somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঘল শাসকদের অজানা তথ্য (প্রাপ্ত বয়স্ক হলে দেখুন)

২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


* বাবর শব্দের অর্থ সিংহ।

* ১৪৯৪ সালে বাবর পরগনার সিংহাসন আরোহণ করেন।

* শের শাহের আসল নাম হলো ফরিদ। বাঘকে হত্যা করার ফলে বিহারি খান তাকে শের শাহ উপাদি দেন। ১৫৩১ সালে শের খান জালাল খানকে পরাজিত করে বিহারের শাসনক্ষমতা গ্রহণ করেন।

* শের খান ১৫৩৮ সালে বাংলার শাসক গিয়াস উদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে বাংলা দখল করেন।

* হুমায়ুন গৌড় দখল করে নামকরণ করেন 'জান্নাতাবাদ'।

* ১৫৩৯ সালে বক্সারের কাছে চৌশা নামক স্থানে হুমায়ুনের বাহিনীর সঙ্গে শের খানের যুদ্ধ হয়। এ যুদ্ধে হুমায়ুন পরাজিত হন।

* ১৫৪০ সালে হুমায়ুনের সঙ্গে কৌনজের যুদ্ধ সংঘটিত হয়। এতে হুমায়ুন পরাজিত হয়ে দেশান্তর হতে বাধ্য হন। অতঃপর সমগ্র ভারতের ক্ষমতা দখল করে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। এর পর শের শাহ উপাধিতে ভূষিত হন।

* শের শাহ 'দাম' নামের তাম্র মুদ্রা চালু করেন ।

* শের শাহ সোনারগাঁ থেকে সিন্ধু প্রায় ১৫০০ ক্রোশ সড়ক নির্মাণ করেন, যা 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' নামে পরিচিত।

* শের শাহ 'ঘোড়ার ডাকের' প্রবর্তন করেন। এ ব্যবস্থাকে 'ডাকচৌকি' বলা হতো।

১৯. ১৫৫৫ সালের প্রথম দিকে হুমায়ুন লাহোরে প্রবেশ করেন। হুমায়ুনের আগমনকে প্রতিহত করার জন্য 'সিকান্দর শাহ' অগ্রসর হলে 'স্বরহিন্দে' যুদ্ধ হয়। এতে সিকান্দর শাহ পরাজিত হন এবং পালিয়ে যান। এরই সুবাদে 'শুর বংশের' পতন হয়। মুঘল শাসন শুরু হয়।

* সম্রাট আকবরের শাসনকাল ১৫৫৬- ১৬০৫।

* ১৩ বছর বয়সে আকবর সিংহাসনে আরোহণ করেন।

বৈরাম খান 'খান- ই-খানান' সম্রাট আকবরের অভিভাবকত্ব গ্রহণ করেন।

* ১৫৫৬ পানি পথের দ্বিতীয় যুদ্ধ বৈরাম খান বনাম আদিল শাহের প্রধান ও সুদ সেনাপতি হিমুর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। হিমু ডান চোখে তীর বিদ্ধ হয়ে জ্ঞানহীন অবস্থায় মুঘলদের হাতে ধরা পড়েন। বৈরাম খান নিজ হাতে তাকে হত্যা করেন।

* রাজপ্রাসাদের ষড়যন্ত্রে বৈরাম খানকে ১৫৬০ সালে ক্ষমতাচ্যুত করে আকবর নিজে শাসনভার গ্রহণ করেন। ১৫৬১ সালে বৈরাম খানকে হত্যা করা হয়।

* সম্রাট আকবর ১৫৮২ সালে দীন- ই-এলাহী ধর্মের প্রবর্তন করেন ।

* সম্রাট জাহাঙ্গীর রাজ্য পরিচালনার জন্য ১২টি আইন প্রণয়ন করেন। এ আইনগুলোকে বলা হয় 'দস্তর-উল- আলম'।

* সম্রাট জাহাঙ্গীরের আমলে প্রথম ১৬০৬ সালে 'নওরোজ উৎসব' পালন করা শুরু হয়।

* ১৬১১ সালে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেছাকে বিয়ে করেন। তিনি সম্রাজ্ঞীকে প্রথমে 'নুরমহল' প্রাসাদের আলো পরে 'নুরজাহান' অর্থাৎ পৃথিবীর আলো উপাধিতে ভূষিত করেন।

* সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ফররুক ছিলেন শ্রেষ্ঠ চিত্রকর।

* সম্রাট শাহজাহানের শাসনামল হলো ১৬২৮-১৬৬০।

* সম্রাট শাহজাহান পঞ্জিকা বা কাল গণনার পদ্ধতির পরিবর্তন করেন। সৌর মাসের পরিবর্তে তিনি চন্দ্র মাসের গণনার রীতি প্রবর্তন করেন।

* সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের আমলে সম্রাটকে সিজদা করার প্রথা ছিল। সম্রাট শাহজাহান এ প্রথা ইসলামবিরোধী বলে তা বিলোপ করেন।

* ১৬৮৫ সালের জুন মাসে আওরঙ্গজেব আগ্রা দখল করে পিতা শাহজাহান ও বোন জাহানারাকে বন্দী করেন। শাহজাহানকে আগ্রার দুর্গে সাধারণ কয়েদিদের মতো কারারুদ্ধ করে সিংহাসন দখল করেন।

* সম্রাট শাহজাহান আগ্রার দুর্গে আট বছর বন্দী থাকার পর ৭৪ বছর বয়সে ১৬৬৬ সালের ২২ জানুয়ারি মারা যান।

* সম্রাট শাহজাহানের আমলে স্থাপত্য শিল্পের বিকাশ সাধিত হয়। তার অমর কীর্তি হলো : তাজমহল, মোতি মসজিদ, দেওয়ান-ই-আজম, জা-ই মসজিদ, আগ্রার দুর্গের অভ্যন্তরে খাস মহল ও শিশু মহল।

* সম্রাট আওরঙ্গজেব নতুন তারিখ ঘোষণা করেন। রমজান মাসের প্রথম তারিখ থেকে বছরের শুরু ঘোষণা করেন।

* ১৬৬৯ সালে আওরঙ্গজেব আবার জিজিয়াকর অমুসলিমদের ওপর ধার্য করেন।

* সম্রাট আওরঙ্গজেব নিজ হাতে পবিত্র কোরআন অনুলিপি ও সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।

* ১৭০৭ সালে ৯০ বছর বয়সে আহম্মদ নগরে মারা যান। তাকে দৌলতাবাদে বিখ্যাত সুফি সাধক শেখ বুরহানউদ্দিনের সমাধির পাশে সমাহিত করা হয়। আরও দেখুন

* রকমারি ডেস্ক
সুউরসঃ বিডি-প্রতিদিন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১:২৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডালাসবাসীর নিউ ইয়র্ক ভ্রমণ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৪৪

গত পাঁচ ছয় বছর ধরেই নানান কারণে প্রতিবছর আমার নিউইয়র্ক যাওয়া হয়। বিশ্ব অর্থনীতির রাজধানী, ব্রডওয়ে থিয়েটারের রাজধানী ইত্যাদি নানান পরিচয় থাকলেও আমার কাছে নিউইয়র্ককে আমার মত করেই ভাল ও... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×