না।

তারা একটি Paper একে তো ৬ মাস ধরে পড়াইনি, তারপরে আপনাকে ঢেলে দিচ্ছে CB Exam এর দিকে। যেই প্রস্তুতি দিয়ে আপনি Paper Based পরীক্ষাতে ৬০ পাবেন, সেই একই প্রস্তুতি নিয়ে CB Exam এ আপনি ৪০ ও পাবেন না। অনেকে তো আবার সরাসরি বলেই দেয় যে FIA এর কোনো Paper , Paper Based এ দেওয়াই যায় না। একটা ব্যাপার আজকে একদম Clear হোন, Computer Based Exam আসলে কাদের জন্য। ধরুণ আপনি A Levels পাশ করেছেন Commerce থেকে। আপনার তো FIA এর মোটামুটি সবগুলো Paper পড়া আছে, তো আপনি কেনো ৬ মাস অপেক্ষা করবেন Paper Based এ Exam দেওয়ার জন্য। আপনি ১ মাসের মধ্যেই FIA এর ৭ টা Paper পাশ করে ঐ Session-ই Part-02 শুরু করবেন। এখন আপনি যে ১ মাসের মধ্যেই যে ৭ টা Paper পাশ করতে চাচ্ছেন আপনাকে তো ACCA বাজিয়ে দেখবেই যে আপনি কত ভালো শিখেছেন। এজন্য CB Exam এ সাধারণত Paper Based Exam এর চেয়ে কঠিন প্রশ্ন করে, অনেক প্রশ্নের সরাসরি উওর বসাতে হয় এবং কোনো Option থাকে না। এরকম প্রশ্ন আপনি ৮-২০ টা পর্যন্ত পেতে পারেন। এছাড়া CB Exam এ Computer Screen এ আপনি একসাথে একটার বেশি প্রশ্ন দেখতে পারবেন না, যেখানে Paper Based পরীক্ষাতে পুরো ৫০ টা প্রশ্ন আপনি ইচ্ছমতো Answer দিতে পারবেন। Paper Based পরীক্ষাতে Answer/figure বসানোর কোনো Option-ই নেই, মানে সবগুলো প্রশ্ন থাকবে MCQ। সময়ের অভাবে আপনি Paper Based এ আন্দজি দাগাতে পারবেন কিন্তু CB-তে আপনাকে সরাসরি Answer বসাতে হব।

এছাড়া পরীক্ষার সময় Server- এ Problem হয়ে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর পরীক্ষার মাঝখানে যেভাবেই হোক পরীক্ষা বন্ধ হলে কোনভাবেই কাউকে আপনি দায়ী করতে পারবেন না। আপনাকে পরবর্তীতে আরেকটা Date দিবে Exam এ বসার জন্য। কিন্তু আপনি একবার চিন্তা করেন এতো কষ্ট করে পড়ে অন্যের কারণে পরীক্ষা নষ্ট হয়ে যাবে সেটা কি আপনি মেনে নিবেন ? আর পরের পরীক্ষাতে আপনার প্রস্তুতি ভালো থাকবে কিনা সেটাও তো আপনি নিশ্চিত করে বলতে পারেন না। Paper Based Exam এ এসব ঝামেলার কিছুই নাই

আল্লাহ তায়ালা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, এবার আপনিই চিন্তা করুন কোনটা আপনি পছন্দ করবেন ?

হ্যা শুধু বিপদে পড়লেই আপনি CB Exam দিতে যাবেন। যদি আপনি Paper Based এ খারাপ করেন তখন আপনি CB-তে বসবেন কিছুদিন পড়াশোন করে।

আরেকটা ব্যাপার খেয়াল করুন, বাংলাদেশের বেশীর শিক্ষার্থীদের online এ Exam দেওয়ার অভিজ্ঞতা নেই, English Medium এর শিক্ষার্থীদেরও নেই। আপনার কাছে তো সহজ option তথা Paper Based Exam দেওয়ার সুযোগ আছে তাহলে আপনি কেনো শুধু শুধু নতুন একটা জিনিসের মধ্যে নিজেকে ডোবাবেন। তাছাড়া Part-02 থেকে তো আর কোন CB Exam দেওয়ার System-ই নেই। আপনার তো উচতি Paper Based Exam এর পরিবেশটা কেমন হবে সেটা পরখ করা, Paper Based Exam এর সাথে পরিচিত হওয়া যাতে করে Part-02 তে গিয়ে আপনার আর কোন সমস্যা না হয়।

শিক্ষার্থীদের Career নিয়ে আমরা কখনো ব্যবসা করি না, তাই তাদেরকে অন্যদের মতো CB নয় PB Exam এর দিকেই আমরা ধাবিত করি।

তাই FIA এর প্রতিটি Paper , Paper Based-ই দেওয়া উচিত, Computer Based এ না ।


University College নিয়ে রমরমা ধোকা


বাংলাদেশের কয়েকটা University College হচ্ছে সিদ্বেশরী বিশ্ববিদ্যালয় কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, টঙ্গি বিশ্ববিদ্যালয় কলেজ, লালমাটিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রভূতি। খেয়াল করলে দেখবেন এগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স করানো হয়। আর বাহিরে মানে বিদেশে আপনি দেখবেন যাদের বিশ্ববিদ্যালয় আছে তারাই কেবল University College লিখে। যেমন University College London (UCL) । London University-র অধীনে হচ্ছে University College London। কিন্তু আমাদের দেশের কিছু প্রতিষ্ঠান University College লিখে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে না এবং কোন সম্ভাবনাও নেই, অর্থাৎ তারা শুরুতেই শিক্ষার্থীদের সাথে প্রকাশ্যে প্রতারণা করছে। তার মানে এরা শিক্ষার্থীদের কি মানের সেবা দিবে সেটা তো সহজেই অনুমান করা যায়।

তাই আমি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ACCA পড়ছি, এই মিথ্যা সুখ মনে মনে আবৃতি করে নিজের সাথে প্রতারণা করার কোন মানে হয় না।

Approved Learning partner( ALP) নিয়ে ভ্রান্ত ধারনা

একটা কথা অনেকে বলে থাকে যে, আমরা ACCA করানোর জন্য Apprved Learning Partner। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে
ACCA পরীক্ষা কেন্দ্রে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে না যে আপনি কোনো প্রতিষ্ঠানের অধীনে ACCA করছেন কিনা ? শুনলে অবাক হবেন তাদের কোনো নিজস্ব ক্যাম্পাসই নেই যারা বলে যে তারা Approved Learning partner । ACCA ডিগ্রিটা ইচ্ছে করলে আপনি বাসাতে একা একা পড়েও নিতে পারেন, এতে করে আপনার ডিগ্রির মূল্য কমে যাবে না। তবে বাসাতে একদম একা একা পড়ে আপনি পাশ করতে পারবেন না। কারো সহযোগীতা লাগবেই, সহযোগীতাটা এমন কারো কাছ থেকে নেওয়া চাই যাদের একটা Brand Value আছে, মানে তাদের বদনাম করলে তাদের সম্মন হানী হবে।


যে ডিগ্রিটা আপনি বাসাতে একা একাই পড়তে পারেন সেই ডিগ্রি পড়ার জন্য Approved কোথাও যেতে হবে সেটা শুধুই হাস্যকর।

কয়েকটা প্রতিষ্ঠান যেখানে আপনি ACCA করতে পারেন।















[img|http://ciu.somewherein.net/ciu/image/65631/small/?token_id=d7486074cd3de3da1936f006ebef1039







সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৬
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেতানিয়াহুও গনহত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে

লিখেছেন ঢাকার লোক, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩৮

গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

×