somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিবাচক বাংলাদেশের ২ টি খবর...

৩০ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনশক্তি রপ্তানিকারকদের হুমকি সত্ত্বেও আসছে জানুয়ারি থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু করবে সরকার। জনশক্তি রপ্তানির চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে আগামী ৯ নভেম্বর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হবে ওই চুক্তি স্বাক্ষর।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চুক্তিসহ জনশক্তি রপ্তানির জন্য এরই মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সদস্যদের বাদ দিয়ে মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি করলে সব দেশে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেয়ার যে হুমকি দিয়েছে সংগঠনটি সে বিষয়টিও আমলে নিচ্ছে না সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বায়রার উচিত অকারণ বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করা। সরকার ও বায়রা কখনই প্রতিপক্ষ নয়। সরকারিভাবে কর্মী পাঠানোর সিদ্ধান্তে নাখোশ জনশক্তি রপ্তানিকারকদের সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার। এ প্রসঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের

ক্ষেত্রে এরই মধ্যে বেশ প্রস্তুতি নিয়েছে দুদেশের সরকার। আগামী ৯ নভেম্বর এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে। কেউ অকারণ বিরোধিতা করলে দেশেরই ক্ষতি। সবার উচিত সরকারকে সহযোগিতা করা। তিনি বলেন, সরকার তার সিদ্ধান্তে অটল। মালয়েশিয়া সরকারের শর্ত অনুযায়ী সরকারি পর্যায়ে লোক পাঠানো ছাড়া বাংলাদেশ সরকারের আর কোনো গত্যন্তর নেই।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, দেশের কিছু অসাধু জনশক্তি রপ্তানিকারকের অতি লোভ আর প্রতারণার কারণে ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দীর্ঘ চেষ্টার পর সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। মাত্র ৪০ হাজার টাকায় অভিবাসনের জন্য চুক্তির পর রেজিস্ট্রেশন শুরু করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

সরকারের এমন ঘোষণার ফলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া আবারো খুলে যাওয়ার দ্বারপ্রান্তে। প্রায় ৫ বছর ধরে বন্ধ হয়ে আছে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানি। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়ামের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশে এসে খসড়া প্রস্তাব সই করে গেছে মাসখানেক আগে। দুদেশের মন্ত্রিসভাও সরকারিভাবে কম খরচে কর্মী পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে। এখন শুধু চূড়ান্ত চুক্তির অপেক্ষা। চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে প্রায় ৫ লাখ কর্মী মালয়েশিয়ায় যেতে পারবে বলে মনে করছে সরকার।



বাংলাদেশ, ভিয়েতনাম, চীনসহ এশিয়ার কয়েকটি দেশে ব্যাপক বিনিয়োগ করার পরিকল্পনা করছে জাপান। তবে এক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। রোববার নরসিংদীর ডাঙ্গায় বেসরকারি খাতের নির্মিতব্য একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ও শিল্প এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। শীতলক্ষ্যা নদীর তীরে একে খান এন্ড কোম্পানি লিমিটেডের এ প্রকল্পটি হবে বেসরকারি খাতে অভ্যন্তরীণ বাংলাদেশের প্রথম কন্টেইনার টার্মিনাল।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশনের কাউন্সিলর মুসায়ুকি তাগা, জাইকার সিনিয়র প্রতিনিধি হিরোয়ুকি টোমিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়লা ইয়াসমিন, একে খান এন্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, জেনারেল ম্যানেজার আকতার হোসাইন উপস্থিত ছিলেন। পরে জাপানি রাষ্ট্রদূত একে খান এন্ড কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এ প্রকল্পে জাপানের অর্থায়নের ব্যাপারে গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, এই শিল্পাঞ্চল নির্মাণকে জাপান স্বাগত জানায়। এ প্রকল্পে জাপান সরকার অর্থায়ন করবে। একইসঙ্গে জাইকা ও জেটরোকেও এ প্রকল্পে অর্থায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান বলেন, এ অভ্যন্তরীণ টার্মিনাল থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের শিল্পাঞ্চল উপকৃত হবে। এ শিল্পাঞ্চল থেকে আমার এলাকার জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবে। বর্তমান সরকার এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি। একে খান এন্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান উন্নত প্রযুক্তিসহ যৌথ বিনিয়োগের জন্য বিশেষ করে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এ শিল্পাঞ্চলে পশ্চাৎপদ জনপদে উন্নয়নের ছোঁয়া লাগবে। একে খান এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান বলেন, এক হাজার কোটি টাকা ব্যয়ে ২০০ একর জমির ওপর নির্মিতব্য টার্মিনাল ও শিল্প এলাকায় ১০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মায়ের চৌহদ্দি

লিখেছেন শাওন আহমাদ, ১২ ই মে, ২০২৪ দুপুর ১:৩৫



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন। কারণে-অকারণে অনেক কথা বলতেন। যেন মন খুলে কথা বলতে পারলেই তিনি প্রাণে বাঁচতেন। অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল ঢের। কে খায়নি,... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

লিখেছেন সোনাগাজী, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য... ...বাকিটুকু পড়ুন

মোজো ইদানীং কম পাওয়া যাচ্ছে কেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৭


শুনলাম বাজারে নাকি বয়কটিদের প্রিয় মোজোর সাপ্লাই কমে গেছে! কিন্তু কেন? যে হারে আল্লামা পিনাকী ভাট ভাঁওতাবাজিদেরকে টাকা দিয়ে 'কোকের বিকল্প'-এর নামে 'অখাদ্য' খাওয়ানো হচ্ছিলো, আর কোককেই বয়কটের ডাক... ...বাকিটুকু পড়ুন

জমিদার বাড়ি দর্শন : ০০৮ : পাকুটিয়া জমিদার বাড়ি

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৪ রাত ১০:২৪


পাকুটিয়া জমিদার বাড়ি

বিশেষ ঘোষণা : এই পোস্টে ৪৪টি ছবি সংযুক্ত হয়েছে যার অল্প কিছু ছবি আমার বন্ধু ইশ্রাফীল তুলেছে, বাকিগুলি আমার তোলা। ৪৪টি ছবির সাইজ ছোট করে ১৮ মেগাবাইটে... ...বাকিটুকু পড়ুন

×