somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহিদুল ইসলাম মিন্টুর হাতে কানাডার প্রেস ও মিডিয়া এ্যাওয়ার্ড তুলে দিলেন লেটেন্যান্ট গর্ভনর ডেভিড সি ওনলে

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য বেঙ্গলি টাইমস ডটকম
বাংলাদেশের টিভি মিডিয়ার একসময়ের আলোচিত নির্মাতা, দেবদাস খ্যাত পরিচালক, টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক বেঙ্গলি টাইমস ও সদ্য প্রকাশিত বাংলা মেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টুর হাতে কানাডার মূলধারার সম্মানজনক প্রেস ও মিডিয়া কাউন্সিল এ্যাওয়ার্ড ২০১২ তুলে দিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টিভ অনারেবল লেটেন্যান্ট গর্ভনর ডেভিড সি ওনলে । গত ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কানাডার অন্টারিও টরন্টোর কুইন্সপার্কের পার্লামেন্ট ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মিন্টুকে গর্ভনর অফিসের চীফ অব স্টাফ অফিসিয়াল পিন ও মেডেল পরিয়ে দেন। এরপরই লেটেন্যান্ট গর্ভনর ডেভিড সি ওনলে সার্টিফিকেট তুলে দেন তার হাতে। এই সময় শহিদুল ইসলাম মিন্টু সম্পর্কে সম্মাননা পাঠ করেন ন্যাশনাল এথনিক প্রেস ও মিডিয়া কাউন্সিল অব কানাডার এক্সকিউটিভ ডিরেক্টর, টিভি প্রেজেন্টার আশাক রাজাক। অনারেবল লেটেন্যান্ট গর্ভনর ডেভিড সি ওনলে তাঁর ভাষণে বলেন, বিভিন্ন ভাষাভাষি ও বর্ণের মানুষদের সমন্বয়ে গড়ে উঠেছে কানাডার মূল সংস্কৃতি। শক্তিশালী কানাডা গড়ে তুলতে পারস্পরিক বন্ধনকে দৃঢ় ্ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতের কোনও বিকল্প নেই। তাই এথনিক প্রেস নর্থ আমেরিকাতে অনেক বেশি শক্তিশালী অবস্থানে । এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই এবং এসব কাজের স্বীকৃতি এই এ্যাওয়ার্ড। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনইপিএমসির প্রেসিডেন্ট ও সিইও থমাস সারাস।
এই বছরের শুরুর দিকে জনপ্রিয় শ্রীলঙ্কান সংবাদপত্র ’সিলোন এক্স্রপ্রেস’ এর সম্পাদক নিশান্তা ডনসিয়ামবালা অনলাইন ও স্থানীয় কমিউনিটি সাংবাদিকতায় অনন্য সফলতার জন্যে শহিদুল ইসলাম মিন্টুর নাম প্রস্তাব করে এনইপিএমসিতে নমিনেশন পেপার জমা দেন। ড. বিক্রম লাম্বার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি কয়েকদফা যাচাই বাছাইয়ের পরে তাঁর নাম চুড়ান্ত করে।
কানাডিয়ান ইন্টারনেট রেজিষ্ট্রেশন অথরিটি ও ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার সদস্য শহিদুল ইসলাম মিন্টু কানাডার বাংলাদেশি কমিউনিটিতে অতিজনপ্রিয় একটি মুখ। একাধারে সাংবাদিক, লেখক, নির্মাতা ও সংগঠক শহিদুল ইসলাম মিন্টু দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা সহ বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এসোসিয়েশন ‘বিসিআর’ এর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন একটানা চারবছর। বাংলাদেশের প্রথম বেটাফরমেটের ফিল্ম ‘দেবদাস’ সহ অসংখ্য আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন বাচসাস পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, বিসিআরএ এ্যাওয়ার্ড, ট্রাব এ্যাওয়ার্ড, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কার, চলচ্চিত্র দর্শক ফোরাম এ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। এর মধ্যে একাত্তর, মুক্তিযুদ্ধ প্রতিদিন ব্যাপক আলোচিত। ২০০৫ সালে সপরিবারে কানাডায় অভিবাসী হবার পর শহিদুল ইসলাম মিন্টু টরন্টো ফিল্ম স্কুল থেকে ডিজিটাল ফিল্মমেকিং এর উপর ডিপ্লোমা করেন। ২০০৮ সালে ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স করেন কানাডিয়ান স্ক্রিন ট্রেনিং সেন্টার সিএসটি থেকে। ২০০৯ সালে টরন্টোর সেনেকা কলেজের প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন জার্নালিজম কোর্স করেন। ২০০৮ সালের ১ জুলাই প্রকাশ করেন নতুন ধারার অনলাইন বাংলা সাপ্তাহিক ‘বেঙ্গলি টাইমস’, যা ’দ্য বেঙ্গলি টাইমস ডটকম’ নামে সর্বাধিক পরিচিত। মাত্র চার বছরের মাথায় ’দ্য বেঙ্গলি টাইমস ডটকম’ এখন প্রবাসের সর্বাধিক পঠিত অনলাইন বাংলা পত্রিকা। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন শহিদুল ইসলাম মিন্টু গত দুই বছর ধরে। পাশাপাশি কানাডার মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন কয়েকবছর ধরে। কানাডা থেকে সদ্য প্রকাশিত নতুন ধারার ৪৮ পৃষ্ঠার সাপ্তাহিক পত্রিকা ’বাংলা মেইল’ এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র-
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে লিখলাম প্রিয়

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা মে, ২০২৪ বিকাল ৫:০১


ছবি : নেট

আবার ফিরে আসি তোমাতে
আমার প্রকৃতি তুমি,
যার ভাঁজে আমার বসবাস,
প্রতিটি খাঁজে আমার নিশ্বাস,
আমার কবিতা তুমি,
যাকে বারবার পড়ি,
বারবার লিখি,
বারবার সাজাই নতুন ছন্দে,
অমিল গদ্যে, হাজার... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

×