somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রিয় সত্য --------- ব্রিটিশ মৌলবাদ

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চৌধুরী হাফিজ আহমেদ
বঙ্গনুর পত্রিকা টি যে এত জনপ্রিয় তা প্রথমে বুঝতে পারিনি ,ব্রিটিশ মৌলবাদ এর লেখনীতে এত সাড়া পাব তাও বুঝিনি । আসলে ব্রিটিশ রা সব দিক দিয়ে ই আলাদা , তাদের মধ্যে নিজ স্বার্থ প্রথমে ।রানীর কয়েক পরুষ অতীতে ধর্মে ই তাহারা এক্ টি নতুন শাখা যুক্ত করে নিয়ে করেছিলেন চার্চ অব ইংল্যান্ড । চাহিদা মেটানো পর্যন্ত তাদের সব কিছু ই । চাহিদায় আঘাত লাগলে রক্ষে কই !! বেয়াড়া জীবনে তাদের প্রয়োজন মেটাতে দরকার জন শক্তির তাই –বিশ্ব ব্যাপি আয়োজন । এখন এই জন শক্তি বোঝা – তাই এমন আইন করা হয়েছে যা অবিশ্বাস্য । ধর্মের ব্যাপারে ও তাদের একই দদৃষ্টি ভঙ্গি , পুরুষে পুরুষে বিবাহ আইনের বৈধতা পাবার আগে বিতর্কে না জড়াতে মহিলা যাজক দের নিয়োগ জায়েজ করা হয় । মহিলাদের নিয়ন্ত্রন করতে চার্চের নিয়ম শিথিল করে তাদের অবৈধতা কে অর্থাৎ মহিলা মহিলায় বিবাহ কে আগেই মেনে নেয়া হয় । অবাদে যৌনতার সকল ক্ষেত্র ই ঠিক রাখা হল । মোদ্দা কথা ওরা ধর্মের রন্দ্রে রন্দ্রে । কিন্তু অদের মন চাহি দৈনন্দিনতায় ধর্ম নেই । তবু তাদের জন্ম থেকে মৃত্যু অব্দি ধর্ম জাল বিছানো । অঢেল পয়সার মালিক এই চার্চ গুলা । বিশ্বে ধনী বণিকদের তালিকায় তাদের গুণতে হয় । জাতি স্বকীয়তায় চরম মৌলবাদী মানসিকতায় তাদের অহংবুধ রক্ষায় রাষ্ট্র থেকে সাধারন জনগন পর্যন্ত একটি মূল্য বুদ কাজ করে ।সারা জীবন আয় রোজগার করে যে বাড়ী কেনা হয় তা মৃত্যু হলে যায় অনেকটি দানে । সেই দানের ভাগীদার হয় চার্চ । জমি জামা বিষয় সম্পদ আলটি মেটলী সব কিছুই রাষ্ট্র নিয়ন্ত্রিত দান সংস্তায় , তার ও তত্ত্বাবধানে থাকে চার্চ না এর কোন এক দাতব্য প্রতিসটান । সেই ইউনাইটেড কিংডমে সবচেয়ে প্রভাব শালী ল্যান্ডলর্ড হল চার্চ । তাদের বাসা বাড়ীর ভাড়ার মাসিক আয় বিশাল অংকের ।সেই সব টাকা ই নতুন করে বিনিইয়েয়াগ করে তাদের ধর্ম মত প্রচারে বিশ্বময় ।সেই ক্ষেত্রে আমাদের মাছজিদ গুলা নিতান্ত ই গরীব । আমি সাউথ ওয়েলস এর নিথ শহরে কাজ করতাম , থাকতাম ও পাশের গলিতে । গলির অপর পার্শে ছিল চার্চ । পাদ্রি বিকেল বেলায় হাটতে বের হত তখন আমার ও কাজে যাবার সময় তাই প্রায় ই দেখা হত , দৃষ্টি বিনিময় থেকে কথা বিনিময় । জানার পালা যখন তখন তো অবাক । তাহার কথায় বেশ মজাই পেতাম । চার্চ নিয়ে যে হাজারো কৌতুক প্রচলিত তাও জানলাম , খ্রিস্টবাদের মৌলিকতার শিকড় যে কত গভীরে তা আমরা সচরাচর চিন্তা ও করিনা । তাদের কাছে সম্পদ এবং প্রাচুর্যয় কত যে মূল্য রাখে তার সীমা নেই । তাদের মধ্যে হাজারো ধরনের গ্রুপ রয়েছে । একেক গ্রুপ ওপর থেকে ভিন্ন্য কিন্তু টাকা ও সম্পদে এক , আধিপত্য বিস্তারে তাদের তাদের নীতি ও মত অভিন্ন । আমি অবশ্য অনুসন্ধানী তাই ,তাদের জীবনের লা পরওয়া হয়ী ব্যাপারে ব্যাপক ভাবে জানার চেষ্টা ই করি । বহু মানুষ সেবক পাদ্রী যাজক ন্যান দের মত পথ বুঝার চেষ্টা করি এবং আমার ধর্ম মত কে বুঝাতে আপ্রান চেষ্টা করি । তাদের কে যত ই বুঝতে যাই ততই আমি আল্লাহ্‌র কুদ রাতের বিশালতায় মুগ্ধ হই । এত শত অন্যায়ের পরে ও আল্লাহ তাহার মহিমায় বাঁচিয়ে রেখেছেন । চেহারা সুন্দর হলেই যে সব কিছু সুন্দর হবে তা কোন ক্রমেই নয় ।ব্রিটিশ ইউরোপিয়ান দের চেহারা সুন্দর বটে মনের বরবরতায় – তাদের চাইতে অগ্রগামী আর কেহ ই নয় । বিশ্ব ব্যাপি তাদের মনের নোংরামি এখন প্রায় প্রকাশ্য -। প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত তাদের চার্চ দাপট লক্ষণীয় । কারাগার গুলায় উপচে পরা ভীরে চার্চ বা মিশনারীদের কর্ম কাণ্ড চোখে পরার মত । চার্চের পাদ্রী দের মধ্যে কয়েক শ্রেণী রয়েছে । তাদের কর্ম তৎপরতায় যে ধরনের আগ্রহতা প্রকাশ পায় তাহাতে ও ব্যবসা বিদ্ধ্যমান । ব্যবসায়ী ক ফন্দি কিংবা বুদ্ধি তাহারা ছাড়া আর কেহ জানে বলে তাহারা মনে ই করেনা । তাদের ধর্মের মধ্যে যতই গুনাগুন তাদের কর্মের মধ্যে তাহার বিস্তর ফারাক্ক্ব । দেখুন নাহ পশুদের মধ্যে যার প্রচলন নেই তার চেয়ে ঘ্রিন্যতমতা-মেয়ে মেয়ে – পুরুষ পুরুষ বিবাহ পর্যন্ত তাদের বৈধতা পায় , এমন কি সমকামীরা ধর্ম যাজক পর্যন্ত হতে পারে । আকাশ থেকে পাতাল পর্যন্ত যত সৃষ্টি আছে কোথাও এই রকম জোড়া নেই । এ যেন ধর্ম বাণী নয় , যখন যা ইচ্ছা – স্বার্থ বাণী । তাদের মহত্ত্ব যতোটা দেখানো এর চাইতে তাদের হিংস্রতা হৃদয়ে লোকানো অনেক বেশী । তাদের মানবিকতা হিংস্রতায় অনেকের মাঝে পিতা পুত্রের – পিতা –মেয়ের – স্ত্রীর স্বামীর বেদাবেদ বা খবর নেই ।ছেলে কিংবা মেয়ে জানেনা তার পিতা দেখতে কেমন ।আর মেয়েদের কথা তো না ই বা বললাম । টম কিংন্স নামে এক নিয়মিত গ্রাহক , তাহার সাথে তর্কে একবার বলল তাহার সন্তান ২২ থেকে ২৮ জন । ৯ /১১ গার্ল ফ্রেন্ড হবে ছিল তার । সবার কোলেই সন্তান , যৌন চাহিদা মেটাতে রাজী কিন্তু বিয়ে করবে না অনেকেই ।শেষে পুরুষ দের সঙ্গী মদ মেয়েদের সঙ্গী কুকুড় –ব্রিটিশ জাতীর কুকুর প্রেম কিন্তু অচিন্তনীয় ।পাদ্রী একবার এ্কটি জউক বলেছিল হুবাহু নয় তবে শুধু মাত্র বুঝার স্বার্থে চুটকি আকারে তোলে দিলাম – পাটকদের জন্য –বুড়া বুড়ি শুধু ঝগড়া আর ঝগড়া, কিন্তু তাদের মায়া মুহাব্বাত ও কম নাহ । উভয়ে শরণাপন্ন হল পাদ্রীর –তিনি বেয়্যাপার টি শুনে বুড়ো কে বললেন তুমি যাও চ্যারিটি করতে – বুড়ী কে বললেন তুমি নাও একটি কুকুর যা তোমার ই কথা শুনবে শুধু , গাইড ও হবে এবং বুড়ার বিরহ ভুলতে ও সহায়ক হবে –don`t worry i `ll visit you for cup of tea . you are not alone dog is there for you .if not enough come to god house- not son father is here for you ! but pls make appointmet before you come !!!!
বঙ্গনুর পাঠকদের এবং বিশ্বের তামাম মিল্লাতে মুসলিমদের প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারাক । হাজী সাহেবদের অগ্রিম হাজ্জ মুবারাক । বরাবরের মত বলব ঈদে গরীব দুঃখীদের ভুলে যায়েন না ।বিধর্মীদের মতো স্বার্থে গা ভাসাবেন না । যা করবেন লালসা উরধেধ আল্লাহ সন্তস্টীর জন্য ই করুন এবং এতে ই কল্যাণ নিহিত ।
[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরী

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:১৯

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরীঃ


১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের... ...বাকিটুকু পড়ুন

অহনা বলেছিল, তুমি হারাবে না

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১১ ই মে, ২০২৪ দুপুর ১:০৫

অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি

অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

শিয়াল ফিলিস্তিনীরা লেজ গুটিয়ে রাফা থেকে পালাচ্ছে কেন?

লিখেছেন সোনাগাজী, ১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০



যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনীদের পক্ষে ফেটে পড়েছে, যখন জাতিসংঘ ফিলিস্তিনকে সাধারণ সদস্য করার জন্য ভোট নিয়েছে, যখন আমেরিকা বলছে যে, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনীদের হত্যা করার জন্য আমেরিকান-যুদ্ধাস্ত্র... ...বাকিটুকু পড়ুন

×