somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন জিলাপি খাই

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিয়ার শখ হইছে। কয়দিন আগে ফেবুতে আমার মাঞ্জা মার্কা ছবি দিছিলাম। লিখা দিছিলাম: পাত্রী চাই। বিয়ার বিজ্ঞাপনও কইতে পারেন। কিন্তু দু:খের কথা হইল কোন মাইয়াই লাইক মারে নাই। তয় কয়েকজন ঝাড়ি দিয়া কমেন্ট করছে। আমার নাকি ভিমরতি ধরছে। কনতো ভাই বিয়া কি ভিমরতির বিষয়। আমার চাল চুলা নাই, নিজেই খাইতে পারিনা তাই বলে বিয়া করুম না। দুনিয়া কত আজিব। কত ঘটনা ঘটে। বিয়া নিয়াও আজিব ঘটনা ঘটছে। আচ্ছা আগে ঘটনাটা কই, তারপর আমার কথা।
ঘটনা সৌদি আরবের। এক জনৈক ভদ্র লোক বিয়া করবে বলে প্রস্তাব দেয় এক জনৈক ভদ্র মহিলাকে। মহিলা পেশায় একজন স্কুল শিক্ষক। ভদ্র লোকের প্রস্তাবে রাজীও হয়ে যান তিনি। তার মানে তাদের বিয়া হবে। খবরটা ভালো না, ভালো তো। তাইলে সমস্যা কোথায়; জি ভাই সমস্যা আছে।

ভদ্র মহিলা একটা শর্ত দেন তার হবু স্বামীকে। সমস্যা মূলত ওই শর্তটাই। যদিও আমি শর্তটাকে সম্ভাবনাই মনে করি। কিন্তু কি ছিল সেই শর্তটা। সেটা একটু পর বলি তার আগে সাম্প্রতিক একটা ঘটনায় কিছু বয়ান দেই।
সাভারে “রানা প্লাজা” নামের যে ভবনটা বিদ্ধস্তত হইছে তার পিছনে কারনটা কি। কেউ কেউ বলে ভবনের মালিকের গাফিলতির জন্যই এই দূর্ঘটনা। আগের দিনই ভবনে ফাটল দেখা দিছিল, কিন্তু তিনি নিজেই তার ফিটনেস সার্টিফিকেট দিছে, কইছে- ‘এইটা কোন ব্যাপার না। সামন্য প্লাস্টার খুলছে মাত্র’। বিষয়টা যদি সামন্যই হয় তাইলে এত বড় বিল্ডিং ভাংলো ক্যামনে?
আচ্ছা যাই হোক। বিল্ডিং ভাংছে। অনেক মানুষ মারা গেছে। আহত হইছে অনেকেই । উদ্ধার কাজ চলতাছে। এক সময় উদ্ধার কাজ শেষ হইব। মানুষ কিছু দিন হায় হায় করব। সময়ের সাথে সাথে মানুষ ভুলে যাইব। তারপর আবার একদিন এইখানে নতুন একটা বিল্ডিং হইব।
কিন্তু এই ঘটনার জন্য কেউ শাস্তি পাইব কি? শাস্তি পাইলে কেডা পাইব। সে কোন দলের লোক হইলে শাস্তি পাইব। শুনলাম ভবন মালিক রানা সাহেব স্থানীয় যুবলীগের বড় নেতা। যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি যুবলীগের কেউ না। ত্যেনার কথার উপ্রে তো আর কথা থাকতে পারি না। আচ্ছা মানলাম তিনি যুবলীগের কেউ না।
কিন্তু কিছু সময় পরই যুবলীগের কেন্দ্রিয় পর্যায়ে জরুরী বৈঠকের খবর পাইলাম। বৈঠকের এজেন্ডা সাভার ট্রাজেডি; ঘাতক যুবলীগ নেতা রানাকে বহিস্কারের সিদ্ধান্ত। এই তো প্যাচ শুরু হইল- প্রধানমন্ত্রী কইল তিনি যুবলীগের কেউ না; আবার তাকে যুবলীগ থেকে বহিস্কার করা হবে। হিসাব তো মেলে না।
হিসাব মেলানোর দরকার নাই। সর্বহারা (যুবলীগ থেকে বহিস্কারের পর) রানা সাহেবকে একটু ডিফেন্সের অপচেষ্টা করি। আসলে তিনি সত্যই কইছিলেন ভবনের ফাটল গুরুতর নয়। এটা অন্য কারনে ভাংছে। আর সেই কারনটা আবিস্কার করছেন আমাদের মাননীয় তামাশা মন্ত্রী ম.খা.আলমগীর। তিনি কইছেন গতকালের ফাটল দেখা দেবার পর বিরোধীদলের হরতাল সমর্থকরা ভবন ধরে ঝাকি মারছে। এইজন্য এত ক্ষয়ক্ষতি। কিন্তু ফাটল হইল ক্যামনে সেইটা তিনি কইতে ভুইলা গেছিল। মূল কারন হইল বিগত কয়েকদিনের হরতালের পিকেটিংকালে বিরোধীদলের লোকজন ঔ বিল্ডিংটা লক্ষ্য করে একসাথে “ফু” দিছিল। তাদের “ফু”-এর তোড়ে বিল্ডিংয়ে ফাটল দেখা দিছে। এই না হলে বিরোধীদল।
তাই আমি সিদ্ধান্ত নিছি; নিজে তো কখনই না, এমনকি আমার পুলারেও কখনও বিরোধদল করতে দিমু না। সব সময় সুবিধাবাদী দল করতে হইব।
আরে আমি তো বিয়াই করি নাই, আমার পুলা হইব ক্যামনে। তাইলে বিয়ার ঘটনাটা শ্যাষ করি। ঔ মহিলা ভদ্র লোককে শর্ত দিছিল, তাকে বিয়া করতে চাইলে তার দুই জন বান্ধবীকেও বিয়া করতে হবে। মরজালা। এই রকম শর্তকে আপনারা সমস্যা কইবেন নাকি আমার মত সম্ভবনা কইবেন। শুনছি পরে নাকি ঔ ভদ্রলোক তিনজনকেই বিয়া করছিলেন।
আমি হইলেও তাই করতাম। আপনার কি করতেন? যাই হোক বিয়া যখন হইছে, চলেন মিষ্টি মুখ করি। আসেন জিলাপি খাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথাটা খুব দরকারী

লিখেছেন বাকপ্রবাস, ৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৩৪

কথাটা খুব দরকারী
কিনতে গিয়ে তরকারি
লোকটা ছিল সরকারি
বলল থাক দর ভারী।

টাকায় কিনে ডলার
ধরলে চেপে কলার
থাকে কিছু বলার?
স্বর থাকেনা গলার।

ধলা কালা দু'ভাই
ছিল তারা দুবাই
বলল চল ঘানা যাই
চাইলে মন, মানা নাই।

যে কথাটা... ...বাকিটুকু পড়ুন

অতিরিক্ত বা অতি কম দুটোই সন্দেহের কারণ

লিখেছেন সায়েমুজজ্জামান, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৩০

অনেক দিন গল্প করা হয়না। চলুন আজকে হালকা মেজাজের গল্প করি। সিরিয়াসলি নেয়ার কিছু নেই৷ জোসেফ স্টালিনের গল্প দিয়ে শুরু করা যাক। তিনি দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। বলা... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার... ...বাকিটুকু পড়ুন

মাথায় চাপা ভূত ভূত ভূতং এর দিনগুলি

লিখেছেন শায়মা, ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫


এই যে চারিদিকে এত শত কাজ কর্ম, ঝামেলা ঝক্কি, ক্লান্তি শ্রান্তি সব টপকে আমার মাথায় আজও চাপে নানান রকম ভূত। এক ভূত না নামতেই আরেক ভূত। ভূতেদের... ...বাকিটুকু পড়ুন

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

লিখেছেন অপু তানভীর, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই।... ...বাকিটুকু পড়ুন

×